Koto Ki Korar Ache Baki | কত কি করার আছে বাকি | Moheener Ghoraguli

Описание к видео Koto Ki Korar Ache Baki | কত কি করার আছে বাকি | Moheener Ghoraguli

কত কি করার আছে বাকি,
বেলা বয়ে যায়
কি করে এভাবে আমি থাকি
ভেবে ভেবে সারাদিন কাটে
বল কি উপায় !!
তোমার কি এরকম ঘটে ?

১৯৭৬ সালে মহীনের ঘোড়াগুলি কলকাতায় প্রতিষ্ঠিত বাংলা স্বাধীন রক সঙ্গীত ব্যান্ড।
এটি ভারতের প্রথম রক ব্যান্ড যা ১৯৭০-এর দশকের মাঝ পর্বে কলকাতায় যাত্রা শুরু করে।
গৌতম চট্টোপাধ্যায়, বিশ্বনাথ চট্টোপাধ্যায়, প্রদীপ চট্টোপাধ্যায়, রঞ্জন ঘোষাল, এব্রাহাম মজুমদার, তাপস দাস ও তপেশ বন্দ্যোপাধ্যায়, এই সাত জন ক্ষ্যাপা সঙ্গীতশিল্পী সহকারে নব্বই দশকের পর তারা ব্যাপকভাবে ভারতীয় রক যুগের কিংবদন্তী, দূরদৃষ্টিসম্পন্ন এবং সর্বাধিক প্রভাবশালী আভা-গার্ড সঙ্গীতদল হিসেবে প্রতিষ্ঠিত হয়ে ওঠে।

Комментарии

Информация по комментариям в разработке