হাঁসপোকা দমনের ভিন্ন ও সহজ পদ্ধতি হলো পুকুরে সুমিথিয়ন প্রয়োগ || হাঁসপোকা রেণুখাদক পোকা ||
যেমনঃ নতুন পুকুর হলে প্রতি শতাংশে ১ কেজি হারে চুন প্রয়োগ করতে হয়। আর পিরাতন হলে 200-300 গ্রাম চুন পাঁচ থেকে ছয় ফুট পানির জন্য। তারপর আইডিন মুক্ত লবন, চুনের পাত্রের মাধ্যমে লবণটি একসাথে অ্যাডজাস্ট করে নিন তবে অবশ্যই এটাও পরিমাণ মতো, প্রতি শতাংশে 5 থেকে 6 ফুট পানির জন্য 150-200 গ্রাম লবণ, তারপর আসি পটাশ লবণ এবং চুন যে পাত্রে বিজি আছেন সেই পাত্রের মাধ্যমে পটাশ একসাথে অ্যাডজাস্ট করে নিন পটাশের পরিমান প্রতি শতকে ৩ থেকে ৫ ফুট পানির জন্য ২/৩ গ্রাম পর্যন্ত পানির সাথে মিশিয়ে জীবানু নাশক হিসাবে সবগুলো উপাদান এক সাথে মিশিয়ে ভালো করে গুলো ছিটিয়ে দিতে পাড়েন এই উপাদানটি আপনারা চাইলে ১৫-২০ দিন পর পর দিতে পাড়েন।
Related tags.
পুকুরে মাছ চাষ,
পুকুরে সার প্রয়োগ,
পুকুরে সার প্রয়োগ,
পুকুরে চুন প্রয়োগ,
নতুন পুকুরে সার প্রয়োগ,
সুমিথিয়ন এর প্রয়োগ পদ্ধতি,
পুকুরে লবণ প্রয়োগ,
নতুন পুকুরে চুন প্রয়োগ,
পুকুরে সার প্রয়োগ পদ্ধতি,
পুকুরে চুন প্রয়োগের নিয়ম,
পুকুরে সুমিথিওন,
পুকুরে সমিথয়ন প্রয়োগ,
পুকুরে লবণ প্রয়োগ পদ্ধতি,
পুকুরে সার প্রয়োগের সঠিক নিয়ম,
শিং মাছের পুকুরে ওষুধ প্রয়োগ নিয়ম,
পুকুরে জীবাণুনাশক প্রয়োগ,
পুকুরে সার প্রয়োগের মাত্রা,
পুকুরে নিয়মিত লবণ প্রয়োগের উপকারিতা
পুকুর প্রস্তুতি
নতুন পুকুর প্রস্তুতি
পুকুর প্রস্তুতির নিয়ম
শিং মাছের পুকুর প্রস্তুতি
মাছ চাষের পুকুর প্রস্তুতি,
মাছ চাষের জন্য পুকুর প্রস্তুতি,
পুকুর প্রস্তুত করার নিয়ম,
পুকুর প্রস্তুতি করণ,
পুকুর প্রস্তুত,
শোল মাছের পুকুর প্রস্তুতি,
পুকুর প্রস্তুত নিয়ম,
পুকুরে মাছ চাষ,
পুকুর প্রস্তুত রাখার নিয়ম,
পুকুর প্রস্তুতির,আতুর পুকুর প্রস্তুতি,
পুকুরে প্রস্তুতি,
পুকুর প্রস্তুতি পর্ব 1,
পুকুর প্রস্তুতি পর্ব 2,
পুকুর প্রস্তুতি নিয়ম,
চাষের পুকুর প্রস্তুতি
#পুকুরে_হাঁস_পোকা_দূর_করার_ঔষধ #মাছের_রোগ
Информация по комментариям в разработке