মোরগের ডাকে ঘুমাতে পারছেনা গ্রামবাসী! Bijoy TV

Описание к видео মোরগের ডাকে ঘুমাতে পারছেনা গ্রামবাসী! Bijoy TV

মোরগের ডাকে অতিষ্ঠ গ্রামবাসী। গ্রামটির বাসিন্দাদের একাংশ সেই ডাকে রাতে ঘুমাতে পারছেন না। বাধ্য হয়ে তাদের কানে ইয়ারপ্লাগ পরতে হচ্ছে। শুধু তাই নয় শেষ পর্যন্ত গ্রামটির বাসিন্দারা ব্যাপারটি কাউন্সিলে জানাতে বাধ্য হয়েছেন।
আমাদের দেশে গ্রামাঞ্চলে মানুষেরা বাড়িতে গরু-ছাগল কিংবা হাঁস-মুরগি পালন করে থাকেন। তাই এসব অঞ্চলে প্রায়শই ভোরে মোরগ কিংবা এসব পশুপাখির ডাক শুনতে পাওয়া যায়। স্বল্প সময়ের জন্য এসব ডাক আমাদের ভালো লাগলেও প্রতিনিয়ত এমন শব্দে বিরক্ত হয়ে উঠবে যে কেউ। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে পূর্ব ইংল্যান্ডের একটি গ্রামে।
গ্রামটির নাম স্নেটিশাম। পূর্ব ইংল্যান্ডের নরফোল্কে এটি অবস্থিত। গ্রামটিতে রাতে মোরগের উৎপাতে ঘুমাতে পারছেন না বাসিন্দাদের একাংশ। সারারাত মোরগের ডাকাডাকিতে অনেকে বাধ্য হয়ে কানে ইয়ারপ্লাগ পড়ছেন। অন্যদিকে গ্রামের কিছু মানুষ বলছেন এটা গ্রামের ঐতিহ্য; এতে অসুবিধার কিছু নেই। তবে ঘটনাটি শেষ পর্যন্ত গড়িয়েছে কাউন্সিল পর্যন্ত।
স্থানীয়দের একাংশের দাবি, রাতে শতাধিক বন্য মোরগের পাল এসে তাদের বাগানে গর্ত করছে এবং বিকট শব্দে ডাকছে। এরপর স্নেটিশাম পরিষদ কাউন্সিল প্রাণীগুলো বিতাড়নের পরিকল্পনা করছে দাবি করে তা রুখতে পিটিশন করেছেন অন্যরা। পরে উভয়পক্ষের মন্তব্য শুনে কাউন্সিল জানিয়েছে, বিশেষজ্ঞদের মতামত চেয়েছি। বিশেষ করে বন্যপ্রাণী উদ্ধার ও দাতব্য সংস্থার, যাদের বিশেষজ্ঞরা মোরগগুলোর মঙ্গল, চাহিদা, স্বাস্থ্যসহ পারিপার্শ্বিকতা বিবেচনা করে পরামর্শ দেবেন। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মোরগ থাকার পক্ষের এক বাসিন্দা বলেন, দশকের পর দশক ধরে এখানে বন্য মোরগ আছে। সেগুলো গ্রামের ঐতিহ্য।

copyright © A BIJOY TV Production-2024

সঙ্গে থাকুন বিজয় টিভির
Website: http://bijoy.tv/
Facebook:   / bijoytvlimited  
Youtube:    / bijoytvofficial  

Комментарии

Информация по комментариям в разработке