থার্ড পারসন এলে সম্পর্কে জটিলতা সৃষ্টি হয় : সুবাহ।
এইবার লাইভে সুবাহ,Subah Shah Humyra live,Subah live,লাইভে এসে যা বললেন সুবাহ,সুবাজ ইলিয়াস,Subah elias,
subah live,nasir subah live,humayra subah live,subah facebook live,nasir subah,subah,humayra subah nasir live,humayra subah
#Subah_Shah_Humyra #Eliyas #SomoyEntertainment
বিয়ে করেও যেন শান্তি মিলল না এই অভিনেত্রীর। এরই মধ্যে দ্বিতীয় স্ত্রী মডেল কারিন নাজ অভিযোগ করেছেন, ডিভোর্স না দিয়েই অভিনেত্রী সুবাহকে বিয়ে করেছেন ইলিয়াস। তার সেই অভিযোগের বিরুদ্ধে মুখ খুলেছেন ইলিয়াসের বর্তমান স্ত্রী সুবাহ।
সম্পর্কে যদি কোনো থার্ড পারসন বা তৃতীয় পক্ষ প্রবেশ করে তাহলে জটিলতা সৃষ্টি হয় বলে মন্তব্য করেছেন অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা। গায়ক ইলিয়াস হোসেনের সঙ্গে বিয়ের পর নানা জটিলতার মুখে সোমবার দিবাগত রাতে এক ফেসবুক লাইভে তিনি এমনটাই জানান। সুবাহ বলেন, তিনি লাইভে আসতে বাধ্য হয়েছেন কারণ তার সংসারটা একদম ভাঙার পথে।
স্বামী ইলিয়াসের সাথে অনেক ঝামেলা হয়েছে জানিয়ে তিনি বলেন, বিষয়টি নিয়ে আপনারা অনেক কিছু ভাবতে পারেন। কিন্তু জানেন কেন ডিভোর্স হয়? সংসার ভাঙে মূলত থার্ড পারসনদের কারণে। এ নিয়ে ইলিয়াসের সাথে আমার এমন ঝগড়া ও ঝামেলা হয়েছে যে- শুধু মনে হয় ডিভোর্সটাই বাকি আছে।
সুবাহ লাইভ,সুবাহ,হুমায়রা সুবাহ,সুবাহ লাইভে,লাইভে সুবাহ,সুবাহ লাইভে এসে,নাসির সুবার লাইভ ভিডিও,সুবার নতুন ভিডিও,সুবাহ লাইভে যা বললেন,কেন লাইভে আসলেন সুবাহ?,সুবাহ লাইভে ইলিয়াসের সব ফাঁস করে দিল,সুবাহ লাইভে এসে নাসিরের জন্য গান গাইলেন,সুবাহ লাইভে এসে নাসিরের জন্য সুবাহ গান গাইলেন,সুবাহ লাইভ ভিডিও,সুবাহর লাইভ,হুমায়রা সুবাহ লাইভ,শাহ হুমায়রা সুবাহ,সরাসরি লাইভে সুবা,আবারও লাইভে এসে নাসিরকে ভোল্ট করে দিলেন সুবহা
লাইভে হাতেনাতে ইলিয়াসকে ধরলেন সুবাহ । সব ফাঁস SUBAH ELEYAS FIGHT FACEBOOK LIVE
/ media-mirror-105317608613299
Информация по комментариям в разработке