জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট নিরসনসহ ৯ দফা দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ স্যার বরাবর স্মারকলিপি প্রদান এবং শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি
মানববন্ধন ও উপাচার্য বরাবর স্মারকলিপি
জাতীয় বিশ্ববিদ্যালয় মূল ক্যাম্পাস
বোর্ড বাজার, গাজীপুর
তারিখ: ৩ সেপ্টেম্বর ২০২৪ ( মঙ্গলবার )
সময়: সকাল ১০ টা
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভালো কিছু আসতে চলেছে।
প্রথমবারের মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে উপাচার্যের সাক্ষাত এর মাধ্যমে বুঝে নিতে পারেন এবারের উপাচার্য শিক্ষার্থীদের উপাচার্য। যা করবেন শিক্ষার্থীদের ভালোর জন্য করবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমস্যা নিরসনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজ অধ্যক্ষ স্যারের নিকট স্মারকলিপি জমা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যারের নিকট স্মারকলিপি পৌঁছানোর জন্য। যারা স্মারকলিপি পাঠিয়ে বিশ্ববিদ্যালয়ের কাছে সমস্যাগুলো তুলে ধরেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা।
আমাদের কার্যক্রম যখন শুরু হয়েছে ৭ আগষ্ট ভিসি মশিউর রহমান স্যার পলাতক ছিলেন, ১১ তারিখ তিনি পদত্যাগ করলেন, ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব নিলেন উপ উপাচার্য।
তখন অনেকে বলতেছিল ভাই ভিসি নাই জাতীয় বিশ্ববিদ্যালয় স্মারকলিপি দিয়ে লাভ হবে? বললাম ভাই উপ উপাচার্য আছে তিনি দায়িত্বে আছেন তিনি সব দেখবেন।
কয়দিন পরেই ২০ আগষ্ট এর দিকে ভারপ্রাপ্ত উপাচার্যও পদত্যাগ করেন। এখন আবার প্রশ্ন ভাই স্মারকলিপি কাকে দিবো ভারপ্রাপ্ত উপাচার্য ও তো পদত্যাগ করেছে। বললাম ভাই পদত্যাগ করছে তাতে কি বিশ্ববিদ্যালয়ের অন্য কর্মকর্তা তো ঠিকই আছে রেজিস্ট্রার আছে,ডিন আছে তাদের কাছে যাবে আর নতুন উপাচার্য আসলে এসব রিভিউ করবেন।
সবাই সম্মিলিত ভাবে স্মারকলিপি পাঠালো (বন্যা পরিস্থিতির জন্য চট্টগ্রাম বিভাগের অনেক কলেজ টিম প্রস্তুত থাকার পরও স্মারকলিপি দিতে পারে নাই তবে তারা শুরু থেকে চেষ্টা করেছে স্যালুট তাদের )
এরপর নতুন ভিসি স্যার আসলেন ২৮ আগষ্ট। আমরা স্মারকলিপি দিতে থাকলাম ৫০+ কলেজ থেকে স্মারকলিপি গেল। এবার সিদ্ধান্ত হলো অনেক স্মারকলিপি দেয়া হয়েছে এবার বিশ্ববিদ্যালয় গিয়ে সরাসরি জানানোর পালা।
গাজীপুরের কলেজগুলোকে সাথে নিয়ে ৩ তারিখ বিশ্ববিদ্যালয় স্মারকলিপি নিয়ে যাওয়া হলো। তবে সবাই এই ৯ দফা দাবি সম্পর্কে অবগত সকল কর্মকর্তা সাবেক কর্মকর্তা আমাদের উৎসাহিত করলেন। ভিসি স্যারের কাছে যাওয়ার পর উনি নিজেও বললেন এই ব্যাপারে অবগত তিনি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ স্যার এর সাথে শিক্ষার্থীদের সাক্ষাৎ সম্পন্ন হয়েছে ৩ সেপ্টেম্বর ২০২৪ ।
পরীক্ষা নিয়ন্ত্রক সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা ৯ দফা সম্পর্কে অবগত। কলেজ থেকে পাঠানো স্মারকলিপি মেইল/ডাকযোগে জাতীয় বিশ্ববিদ্যালয় এসে পৌঁছেছে। এসব বিষয় উনারা ফাইল আকারে রেখেছেন এবং খুবই গুরুত্ব সহকারে দেখছেন। খুব শীগ্রই এসব বিষয় একাডেমিক মিটিং এ তুলে ধরা হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৫৯ টি কলেজ অধ্যক্ষ স্যারের নিকট স্মারকলিপি জমা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যারের নিকট স্মারকলিপি পৌঁছানোর জন্য।
বিজয়ীদের তালিকা: তবে শুধু কলেজের নাম আসলে পরিপূর্ণ হবে না যারা উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে তারাই প্রকৃত বিজয়ী।
১। রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী
২। উত্তরা টাউন কলেজ, ঢাকা
৩। চাঁদ মিয়া মোল্লা ডিগ্রি কলেজ, কুমিল্লা
৪। সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা
৫। ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, গাজীপুর
৬। সরকারি সা'দত কলেজ, টাঙ্গাইল
৭। এম এম আলী কলেজ, টাঙ্গাইল
৮। নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ
৯। সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর
১০। জয়পুরহাট সরকারি কলেজ, জয়পুরহাট
১১। সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া
১২। সরকারি শাহ আব্দুর রউফ কলেজ, রংপুর
১৩। বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ
১৪। সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল
১৫। কুমুদিনী সরকারি কলেজ, টাঙ্গাইল
১৬। সখিপুর আবাসিক মহিলা কলেজ, টাঙ্গাইল
১৭। খিলগাঁও মডেল কলেজ, ঢাকা
১৮। মাদারীপুর সরকারি কলেজ, মাদারীপুর
১৯। ড. মালিকা কলেজ, ঢাকা
২০। নিয়ামতপুর সরকারি কলেজ, নওগাঁ
২১। রাজশাহী সরকারি মহিলা কলেজ
২২। দৌলতপুর দিবা/নৈশ কলেজ, খুলনা
২৩। খুলনা সরকারি মহিলা কলেজ
২৪। বেগম রোকেয়া সরকারি মহিলা কলেজ, রংপুর
২৫। আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ
২৬। নরসিংদী সরকারি কলেজ
২৭। সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সীগঞ্জ
২৮। সরকারি মাইকেল মধুসূদন কলেজ, যশোর
২৯। আযম খান সরকারি কমার্স কলেজ, খুলনা
৩০। সোনারগাঁও সরকারি কলেজ, নারায়ণগঞ্জ
৩১। দিনাজপুর সরকারি কলেজ
৩২। সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর
৩৩। এমসি কলেজ, সিলেট
৩৪। কুমিল্লা সরকারি মহিলা কলেজ
৩৫। কারমাইকেল কলেজ, রংপুর
৩৬। সরকারি শামসুর রহমান কলেজ, শরীয়তপুর
৩৭। সরকারি ব্রজলাল কলেজ, খুলনা
৩৮। দক্ষিণ সুরমা সরকারি কলেজ, সিলেট
৩৯। মিরপুর গার্লস আইডিয়াল কলেজ, ঢাকা
৪০। মজিদা আদর্শ ডিগ্রি কলেজ, কুড়িগ্রাম
৪১। রাজশাহী কোর্ট কলেজ
৪২। নবাবগঞ্জ সরকারি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ
৪৩। মকবুলার রহমান সরকারি কলেজ, পঞ্চগড়
৪৪। পঞ্চগড় সরকারি মহিলা কলেজ
৪৫। টঙ্গী সরকারি কলেজ, গাজীপুর
৪৬। শ্রীপুর রহমত আলী সরকারি কলেজ, গাজীপুর
৪৭। হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মাগুরা
৪৮। সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ
৪৯। সাভার সরকারি কলেজ, ঢাকা
৫০। মহেশখালী কলেজ, কক্সবাজার
৫১। লালমাই সরকারি কলেজ, কুমিল্লা
৫২। সরকারি বঙ্গবন্ধু কলেজ, গাজীপুর
৫৩। রাজশাহী কলেজ
৫৪। ঢাকা মহিলা কলেজ
৫৫। ইসলামিয়া কলেজ চট্টগ্রাম
৫৬। রংপুর সরকারি কলেজ
৫৭। সরকারি হাজি মুহাম্মদ মহসিন কলেজ, খুলনা
৫৮। ঠাকুরগাঁও সরকারি কলেজ
৫৯। নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী
Voice of National University Students টিম
Video Credit: Chandan Kumar Bashak
Related Playlist:
• Education & Job News Update
#nationaluniversity
Информация по комментариям в разработке