মিষ্টি কুমড়া চাষ পদ্ধতি ll মিষ্টি কুমড়া চারা প্রস্তুত ও রোপণ ll Misti kumra chas ll Part-1

Описание к видео মিষ্টি কুমড়া চাষ পদ্ধতি ll মিষ্টি কুমড়া চারা প্রস্তুত ও রোপণ ll Misti kumra chas ll Part-1

মিষ্টি কুমড়া চাষ পদ্ধতি ll মিষ্টি কুমড়া চারা প্রস্তুত ও রোপণ ll Misti kumra chas ll Part-1

মিষ্টি কুমড়া চাষ অল্প খরচে অধিক লাভজনক একটি ফসল। সাথী ফসল কিংবা পরিতেক্ত  জমিতে এর বিকল্প নেই। এই প্লে-লিষ্ট এ মিষ্টি কুমড়া চাষের অভিজ্ঞতা তুলে ধরার চেষ্টা করব।

জলবায়ু ও মাটিঃ মিষ্টি কুমড়ার জন্য শুষ্ক ও উঞ্চ জলবায়ু প্রয়োজন। প্রচুর সূর্যালোক এবং নিম্ন আদ্রতা উত্তম ।চাষকালীন সময়ে উচ্চ তাপমাত্রা ও লম্বা দিন হলে পুরুষ ফুলের সংখ্যা বেড়ে যায় এবং স্ত্রী ফুলের সংখ্যা কমে যায় যার ফলে ফলন কমে যায়। জৈব পদার্থ সমৃদ্ধ দোআঁশ বা এঁটেল দোআঁশ মাটি এর চাষাবাদের জন্য উত্তম তবে চরাঞ্চলে পলি মাটিতে মিষ্টি কুমড়ার ভালো ফলন হয়।

বপনের সময়ঃ শীতকালে চাষের জন্য আগষ্ট-ডিসেম্বর এবং গ্রীষ্মকালে চাষের জন্য ফেব্রয়ারি-মে মাসে বীজ বপন করা যায়। তবে আমাদের দেশের আবহাওয়াতে নিয়মিত পরিচর্যায় সারা বছরই মিষ্টি কুমড়ার চাষ করে কাংখিত ফলন পাওয়া যায়।

বীজের হারঃ প্রতি শতাংশে 8-10টি।

জমি নির্বাচন ও তৈরিঃ সেচ ও পানি নিষ্কাশনের সুবিধাযুক্ত এবং পর্যাপ্ত সূর্যালোক পায় এমন জমি নির্বাচন করতে হবে।জমিতে প্রথমে ভালোভাবে চাষ ও মই দিয়ে এমনভাবে তৈরি করতে হবে যেন জমিতে কোন ঢিলা বা আগাছা না থাকে।মিষ্টিকুমড়া গাছের শিকড়ের যথাযথ বৃদ্ধির জন্য উত্তমরুপে মাদা তৈরি করতে হবে।

বীজ বপনের পদ্ধতি ও দূরত্বঃ বীজ বপনের পূর্বে ২৪ ঘন্টা পানিতে ভিজিয়ে নিলে অঙ্কুরোদগম ভাল হয়।ভালো ফলরের জন্য বীজ মাদা তৈরী করে রোপন করতে হয়।

মাদার আকারঃ এক ফিট বাই এক ফিট ও গভীরতা এ ফিট। এক্ষেত্রে সারি থেকে সারি ছয় ফিট এবং প্রতি সারিতে ছয় ফিট পর পর বীজ বপন করতে হয়।

সেচঃ সমস্ত জমি ভিজিয়ে প্লাবন সেচ দেওয়া যাবেনা। সেচ নালা থেকে অল্প করে পানি নিয়ে শুধু মাত্র গাছের গোড়ায় সেচ দিতে হবে। শুষ্ক মৌসুমে মিষ্টি কুমড়া ফসলে ৫-৭ দিন অন্তর অন্তর সেচ দেওয়া প্রয়োজন।

আগাছা দমনঃ চারা লাগানোর পর থেকে ফল সংগ্রহ পর্যন্ত জমি সবসময় নিড়ানী দিয়ে আগাছা মুক্ত রাখতে হবে। গাছের গোড়ায় আগাছা থাকলে তা খাদ্যোপাদান ও রস শোষন করে নেয় বলে আশানুরূপ ফলন পাওয়া যায় না । 

মিষ্টি কুমড়ার রোগ ও পোকা এবং এর সমাধানঃ
রেড পামকিন বিটলক্ষতির ধরণঃ এরা পাতার কিনারা থেকে খাওয়া শুরু করে সম্পূর্ণ পাতা খেয়ে ফেলে। এই পোকা বয়স্ক গাছের পাতার শিরা উপশিরা রেখে সম্পূর্ণ সবুজ অংশ খেয়ে ফেলে।মিষ্টি কুমড়ার রেড পামকিন বিটল দমনে ব্যবহার করুন সাইপারমেথিন গ্রুপের ঔষধ। প্রয়োগ মাত্রাঃ ১০ লিটার পানিতে ১০ মিলি।

ডগা ছিদ্রকারী পোকা : প্রথমে এরা গাছের ডগার উপর ছোট একটা ছিদ্র করে ভিতরে ঢুকে যায় এবং পরবর্তীতে সম্পূণ ডগাটি খেয়ে ফেলে।মিষ্টি কুমড়ার ডগা ছিদ্রকারী পোকা দমনে ব্যবহার করুন এবামেট্রিন বেনজয়েট গ্রুপের ঔষধ। । প্রয়োগ মাত্রাঃ ১০ লিটার পানিতে ১০ গ্রাম।

মিষ্টি কুমড়ার পাউডারি মিলডিউ লক্ষণঃ পাতার উপরের দিকে সাদা রঙের পাউডারের মতো দাগের সৃষ্টি হয় এবং পরে দাগ গুলো বড় হয়ে সমস্ত পাতায় ছড়িয়ে পরে। এ রোগের কারণে ফলের গুনগত মান কমে যায় এবং ফলন কমে যায়।

পাউডারি মিলডিউ রোগের প্রতিকারঃ সালফার জাতীয় ছত্রাকনাশক অথবা কার্বেন্ডাজিম জাতীয় ছত্রাকনাশক যেমন: গোল্ডাজিম ১০ মিলিটার বা এমকোজিম ২০ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ১০ দিন পরপর স্পে করতে হবে ।

অধিক ফলন পেতে স্প্রে করুন হরমোনের দিতে হবে।  প্রতি ২০-২৫ দিন পর পর স্প্রে করলে ভাল ফলাফল পাওয়া যায়।

যোগাযোগ-ঘাটাইল,টাঙ্গাইল। 
হোয়াটসএপ-01676376640 

Facebook : https://www.facebook.com/profile.php?...

#মিষ্টি_কুমড়া
#মিষ্টি_কুমড়া_চাষ
#Misti_kumra
#rMisti_kumra_chas
#Pumpkin 
#pumpkin_fruit 

Комментарии

Информация по комментариям в разработке