রাজশাহী বিভাগের কোন জেলা কিসের জন্য বিখ্যাত | Rajshahi Division

Описание к видео রাজশাহী বিভাগের কোন জেলা কিসের জন্য বিখ্যাত | Rajshahi Division

রাজশাহী বিভাগের কোন জেলা কিসের জন্য বিখ্যাত | Rajshahi Division
#rajshahi #bogura #thebogura #viralvideo #pabna #natore #sirajganj #joypurhat #nougat #RajshahiCity #RajshahiUniversity #RajshahiDivision #rajshahipadma #rajshahiziauddan #boguracity #mohasthan #colonbil

১৮,১৫৪ বর্গ কি.মি. আয়তন বিশিষ্ট বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ প্রশাসনিক অঞ্চল রাজশাহী বিভাগ। বিভাগটিতে রয়েছে ৮টি জেলা। বিভাগটির প্রতিটি জেলাই তাদের নিজস্ব ইতিহাস, ঐতিহ্য এবং বিচিত্র সংস্কৃতির জন্য বিখ্যাত সম্পূর্ণ বাংলাদেশ এমন কি সমগ্র পৃথিবীর মধ্যেও বিখ্যাত। তো আসুন কথা না বারিয়ে জেনে নেই। কোন কোন কারণে রাজশাহী বিভাগের জেলাগুলো বিখ্যাত, আলোচিত এবং ব্যাপক পরিচিত।
নম্বর ১: রাজশাহী জেলা। জেলাটি বাংলাদেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী মহানগরী, সিল্কসিটি ও শিক্ষা নগরী। এখানে বিখ্যাত কালাই-রুটি ও ২৫ টাকায় ছয় পদের প্যাকেজ খাবার পাওয়া যায়।বরেন্দ্র গবেষণা জাদুঘর,পদ্মা গার্ডেন,টি-বাঁধ,লালন শাহ পার্ক,রাজশাহী বিশ্ববিদ্যালয়,শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা এবং নানা জাতের আমের জন্য বিখ্যাত।
নম্বর ২: চাঁপাইনবাবগঞ্জ জেলা। এখোনকার ছোট সোনা মসজিদ,দারাসবাড়ি মসজিদ,কানসাটের জমিদার বাড়ি,ধনিয়াচক মসজিদের জন্য বিখ্যাত।কালাইয়ের রুটী এবং মরিচ ভর্তা এখানকার স্থানীয় এবং জনপ্রিয় খাবার।
নম্বর ৩: জয়পুরহাট জেলা। পাথরঘাটা,লাগন পিরের মাজার,নিমাই পীরের দরগা,নান্দাইল দীঘি,আছরাঙ্গা দীঘি,লকমা রাজবাড়িশিশু উদ্যান,বারশিবালয় মন্দিরের জন্য জেলাটি বিখ্যাত।
নম্বর ৪: নওগা জেলা। পাহাড়পুর বৌদ্ধবিহার,আলতাদীঘি জাতীয় উদ্যান,দলগাছীর হলুদ বিহার,কুসুম্বা মসজিদ,জগদ্দল বিহারটির জন্য বিখ্যাত জেলাটি শুধু বাংলাদেশ না সারা বিশ্বেও পরিচিত। সাঁওতাল,মুন্ডা,ওঁরাও,মাহালী,বাঁশফোঁড়,কুর্মি মাহাতো,মাল পাহাড়িয়া ক্ষুদ্র নৃগোষ্ঠী এখানে স্থানীয় বাঙ্গালীদের সাথে মিলে মিশে একাকার হয়ে যায়।
নম্বর ৫: নাটোর জেলা। উত্তরা গণভবন,নাটোর রাজবাড়ী,চলন বিল এবং ঐতিহ্যবাহী মিষ্টি কাঁচাগোল্লার স্বাদের জন্য দেশব্যাপী বিখ্যাত।
নম্বর ৬: পাবনা জেলা। জোড় বাংলা মন্দির,চাটমোহর শাহী মসজিদ,তাড়াশ রাজবাড়ী,হান্ডিয়াল জগন্নাথ মন্দির। খিঁচুড়ি,শিঙাড়া,বনলতা সুইটসের দই, প্যারাডাইসের প্যাড়া সন্দেশ বিখ্যাত।
নম্বর ৭: সিরাজগঞ্জ জেলা। জেলাটি বঙ্গবন্ধু সেতু, রবীন্দ্র কাছারি বাড়ি,নবরত্ন মন্দির,পোতাজিয়া নবরত্ন মন্দির,শাহজাদপুর দরগাহ মসজিদ এবং বঙ্গবন্ধু যমুনা ইকোপার্কের জন্য বিখ্যাত। সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধের অপূর্ব সৌন্দর্য এ জেলাকে পর্যটনসমৃদ্ধ জেলার খ্যাতি এনে দিয়েছে।
নম্বর ৮: বগুড়া জেলা। জেলাটির বিখ্যাত কিছু স্থানঃ মহাস্থানগড়,গোকুল মেধ,বৈরাগীর ভিটা,খোদার পাথর ভিটা,মানকালীর ঢিবি,মোহাম্মাদ আলী প্যালেস মিউজিয়াম,সাতমাথা,প্রেম যমুনার ঘাট। সান্তাহারের টাকি মাছ, কালোজিরার ভর্তা,ছোট মাছের চচ্চড়ি,ঝাল পোলাও সেমাইর জর্দার খুবই মজার খাবার। তবে বগুড়ার দই এবং কাঁচা মরিচের জন্য বিখ্যাত।

Комментарии

Информация по комментариям в разработке