ভোর রাতের জামদানি শাড়ি হাট | Jamdani Saree Bazar | Info Hunter

Описание к видео ভোর রাতের জামদানি শাড়ি হাট | Jamdani Saree Bazar | Info Hunter

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নোয়াপাড়া গ্রাম হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি শাড়ির একমাত্র গ্রাম। এই গ্রামের প্রতিটি ঘর জুড়ে জামদানি শাড়ি বানানো হয়ে থাকে। আর এই গ্রামের জামদানি শাড়িকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি পাইকারি শাড়ির হাট। যা সপ্তাহে একদিন অর্থাৎ শুক্রবার ভোর পাঁচটায় বসে আবার আটটার মধ্যে শেষ হয়ে যায়। এখানে তাতীরা তাদের শাড়ি নিয়ে আসেন এবং পইকাররা কিনে নেন। এখান থেকে চাইলে আপনিও তাঁতিদের কাছ থেকে সরাসরি শাড়ি কিনতে পারবেন। সেক্ষেত্রে বাজারের তুলনায় অনেক কমদামে এখান থেকে শাড়ি কিনতে পারবেন। আমি আপনাদের জন্য কিছু নাম্বার দিয়ে দিচ্ছি। তাদের সাথে যোগাযোগ করে চলে যেতে পারেন যে কোন শুক্রবার ভোর রাতে।
মোহাম্মদ মতিন ০১৮১৯১১৭২৮১, মোহাম্মদ আালাউদ্দিন ০১৮৮৩৯৪৭০৪৬
#জামদানি_শাড়ি_হাট

For More Visit:
Website: https://infohunterbd.blogspot.com/
Facebook:   / bdinfohunter  

Комментарии

Информация по комментариям в разработке