Kolkata To Agra Mathura Vrindavan Delhi Haridwar Rishikesh Mussoorie Tour Guide

Описание к видео Kolkata To Agra Mathura Vrindavan Delhi Haridwar Rishikesh Mussoorie Tour Guide

কলকাতা রেল ষ্টেশন থেকে আমাদের যাত্রা শুরু।
আগ্ৰারা, মথুরা, বৃন্দাবন, দিল্লী, হরিদ্বার, ঋষিকেস, মুসৌরি।

ট্রেনের নাম কলকাতা আগ্ৰারা এসপেসাল ট্রেন।
ছাড়ার টাইম দুপুর ১ টা ১০ মিনিটে পড়ের দিন নাবার টাইম সকা ১০ টা ৪০ মিনিটে ।

ট্রেন থেকে নেবে ষ্টেশনের বাইরে গাড়ি বুকিং করেনিলাম । হোটেলে যাবার জন্য আর আগ্ৰা ঘুরার জন্য। গাড়ি ভাড়া পড়ে ছিলো চার সিটের ৮৫০ টাকা। হোটেল ভাড়া ৭৫০ টাকা।

আগ্ৰা তাজমহল ঘুরতে সন্ধ্যা হয়ে গেলো তার পরে হোটেলে এসে পরের দিন ফতেপুর সিকরী ঘুরে মথুরা ঘুরিয়ে বৃন্দাবনে নাবিয়ে দেবে তার জন্য গাড়ি বুকিং করে নিলাম ।

গাড়ি ভাড়া পরেছিলো চার চাকার ৩০০০ টাকা ।

তাজমহলের ভিতরে ডুকার টিকিট ৫০ টাকা । তাজমহলের উপরে ঘুরার টিকিট ২৪০ টাকা ।

ফতেপুর সিকরী ডুকার টিকিট ৫০ টাকা ।

হোটেলের নাম :- তাজপেলেস
ফোন নাম্বার :-7668772773 / 6396546474

যেই গাড়িতে করে ঘুরেছি সেই দাদার নাম:-
রবি প্রসাদ আর ফোন নাম্বার:-9897608615

সকালা বেরিয়ে পড়লাম ফতেপুর সিকরী জন্য

ফতেপুর সিকরী ঘুরে চলে এলাম গকুলে
গকুল ঘুরে চলে গেলাম মথুরা কৃষ্ণের জন্মস্থান ঘুরে
চলে এলাম বৃন্দাবনে ।

বৃন্দাবনে ধর্ম শালায় দুই দিন থেকে সব সাইটসিন ঘুরলাম । ধর্ম শালায়ার নাম পিতাম্বরা ধাম ভাড়া একদিনের ৬০০ টাকা ।
ফোন নাম্বার :-9412809988/7900400534

প্রথম দিন সকালে অটো ভাড়া নিয়ে বৃন্দাবন থেকে ৩৫ কিলোমিটার দূরে চলে এলাম রাধাকুন্ডু , বার্সেলোনা মন্দির, নন্দগায়, গবোরধন পর্বত। অটো ভাড়া পরেছিলো মাথাপিছু ১৫০ টাকা ।

দ্বিতীয় দিন বৃন্দাবনটা ঘুরে নিলাম প্রেম মন্দির, ইসকন মন্দির, নিধীবন, সোনার তাল গাছ, আরো চারটি মন্দির ঘুরলাম ।

বৃন্দাবনে যেই অটো করে ঘুরেছি তার ফোন নাম্বার
:-9410445631

এরপরে মথুরা ষ্টেশন থেকে দিল্লী যাবো।
ট্রেনের নাম sachkhand spl।
ছাড়ার টাইম সকালে ৮ টা ৪৫ মিনিট সেইদিনে নিউ দিল্লী ষ্টেশনে নাবার টাইম সকাল ১১ টা ২৫ মিনিটে
ট্রেনের নাম্বার 02715

নিউ দিল্লী ষ্টেশনে নেবে প্রথম চলে গেলাম হোটেলে।
সেইদিনে বিকেলে ঘুরে নিলাম অক্ষরধাম মন্দির ও শান্তি বন।
নেউ দিল্লী ষ্টেশন থেকে মেট্রো করেই ঘুরলাম।
মেট্রোর টিকিট মাথাপিছু ৫০ টাকা।

সন্ধ্যায় চাঁদনীচোক মার্কেট ঘুরে নিলাম।

দিল্লীতে মেট্রো করে ঘুরা যায় ।
সব ঘুরার জায়গায় মেট্রো ষ্টেশন আছে ।
বাসে করে ঘুরা যায় বা চার চাকা ভাড়া করে ঘুরা যায় ।

সব ঘুরার জন্য মেট্রোর টিকিট ২০০ টাকা।
বাসে ৫০০ টাকা।

রাতে হোটেলে এসে পরের দিনের ঘুরার জন্য গাড়ি বুক করে নিলাম। ভাড়া পড়েছিলো ২০০০ টাকা।

সকালে বেরিয়ে পড়লাম প্রথমে গেলাম লালকেল্লা।
তার পড় গেলাম ইন্ডিয়া গেট।
তার পড় গেলাম ইন্দ্রাগান্ধির বাড়ি ও মিউজিয়াম।
তার পড় গেলাম কুতুব মিনার।
তার পড় গেলাম লোটাস টিমপেল।
তার পড় গেলাম পার্লামেন্ট হাউস।

নিউ দিল্লী ষ্টেশনের কাছেই হোটেলে ছিলাম ।
তার নাম:- মনিকা গেস্ট হাউস ভাড়া একদিনের ৬০০ টাকা ।
ফোন নাম্বার :- 011-41523444 / 9289289982

যেই গাড়ি করে দিল্লী ঘুরেছি তার ফোন নাম্বার
:-9625994026

সেইদিন রাতে আমাদের দিল্লী ষ্টেশন থেকে ট্রেন হরিদ্বার যাবার জন্য। ট্রেনের নাম মুসৌরি এক্সপ্রেস
ছাড়ার টাইম ১০ টা ২৫ মিনিট পড়ের দিন হরিদ্বার ষ্টেশনে নাবার টাইম সকাল ৬ টা ২৫ মিনিটে । ট্রেনের নাম্বার 04041

হরিদ্বার ষ্টেশনে নেবে প্রথম চলে গেলাম হোটেলে।
সেইদিনে ঘুরে নিলাম মনসা দেবির মন্দিরে ও হারকিপড়ির ঘাটে। মনসা দেবির মন্দিরে যাবার জন্য
রপে আছে রপের টিকিট মাথাপিছু ১৫০ টাকা আশা ও যাওয়া । বাইকে করে যাওয়া যায় মাথাপিছু ৫০ টাকা শুধু যাবার জন্য ।

সন্ধ্যায় চলে এলাম হারকিপড়ি ঘাটে সন্ধা আরুতি দেখার জন্য । তার পড়ে মার্কেট ঘুরে নিলাম ও কেনাকাটা করে নিলাম। হরিদ্বারে শীতের জিনিস খুব সস্তা ।

হরিদ্বার ঘুরার জন্য টোট ও অটো পায়া যায় ।

হরিদ্বারে সব সাইটসিন ঘুরার জন্য টোট ও অটো মাথাপিছু ভাড়া ১০০ টাকা।

টোট মানে বেটারি চালিতো গাড়ি ।

রাতে হোটেলে এসে পরের দিন ঋষিকেস ঘুরার জন্য গাড়ি বুক করে নিলাম। ভাড়া পড়েছিলো ১২০০ টাকা। গাড়ির ফোন নাম্বার :-

হরিদ্বার থেকে সকালে বেরিয়ে পড়লাম ঋষিকেস ঘুরার জন্য ।

ঋষিকেস গিয়ে রাম ঝুলা, লক্ষণ ঝুলা, আর একটি নতুন ঝুলা দেখলাম সাথে অনেক আশ্রম ঘুরলাম ।

এরপড়ে চলে এলাম হরিদ্বার ঘাটে সন্ধা আরুতি দেখে একটু মার্কেট ঘুরে নিলাম তার পরে চলে এলাম হোটেলে ।

হোটেলে এসে পরের দিন মুসৌরি ঘুরার জন্য গাড়ি বুক করে নিলাম। ভাড়া পড়েছিলো ৪৫০০ টাকা। গাড়ির ডাইবারের ফোন নাম্বার :-7830454070

সকাল ৯ টায় বেরিয়ে পড়লাম মুসৌরি।
মুসৌরি ঘুরে হরিদ্বারে এলাম রাত ৮টায়।

মুসৌরি যাবার পথে প্রথমে এই শিভের মন্দির পড়বে।

তার পরেই চলে এলাম
Ropewa to Bhatta Falls এর পরে চলে এলাম মুসৌরি সিটি ঘুরে চলে এলাম Kempty Falls
তার পরে চলে এলাম মুসৌরি লেকে ঘুরে চলে এলাম হরিদ্বার ।



হরিদ্বারে যেই হোটেলে ছিলাম তার নাম:-HOTEL CITY HEART ভাড়া একদিনের ৫০০ টাকা ।
ফোন নাম্বার :- 8433036971/9760234401/9758558548/9899686122

আমাদের এই ট্যুর টি ট্রেন ট্যুর ছিলো । আগ্ৰা তাজমহল ও ফতেপুর সিকরী ও মথুরা ও বৃন্দাবন ও দিল্লী ও হরিদ্বার ও ঋষিকেস ও মুসৌরি এই ট্যুরটার মাথাপিছু মোট খ‍রচ ৯০০০ টাকা হোটেল খাওয়া ঘুরা ট্রেনের টিকিট নিয়ে তবে দশ জন্য গ্ৰুপে ।

হরিদ্বার ষ্টেশন থেকে হাওড়া যাওয়ার ট্রেন
ট্রেনের নাম YNRK HWH EXP ট্রেনের নাম্বার 13010

*******************************************

Facebook Pages Link
  / manna-tour-travels-100723579007160  

*******************************************

#Tajmahal
#mathuravrindavan
#Delhi
#haridwar
#rishikesh
#mussoorie
#Mannatourandtravels

*******************************************

ভিডিওটি ভালোলাগলে লাইক করবেন শেয়ার
করবেন এবং এইরকম আরো ভিডিও পাওয়ার
জন্য চ‍্যানেলটি সাবস্ক্রাইব করবেন ।

*******************************************

Manna Tour & Travels
-----------------------------------
Manna Tour & Travels
-----------------------------------

Комментарии

Информация по комментариям в разработке