পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রাণী | The most beautiful animal in the world | নিউডিব্রোঙ্ক

Описание к видео পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রাণী | The most beautiful animal in the world | নিউডিব্রোঙ্ক

পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রাণী | The most beautiful animal in the world | নিউডিব্রোঙ্ক

ছোট এক ফোঁটা একটা জীব। একদম একটা চা চামচে নিয়ে ফেলা যাবে। এত ছোট প্রাণীকে দেখতে পাওয়া কি সহজ কথা? কিন্তু ছোট বলেই চোখ এড়িয়ে যাওয়ার উপায় এই ক্ষেত্রে অন্তত নাই। কেন জানেন? কারণ অস্ট্রেলিয়ার সমুদ্র উপকূলের কাছের অগভীর সাগরের তলায় থাকা এই ছোট্ট প্রাণীটির গায়ের রঙ হয় বিচিত্র। শুধু গায়ের রঙই নয় গাঁয়ে নানান ধরণের ছিটা, দাগ, ডোরা মিলিয়ে সেটা দেখতে এতই সুন্দর দেখায় যে একে পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রাণীও বলা হয়।

এবার বলি আসল কথাটা এত সময় ধরে যে প্রাণীটির সম্পর্কে আমরা আলোচনা করছি,সেই প্রাণীটির নাম নিউডিব্রোঙ্ক। নিউডিব্রোঙ্করা তাদের ছোট্ট অমেরুদণ্ডী শরীর দিয়ে সহজের একজন মানুষের মুখে হাসি ফুটিয়ে দিতে পারে। নিজের রুপে মুগ্ধ করতে পারে যে কাউকে।

পৃথিবীতে নিউডিব্রোঙ্কদের ৩ হাজারের মতো প্রজাতি আছে। এদের প্রত্যেকেই গ্রীষ্মমণ্ডলীয় সমুদ্রগুলোর উপকূলের অগভীর পানিতে বসবাস করে। আগেই বলেছি ওরা খুব ছোট, কিন্তু কত ছোট? চলুন এবারে সেটা সংখ্যায় প্রকাশ করে দেখাই তাহলে বুঝতে অনেক সহজ হবে।

প্রজাতিভেদে একটা নিউডিব্রোঙ্ক এক ইঞ্চির চার ভাগের এক ভাগ থেকে ১২ ইঞ্চি পর্যন্ত হতে পারে। আর ওদের ওজন সর্বোচ্চ তিন দশমিক তিন পাউন্ড পর্যন্ত হয়।

শরীর ছোট বলে অবশ্য তাকে করে না তো ফোসফাঁস, মারে না তো ঠুসঠাস গোছের কিছু মনে করার কোনো কারণ নেই। কারণ ওদের যথেষ্ট শক্তিশালী দাঁত থাকে। তা দিয়ে কোরাল, স্পঞ্জ, মাছের ডিম ইত্যাদি সাগরের খায়। এ ছাড়াও ওদের মাথার কাছে কিছু কর্ষিকা থাকে যেগুলো দিয়ে নিউডিব্রোঙ্করা খাবার খুটে খুটে বের করে।

নিউডিব্রোঙ্করা যে খাবার খায় তা শুধু তাদের পেট ভরার জন্য নয়। এই খাবার ওদের শরীরকে রাঙাতেও সহায়তা করে। হ্যা অবাক হবার মতনই বিষয় । কারণ কোন খাবার শরীরকে রঙিন করে তোলে এমন সচরাচর দেখা যায় না। কিন্তু এটা কিভাবেই বা সম্ভব? চলুন সেটাও জেনে নি.....
যখন ওরা খাবার খায় তখন খাদ্যের দেহে থাকা রঞ্জক পদার্থকেও ওরা শুষে নেয়। কিছু নিউডিব্রোঙ্ক তো ওদের শিকারের দেহ থেকে বিষও শুষে নেয় আর তা ত্বকে নিঃসরণ করে। এই বিষ তাদের মাছ এবং অন্য শিকারিদের খাদ্য হওয়া থেকে নিউডিব্রোঙ্ককে রক্ষা করে। তাহলে বুঝলেন কীভাবে এত ছোট ছোট প্রাণী এত সুন্দর হয়ে উঠেছে।


আজকের ভিডিওতে আমরা...... সম্পর্কে জানলাম। এমনই প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন। অন্যদেরকে এই তথ্যগুলো দিয়ে সাহায্য করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।

Комментарии

Информация по комментариям в разработке