#krishifarmexpress #লাউয়েরমাছিপোকাদমন #মাছিপোকা #মাছিপোকাদমন #মাছিদমনকরারউপায়
don’t forget to subscribe to our channel
krishi farm workers
আস-সালামুয়ালাইকুম!!আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যে, আপনাদের মাঝে কৃষি বিষয়ক সমস্যা সমাধান ও সফলতার গল্প তুলে ধরার, ইনশাআল্লাহ আপনারা আমাদের এই ভিডিও দেখে উপকার পেয়ে কৃষি ফার্ম অথবা কৃষি খামারের পর উদ্যোগ গ্রহণ করতে সক্ষম হবেন। তাই আপনারা সর্ব সময় আমাদের পাশে থেকে আমাদের চ্যানেলটিকে subscribe, comment, share করে বেল আইকোনটি বাজিয়ে দিয়ে আমাদেরকে সাপোর্ট করবেন।
আপনারা যদি আপনাদের কৃষি ফার্ম অথবা কৃষি খামার এর উপর কোন প্রকার ভিডিও তুলে ধরতে চান অথবা কোন গুরুত্বপূর্ণ তথ্য জানতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন
মোবাঃ ০১৭৯৭-৪৮২৪৯৭,০১৭৩৪-৯৫৪১৫২
[email protected]
ফসল : লাউ
পোকার নাম : লাউয়ের মাছি পোকা
পোকার স্থানীয় নাম : : নেই
পোকা চেনার উপায় : পুর্ণাঙ্গ পোকার আকার সাধারন মাছির মতোই হয়, পাখা স্বচ্ছ, পা হলুদ, পেট ত্রিকোনাকার ও বাদামি, ঘাড়ের মাঝে লম্বা লম্বি হলদে একটা দাগ আছে।
ক্ষতির ধরণ : স্ত্রী মাছি কচি ফলের নিচের দিকে ডিম পাড়ে। ডিম পাড়ার স্থান থেকে পানির মত তরল পদার্থ বেড়িয়ে আসে যা শুকিয়ে বাদামী রং ধারন করে। ডিম থেকে কীড়া বের হয়ে ফলের শাস খেতে শুরু করে এবং ফল বিকৃত হয়ে যায় এবং হলুদ হয়ে পঁচে ঝড়ে যায়।
আক্রমণের পর্যায় : বাড়ন্ত পর্যায়, ফলের বাড়ন্ত পর্যায় , ফল পরিপক্ব
পোকামাকড় জীবনকাল : লার্ভা, পূর্ণ বয়স্ক
ফসলের যে অংশে আক্রমণ করে : ফল , ফুল
পোকার যেসব স্তর ক্ষতি করে : পূর্ণ বয়স্ক , কীড়া
ব্যবস্থাপনা :
সাইপারমেথ্রিন জাতীয় কীটনাশক (যেমন ওস্তাদ ২০ মিলিলিটার অথবা ম্যাজিক অথবা কট ১০ মিলিলিটার) প্রতি ১০লিটার পানিতে মিশিয়ে প্রতি ৫ শতকে ১০-১২ দিন পরপর ২/৩ বার স্প্রে করতে হবে।কীটনাশক স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে।
kw: মাছি দমন, মাছি পোকা দমন, মাছি পোকা দমনের উপায়, মাছি পোকা দূরীকরণ কীটনাশক, মাছি পোকা দমনের কৌশল, মাছি পোকা দমনের পদ্ধতি, মাছি পোকা দমনের প্রাকৃতিক উপায়, লাউয়ের মাছি পোকা দমন, লাউয়ের মাছি পোকা দমনের কৌশল, শসার মাছি পোকা দমনের উপায়, মিষ্টি কুমড়ার মাছি পোকা দমনের উপায়, কুমড়ার মাছি পোকা দমনের উপায়, লাউ গাছের পোকা দমন, লাউ পচে যাচ্ছে, লাউয়ের ফল পচা রোগ, লাউ গাছের ফল পচা রোগের প্রতিকার, লাউয়ের মাছি পোকা দমন ব্যবস্থাপনা, লাউ ছিদ্রকারী মাছি পোকা দমন, লাউ গাছের মাছি পোকা দমন পদ্ধতি.
thanks watching for vedio
Информация по комментариям в разработке