প্রাইমারি প্রস্তুতি বাংলা ব্যাকরণ || কর্তৃ কারক Vs করণ কারক || ক্লাস-০৫

Описание к видео প্রাইমারি প্রস্তুতি বাংলা ব্যাকরণ || কর্তৃ কারক Vs করণ কারক || ক্লাস-০৫

আপনার টার্গেট যদি হয়  #প্রাইমারী_চাকরিত
তাহলে এই লেখাটা আপনার জন্য:- প্রাইমারি চাকরির প্রশ্ন এখন আর আগের মত গতানুগতিক নিয়মে হয় না, গত প্রাইমারি পরীক্ষা যারা দিয়েছেন তারা দেখেছেন প্রশ্ন কতটা কঠিন হয়। কিন্তু একটু গুছিয়ে প্রস্তুতি নিতে পারলে প্রাইমারিতে আপনার চাকুরিটা হয়তো নিশ্চিত। প্রাইমারির সিলেবাস বিসিএস বা ব্যাংকের মত এত বিশাল নয়। প্রাইমারিতে নিশ্চিত চাকরি পেতে হলে মেয়েদের মোটামুটি রিটেনে ৫৫+ এবং ছেলেদের ৬৫-৬৮  এই মার্কস তুলতে পারলেই নিশ্চিত প্রাইমারিতে আপনি টিকবেন। তাই প্রস্তুতিটা এমন হওয়া চাই, যাতে মেধা তালিকায় থাকা নিশ্চিত করা যায়।
এই লক্ষ্যে Learning school publication এর
1.Job Math
2. Job English
3. Job digest
সাজেশন ভিত্তিক বই তিনটি টপিক ধরে এমন ভাবে সাজেশন আকারে সাজানো হয়েছে, গত প্রাইমারিতে এই তিনটি পড়ে হাজার হাজার ছেলে- মেয়ে প্রাইমারি পরীক্ষায় টিকেছে। প্রশ্ন যেমনই হোক আপনি যদি টপিকস বুঝে ঠিকমতো পড়াশোনা করেন তাহলে ২/৩ মাসে প্রাইমারি প্রস্তুতি নেয়া সম্ভব।
ঘরে বসে মাত্র ৩ মাসে  প্রাইমারি প্রস্তুতি নিতে চাইলে এই তিনটি বই আপনার জন্য-
১. Job Math (সাজেশন ভিত্তিক): আপনি যদি প্রাইমারিতে আসা প্রতিটি ম্যাথ ১০/১৫ সেকেন্ডে সমাধান করতে চান, তাহলে এই বইটি আপনার জন্য। বইটিতে প্রতিটি অঙ্ক শর্টকাট + বিস্তারিত আলোচনা করা হয়েছে।  বইয়ের শেষে ৮৫০ টি অঙ্ক দেয়া আছে সাজেশন আকারে, শুধু এগুলো পড়লেই প্রাইমারিসহ যে কোন চাকরিতে ৯০% কমন পাবেন। গত প্রাইমারিতে প্রতিটি ধাপে ছোট এই সাজেশন থেকে প্রতিটি ধাপে ১৭/১৮/১৯ টি ম্যাথ কমন ছিল।
বিদ্র: বইটির উপর ফ্রী কোর্স  "Learning school" চ্যানেলে পাবেন।
২. Job Digest (সাজেশন ভিত্তিক): এক মলাটে
i. বাংলাভাষা ও সাহিত্যে
ii.বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি
iii.বিজ্ঞান ও কম্পিউটার 
ছোট এই বইটি থেকে প্রাইমারিতে ৪০ মার্কসের প্রশ্ন হয় অন্যান্য চাকরির পরীক্ষায় ৫০% মার্কসের। যারা দ্রুত সময়ে প্রাইমারি চাকরির প্রস্তুতি নিতে চান তাদের জন্য Job digest বইটি।
৩. Job English (সাজেশন ভিত্তিক): সাজেশন ভিত্তিক Job English বইটির শুরুতেই ১০০ টি গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আলোচনা করা হয়েছে, এই নিয়মগুলো ভালভাবে বুঝলেই ইংরেজি ৭০-৯০% সমস্যা সমাধান। এরপর প্রাইমারির জন্য  সিলেক্টেড টপিকস অধ্যায় ভিত্তিক আলোচনা + সাজেশন। যারা ইংরেজিতে দুর্বল তারা দ্রুত সময়ে প্রিপারেশন নিতে চাইলে Job English বইটি ফলো করতে পারেন।
বিদ্র: বইটির উপর ফ্রী কোর্স  "Learning school"
বাজারে প্রচলিত অনেক বই থেকে আমরা ব্যতিক্রম কেন?   
বাজারের অধিকাংশ প্রাথমিক শিক্ষক নিয়োগ গাইডে শুধু মাত্র বিগত সালের প্রাইমারি প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে। কিন্তু শুধু মাত্র প্রাইমারি প্রশ্ন পড়ে প্রাইমারিতে জব হবে না আপনি নিজেও জানেন।  প্রাইমারি  চাকরির পরীক্ষার জন্য বেসিক কিছু তথ্য প্রয়োজন যা থেকেই সর্বনিম্ন ৭০%-৮০% কমন আসে। আর  সেই বিষয়টিকে  গুরুত্ব দিয়েই বইগুলো  রচনা করা হয়েছে।
বি:দ্র:  বাজারের যে কোন বই কেনার পূর্বে বই তিনটি হাতে নিয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন পার্থক্য।
বইগুলো সারাদেশে লাইব্রেরিতে পাবেন অথবা অনলাইনে সরাসরি পেতে- 01754896763
01913-750815

Комментарии

Информация по комментариям в разработке