Hazrat Mohammad Sm. Cartoonists Death | হজরত মুহাম্মদ (সা:)ব্যাঙ্গচিত্র অংকনকারীর ভয়াবহ মৃত্যু | মহানবীর (স.) ব্যঙ্গচিত্র আঁকা শিল্পী কার্ট ওয়েস্টারগার্ডের মৃত্যু
#মহানবীর_(স)_ব্যঙ্গচিত্র #শিল্পী_কার্ট_ওয়েস্টারগার্ডের_মৃত্যু #Hazrat_Mohammad_Sm_Cartoonists_Death
#তাজাখবর #BangladeshNews
#হজরত_মুহাম্মদ_সা_ব্যঙ্গচিত্র
মহানবী হজরত মুহাম্মদ (স.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র আঁকা ডেনমার্কের শিল্পী কার্ট ওয়েস্টারগার্ড মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন।৮৬ বছর বয়সে ঘুমের মধ্যেই ওয়েস্টারগার্ড মারা যান বলে রোববার ড্যানিশ গণমাধ্যমকে জানিয়েছে তার পরিবার।
২০০৫ সালে হজরত মুহাম্মদ (স.) ব্যঙ্গচিত্র এঁকে তীব্র সমালোচিত হয়েছিলেন এই কার্টুনিস্ট। তীব্র নিন্দা ও ক্ষোভে ফেটে পড়েছিল গোটা বিশ্বের মুসলিমরা।
বিবিসি জানায়, ডেনমার্কের এই শিল্পী রক্ষণশীল জিল্যান্ডস-পোস্টেন পত্রিকায় ১৯৮০’র দশকের শুরুর দিক থেকে কাজ করতেন।
ওই পত্রিকায় ‘দ্য ফেস অব মোহাম্মদ’ শিরোনামে ওয়েস্টারগার্ডের ১২ টি ব্যাঙ্গচিত্র ছাপা হয়েছিল। এর মধ্যে সবচেয়ে বিতর্কিত হয়েছিল নবীর মাথায় বোমা আকারের পাগড়ি পরানো একটি ব্যাঙ্গচিত্র।
মহানবী (স.) কে নিয়ে এই কার্টুন মুসলিম বিশ্বে ব্যাপক ক্ষোভ সঞ্চার করেছিল। বিভিন্ন দেশের ডেনমার্কের দূতাবাসে হামলা হয় এবং সংঘর্ষে বেশকিছু মানুষ মারাও গিয়েছিল।
এই দাঙ্গা-হাঙ্গামার প্রেক্ষাপটে ডেনমার্ক এবং এর বাইরের বিশ্বেও সে সময় ইসলামবিদ্বেষ এবং বাকস্বাধীনতা ও ধর্মীয় স্বাধীনতার সীমা নিয়ে বিতর্ক শুরু হয়।
২০১২ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসের সাপ্তাহিক রম্য পত্রিকা শার্লি এবদু-তে আবার মহানবীর (স.) ওই কার্টুন প্রকাশিত হওয়ার পর ২০১৫ সালে পত্রিকাটিতে হামলার ঘটনায় ১২ জন নিহত হয়।
মুহানবী (সা.) কে নিয়ে ব্যঙ্গচিত্র আঁকার কারণে ওয়েস্টারগার্ড নিজেও অনেকবার প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এবং হামলার নিশানা হয়েছিলেন। প্রথমে তিনি আত্মগোপন করে থাকলেও পরে প্রকাশ্যেই বাড়িতে কড়া পাহারাধীনে থাকার সিদ্ধান্ত নেন।
🔥Extra Tags⤵️
মহানবীর (স.) ব্যঙ্গচিত্র আঁকা শিল্পী কার্ট ওয়েস্টারগার্ডের মৃত্যু,শিল্পী কার্ট ওয়েস্টারগার্ডের মৃত্যু,মহানবীর (স.) ব্যঙ্গচিত্র আঁকা,মহানবীর (স.) ব্যঙ্গচিত্র,হজরত মুহাম্মদ (সা:)ব্যাঙ্গচিত্র অংকনকারীর ভয়াবহ মৃত্যু,hazrat mohammad sm. cartoonists death,hazrat mohammad sm.,cartoonists kat weastergurd death,ফ্রান্সে মহানবীর ব্যঙ্গচিত্র,মহানবী (স.) কে নিয়ে ব্যঙ্গচিত্র ফ্রান্সে,মহানবীর ব্যঙ্গচিত্র,মহানবীর (স.) ব্যঙ্গচিত্র আঁকা,মহানবীর (স.) ব্যঙ্গচিত্র,ফ্রান্সে মহানবীর ব্যঙ্গচিত্র প্রকাশ,ফ্রান্সে প্রকাশ্যে মহানবীর ব্যঙ্গচিত্র প্রদর্শন,নবীজির ব্যঙ্গচিত্র,ব্যঙ্গচিত্র,ফ্রান্সে মহানবী (সা:) এর ব্যঙ্গচিত্র,মহানবীর (স.) ব্যঙ্গচিত্র আঁকা শিল্পী কার্ট ওয়েস্টারগার্ডের মৃত্যু,ফের মহানবীর ব্যঙ্গচিত্র,আবার মহানবীর ব্যঙ্গচিত্র ফ্রান্সে,ফ্রান্সে মহানবীর ব্যঙ্গচিত্র প্রদর্শন,ফ্রান্সে মহানবীর ব্যঙ্গচিত্র,মহানবী (স.) কে নিয়ে ব্যঙ্গচিত্র ফ্রান্সে,ব্যঙ্গচিত্র,ফ্রান্সে মহানবীর ব্যঙ্গচিত্র প্রকাশ,ফ্রান্স মহানবী (সাঃ) ব্যঙ্গচিত্র,মহানবী (সাঃ) কে নিয়ে ব্যঙ্গচিত্র,মহানবীর ব্যঙ্গচিত্র,মহানবী (স.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন,ফ্রান্সে মহানবীর ব্যঙ্গচিত,মহানবী হজরত মোহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র,ফ্রান্সে বিশ্বনবী (সা:) ব্যঙ্গচিত্র,ফ্রান্স মহানবীর ব্যঙ্গচিত্র প্রকাশ করে পুরো পৃথিবীতে,ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী (সা. )এর ব্যঙ্গচিত্র
Информация по комментариям в разработке