Hastrekha Gyan, Hater Rekha Bichar, Palm Reding in Bengali, বুধ ক্ষেত্রে শুভ চিহ্ন, বুধগ্রহের শুভ-অশুভ চিহ্ন, হস্তরেখায় বুধ গ্রহের প্রভাব ও প্রতিকার, ব্যবসা রেখা,Palimistry in Bengali, Bangla Jyotish,Symbol in Little Finger,বুধের আঙ্গুলে শুভ-অশুভ চিহ্ন,life Angel line,Dubble Marshal Line,বুধের ক্ষেত্রে চতুষ্কোণ চিহ্ন থাকলে কি ফল দেয়, বুধের ক্ষেত্রে ক্রশচিহ্ন থাকলে কি হয়, বুধের ক্ষেত্রে ত্রিশূলচিহ্ন থাকলে কি হয়,
Medical Astrology অনুসারে আসুন জেনে নিন জন্মছকে যদি গ্রহ অশুভ থাকে তাহলে কোন কোন গ্রহের অশুভ প্রভাবে কি কি রোগ হতে পারে।
আসুন জেনে নিন, Medical Astrology অনুসারে কোন গ্রহের প্রভাবে কি কি রোগ হতে পারে। গ্রহের অশুভ প্রভাবই রোগ বিস্তার করে। এই আলোচনা থেকে আশা করি জানতে বা বুঝতে পারবেন, যে যদি আপনার শরীর কোন রোগ হয় তাহলে বুঝতে পারবেন সেই রোগের জন্য কোন গ্রহ দায়ী বা ঐ গ্রহ আপনাকে অশুভ ফল প্রদান করছে।
১. রবি: রবি আমাদের শরীরের হাঁড়ের কারক গ্রহ। এছাড়া আমাদের পেট, ডান চোখ, স্কিন, হূৎপিন্ড, মাথা কে প্রভাবিত করে। আপনার জন্মছকে রবির অশুভ থাকলে, রবির দশায় এই সকল অঙ্গের সমস্যা দেখা যেতে পারে। তবে আগে অবশ্যই দেখে নিতে, হবে যে এই গ্রহটি আপনার অশুভ না শুভ গ্রহ।
২.চন্দ্র: চন্দ্র আমাদের হূদয় ও মানসিকতা কে নিয়ন্ত্রন করে। এছাড়া ফুসফুস, বাম চোখ, ব্রেন, স্তন কে প্রভাবিত করে। পীড়িত চন্দ্রের প্রভাবে রাতে ঘুম না হওয়া, ডায়াবেটিস, ফুসফুস রোগ ইত্যাদি হয়।
৩.মঙ্গল: রক্ত, লাল রক্ত কনিকা, স্কিন, হাটুর সমস্যা, মহিলাদের গোপনাঙ্গ কে প্রভাবিত করে। পীড়িত মঙ্গলের প্রভাবে রক্তপাত, অস্ত্র প্রচার, দুর্ঘটনা এছাড়া হাঁড়ের দুর্বলতা বৃদ্ধি পায়। এবং মহিলাদের পিরিয়ড সম্বন্ধীয় সমস্যার সূষ্টি করে।
৪.বুধ: বুক, স্নায়ু, স্কিন, নাক, গল ব্ল্যাডার, মুখ, চুল ইত্যাদি কে প্রভাবিত করেে। পীড়িত বুধের প্রভাবে এই অঙ্গ গুলির নানা সমস্যা দেখা যায়। বিশেষ করে নার্ভের সমস্যা, পেশী ও বুকের সমস্যা হতে পারে। এমনকি প্যারালইসিস ঘটতে পারে।
৫.বৃহস্পতি: ব্রেন, যকূত, কিডনি, কান, স্মূতি শক্তিকে প্রভাবিত করে। পীড়িত বা অশুভ বৃহস্পতির প্রভাবে এই অঙ্গ-প্রত্যঙ্গের নানা সমস্যা দেখা যায়। এছাড়া ডায়াবেটিস রোগের জন্য বৃহস্পতি কেই দায়ী মানা হয়। অনেকে বৃহস্পতির অশুভ প্রভাবের ফলে স্মূতিশক্তি হ্রাস পায়।
৬.শুক্র: মুখ, মূত্র সম্বন্ধীয় সমস্যা, গলা, গ্ল্যান্ড ইত্যাদি কে প্রভাবিত করে। এছাড়া পুরুষ ও মহিলাদের যৌন স্পূহা এই গ্রহের অধীনে। শুক্র পীড়িত হল যৌন সমস্যা সহ চোখের নানা ধরনের সমস্যা, জ্বর ইত্যাদি হয়। দাম্পত্য জীবনে যৌন সুখের চাবি কাঠি শুক্র গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত।
৭.শনি: শনি গ্রহ পা, হাঁড়ের সন্ধি, পেশী, দাঁত, চুল, হাটু ইত্যাদিকে প্রভাবিত করে। দুর্বল শনির প্রভাবে হাটুর সমস্যা, হাঁড়ের ব্যাথা সহ পেশীর নানা সমস্যা দেখা যায়। দুর্বল শনির প্রভাবে হাটুর সমস্যা, হাঁড়ের ব্যাথা সহ পেশীর নানা ধরনের রোগ দেখা যায়। শনির কুপ্রভাবে অনেকের বাক্য শক্তির সমস্য ঘটে।
৮.রাহু: রাহুর প্রভাবে ক্যান্সার জাতীয় রোগ হতে পারে। রাহু প্রধানত পা, হাটু, ফুসফুস কে নিয়ন্ত্রিন করে। রাহুর কুপ্রভাবে এই অঙ্গ প্রত্যেঙ্গের নানা সমস্যা দেখা দিতে পারে।
৯.কেতু – কেতু প্রধান পেট সম্বন্ধীয় সমস্যার প্রতীক। পেটের নানা ধরনের সমস্যা যেমন, বদহজম, গ্যাদের সমস্যা ইত্যাদি এই গ্রহ নিয়ন্ত্রন করে।
বুধ গ্রহ নিয়ে কিছু আলোচনা # জ্যোতিষ শাস্ত্রে বুধ গ্রহটিকে বালকের সাথে তুলনা করা হয়ে থাকে এবং কুমার গ্রহ বলে ধরা হয়েথাকে। বুধের মধ্যে রয়েছে বালক সুলভ চপলতা , কর্মে চঞ্চলতা , কোনো কিছুর অনুকরণ করার ক্ষমতা। বুধের জাতক বা জাতিকাদের মধ্যে রয়েছে বালকের মতো সভাব ও সরল প্রকৃতি। জোতিষ শাস্ত্রে বুদ্ধ ও বোধের কারাক এই বুধ। বুধের প্রভাবে জ্ঞান বিজ্ঞান , কাব্য , সাহিত্য চর্চা , পুস্তক রচনা , জ্যোতিষ বিদ্যা , চিকিৎসা বিদ্যা , আইন জীব , গণিত বিদ্যায় পারদর্শিতা , বাক চাতুর্যতা , ব্যবসা-বাণিজ্য , সকল বিদ্যায় পান্ডিত্য , নিজেকে প্রকাশ করা ইত্যাদি। বিচার বিশ্লেষণ করা বুধেরই কাজ। বুধের মধ্যে বালক স্বভাব থাকার জন্যে মাঝেমধ্যে অত্যাধিক কৌতূহলের জন্যে সময় সময় বিবেচনা না করে কোনো কাজ করে থাকে।
জন্ম কুণ্ডলীতে বুধ অশুভ হলে অস্থিরতা , মূর্খতা , উদাসীনতা ,বাচালতা খারাপ কোনো বাবস্যার সাথে যুক্ত হাওয়া ,নিচু কার্য করা , চুরি করা ইত্যাদি খারাপ প্রভাব দেখা যায়। আবার বুধ জন্ম কুণ্ডলীতে শুভ হলে রূপবান , সুন্দর চোখ , সুন্দর কেশ , কথা কম বলা , কিন্তু বায়ু রোগ ও কফ রোগে কষ্ট পেতে পারে। বুধ শুভ হলে জাতক বা জাতিকা সব সময় হাস্য মুখর হয়ে থাকে।
জন্ম কুণ্ডলীতে বুধ অশুভ হলে দাঁতের রোগ , মাথার রোগ , মৃগী , পাগলামি , স্নায়বিক দুর্বলতা , অজীর্ণ রোগ , স্মৃতিশক্তি হীনতা , বাক্য শক্তি হীন , জিভের কোনো রোগ দেখা দিতে পারে। বুধ যে যে জিনিস ইঙ্গিত করছে তা হলো - বাক শক্তি , জিহ্বা , বৃদ্ধি , ত্বক , পিত্ত , শরীরের নিম্ন অংশ ইঙ্গিত করে। রাশিচক্রে বুধ ও চন্দ্র শুভ যোগ থাকলে জাতক বিদ্বান , বিদ্ধিমান , প্রতিভাবান ও স্মৃতিশক্তি বিশিষ্ট হয়ে থাকে। বুধের আরেকটি গুন্ হলো এর মধ্যে আছে প্রবল উদ্ভাবনী শক্তি। জন্ম কুণ্ডলীতে লগ্নে বুধ থাকলে সেই জাতক বা জাতীয় মেধাবী , ভদ্র প্রকৃতির ও সন্তান দ্বারা সুখ লাভ করে। কিন্তু যদি লগ্নে অশুভ বুধ অবস্থান করে তখন কোনো রোগ হলে তা কঠিন আকার নিতে পারে ,
☎️☎️ +8801683553415 Whatsapp & imo
☎️☎️ +8801910304262 Whatsapp & imo
🎇🎇 FACEBOOK
/ astro.j.ahmeed
🎆🎆 PAGE
/ jaynul.ahmeed
📗 আমার নতুন ইউটিউব চ্যানেলের লিংক দিলাম সাবস্ক্রাইব করে সঙ্গে যুক্ত থাকুন 📗
/ @জ্যোতিষীজয়নালআহমেদ
Информация по комментариям в разработке