বগুড়ার ঐতিহ্যবাহী পোড়াদহ মাছের মেলা | Bogura Fish Fair 2020 | Poradohomela Mela Bogura

Описание к видео বগুড়ার ঐতিহ্যবাহী পোড়াদহ মাছের মেলা | Bogura Fish Fair 2020 | Poradohomela Mela Bogura

পোড়াদহ মেলার প্রধান আকর্ষণ মাছ। মেলায় পাওয়া যায় বিভিন্ন প্রজাতির হরেক রকমের বড় বড় মাছ। বড় বড় মাছ গুলো প্রথমে ভোর বেলায় মেলায় স্থাপিত অস্থায়ী আড়ৎগুলোতে এসে জমা হয়। সেখান থেকে খুচরা ব্যবসায়ীরা মাছগুলো কিনে মেলার নিজ নিজ দোকানে নিয়ে যায়। দোকানগুলোতে দিনভর কেনাকাটা চলতে থাকে। মেলায় আসা বিভিন্ন প্রজাতির মাছের মধ্যে উল্লেখযোগ্য হলো রুই, কাতলা, মৃগেল, বোয়াল, সিলভার কার্প, কালবাউশ, পাঙ্গাস মাছ ইত্যাদি। মেলায় সবচেয়ে বেশি বিক্রয় হয় 'বাঘা আইড়' মাছ স্থানীয় ভাবে যাকে 'বাগাইড়' মাছ বলা হয়। মেলায় দুই মন থেকে আড়াই মণ ওজনের বাঘা আইড় পাওয়া যায়। এছাড়া পনের থেকে বিশ কেজি ওজনের রুই কাৎলা পাঙ্গাস মাছ পাওয়া যায়।

#BoguraFishFair #BoguraJamaiMela #পোড়াদহমাছেরমেলা #বগুড়ামাছেরমেলা
#Poradohomela #Poradohomacarhmela #FishingCutting #TraditionalPoradohoFishFair

Комментарии

Информация по комментариям в разработке