করমন্ডল এক্সপ্রেসে বাংলাদেশ থেকে কিভাবে CMC ভেলোর মেডিকেলে যাবেন? ইন্ডিয়া ভ্রমণ: প্রথম পর্ব

Описание к видео করমন্ডল এক্সপ্রেসে বাংলাদেশ থেকে কিভাবে CMC ভেলোর মেডিকেলে যাবেন? ইন্ডিয়া ভ্রমণ: প্রথম পর্ব

বাংলাদেশ থেকে কিভাবে CMC ভেলোর মেডিকেলে চিকিৎসা নিতে যাবেন? ইন্ডিয়া ভ্রমণ: প্রথম পর্ব

আমরা আমাদের দীর্ঘ 26 দিনের ইন্ডিয়া ভ্রমণের প্রথমদিনের যাবার গল্প এই ভিডিওর মধ্যে স্মৃতিময় করে রাখার চেষ্টা করেছি। ভেলোরে চিকিৎসা নিতে যাবার জন্য আপনারা বাংলাদেশ থেকে বিমানে বা ট্রেনে উভয়ভাবে যেতে পারেন। বিমানে আপনি সরাসরি ঢাকা থেকে চেন্নাইয়ের লাইক পেয়ে যাবেন সেখান থেকে ট্রেনে বা ট্যাক্সি ক্যাব নিয়ে চলে যেতে পারেন ভেলোর তাছাড়া কলকাতা থেকে ফ্লাইট পাওয়া যায় এখান থেকে আপনারা ফ্লাইটে কলকাতা কলকাতা থেকে চেন্নাই একইভাবে যেতে পারেন।আর যারা একটু খরচ কম এর মধ্যে আরামদায়ক ভাবে যেতে চান তাদের জন্য ট্রেন সবচেয়ে সুবিধাজনক বাংলাদেশ বর্ডার পার হয়ে কলকাতার যে কোন স্টেশন থেকে চেন্নাই বা কাটপাটি জংশন এর টিকিট পেয়ে যাবেন সেখান থেকে অল্প কিছু দূরে ভেলোর সিএমসি। তবে অবশ্যই চেষ্টা করবেন ট্রেন বা বিমান ওভারি টিকিট আগে কেটে রাখার কারণ এই গন্তব্যে টিকিট পাওয়া যায় না সব সময় খুব চাপ থাকে তাই আগে টিকিট কেটে রাখাই বুদ্ধিমানের কাজ।

❤ধন্যবাদ পরবর্তী ভিডিওতে দেখার আমন্ত্রণ রইল❤

🙏প্রথম ভিডিওর ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন🌍

Комментарии

Информация по комментариям в разработке