পানিতে জ্বলে দাউ দাউ আগুন | বাড়বকুন্ড অগ্নিকুন্ড তীর্থধাম,সীতাকুন্ড | Ognikundo

Описание к видео পানিতে জ্বলে দাউ দাউ আগুন | বাড়বকুন্ড অগ্নিকুন্ড তীর্থধাম,সীতাকুন্ড | Ognikundo

বাড়বকুন্ড অগ্নিকুন্ড তীর্থধাম,সীতাকুন্ড পৌছার পর মনে হল আমরা হারানো কোন সম্রাজ্যে চলে এসেছি, The Lost Kingdom! বারটা কুন্ড/ কূপ যার নাম থেকে বাড়বকুন্ড হয়েছে। অনেকেই শুনে অবাক হবেন এই তীর্থেই বাংলাদেশের একমাত্র উষ্ণ প্রস্রবন অর্থ্যাৎ গরম পানির ফোয়ারা র অবস্থান। এই উষ্ণ প্রস্রবনের পানিতে গন্ধক মেশানো। হিন্দু ধর্মের অনেকে সেখানে পুন্যের আশায় এবং রোগ নিরাময়ের জন্য ডুব দিয়ে থাকে। এগুলোর চার পাশ ঘিরে মন্দির। সেখানে কাটাযুক্ত ল্যান্টানা গাছ অনেকেই তাদের বাড়ীর বেড়া হিসেবে ব্যাবহার করতো। বুনো ফুল ল্যান্টানা ও তার ফল" - আমরা বলতাম "কাঁটা বিচি"। খেয়েছিও ছোট বেলায়।
জলে আগুন জ্বলে। বাড়বকুন্ড তীর্থধামের এটা সম্ভবত কাল ভৈরব মন্দির। এ মন্দিরটির কুন্ডের পানিতে আগুন জ্বলে!!! দৃশ্যটা বেশ মজার! সম্প্রতি এ অংশটা বাঁধাই করে দেওয়া হয়েছে। অগ্নিকুন্ডের পাশের পানিতে ক্রমাগত বুঁদ বুঁদ উঠছে আর বেশ ঠান্ডা।
যতদূর জেনেছি এ পাহাড়ে গ্যাস ক্ষেত্রের সন্ধান পাওয়া গিয়েছিল। আরেকটা মজার তথ্য পেয়েছিলাম (জনশ্রুতি), প্রাচীনকালে এখানে দেব-দেবীর উদ্দেশ্যে নর বলি দেওয়া হত! মন্দিরটা অবস্থানই কেমন যেন গা ছমছমে...
যে জলে আগুন জ্বলে
সীতাকুন্ড-বাড়বকুন্ড এলাকার একটি পাহাড়
যেভাবে যাবেনঃ
বাড়বকুন্ড শীতাকুন্ড উপজেলায় অবস্থিত একটা ইউনিয়ন। বাড়বকুন্ড বাজার থেকে প্রায় ৪০-৪৫ মিনিট পাহাড়ি পথ, প্যাক-কাঁদা মাড়িয়ে আমাদের এই হারানো সম্রাজ্যে পৌছাতে হয়।
চারপাশে উঁচু উঁচু সব পাহাড় আর তার মাঝখানে প্রাচীন, স্যাঁতস্যাঁতে, বুনো লতাপাতায় আচ্ছাদিত মন্দিরগুলোর অবস্থান সবাইকে শিহরিত করল, মুগ্ধতার একদম শেষ সীমানা অবধি নিয়ে গেল! এ মন্দিরগুলোর ঠিক মাঝের মন্দিরটা সম্ভবত কাল ভৈরব মন্দির। এ মন্দিরটার মেঝে থেকে এক তলার মত নিচে নামার পর একটা কুন্ড পাওয়া যায়। কুন্ডের জলে আগুন জ্বলছে।

#পানিতে জ্বলে দাউ দাউ আগুন | বাড়বকুন্ড অগ্নিকুন্ড তীর্থধাম,সীতাকুন্ড | Ognikundo #Vlog 28

#Tags : chittagong travel,barobkundo agnikundo,বাড়বকুন্ড অগ্নিকুন্ড তীর্থস্থান,অগ্নিকুন্ড,সীতাকুণ্ড দর্শনীয় স্থান,সীতাকুণ্ড,সীতাকুন্ড চন্দ্রনাথ পাহাড়,সীতাকুণ্ড পাহাড়,সীতাকুন্ড ঝর্না,Travel,ctg travel place,Travel spot Chottogram,Waterfall,shitakundo waterfall,Chittagong tourist spot,পানিতে জ্বলে দাউ দাউ আগুন,পানিতে জ্বলে দাউ দাউ আগুন | বাড়বকুন্ড অগ্নিকুন্ড তীর্থধাম,সীতাকুন্ড ! #Vlog 28,vlog,travel,tour,seabeach,lake,hill,natural park chittagong,ognikundo

Комментарии

Информация по комментариям в разработке