Breaking News Today। অভিনব কৌশলে পেটের মধ্যে ইয়াবা পাচার।

Описание к видео Breaking News Today। অভিনব কৌশলে পেটের মধ্যে ইয়াবা পাচার।

#ইয়াবা
#Topvedios52746
বাংলাদেশে সম্প্রতি বেশ কয়েকটি মাদকের চালান আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জব্দ করা মাদকের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় রয়েছে ইয়াবা। বিভিন্ন সময়ে পাচারের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সম্পৃক্ত থাকার অভিযোগ উঠেছে, রাজনৈতিক সংশ্লিষ্টতার কথাও অনেক সময় উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা।#Smoking

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক চক্র একসময় বাংলাদেশকে মাদকের করিডোর হিসেবে ব্যবহার করলেও এই ব্যবসায় বাণিজ্যিক লাভের যে সুযোগ আছে তাতে অভ্যন্তরীণ বাজারও তৈরি হয়েছে। ফলে মাদকবিরোধী অভিযান চললেও থামছে না মাদক পাচারের ঘটনা।

অভিনব কৌশলে মাদক পাচার
চলতি মাসেই যে কয়েকটি মাদকের চালান আটকের ঘটনা ঘটেছে তার বেশ কয়েকটিতে পাচারকারীদের অভিনব কৌশল গ্রহণের সামনে এসেছে। দোকানদার সেজে, সবজি মাছ বা অন্য যে কোনও পণ্যের ভেতরে করে এমনকি পেটের ভেতরে করেও ইয়াবা পাচারের ঝুঁকি নেন ব্যবসায়ীরা।#নেশা

“সামান্য বিনিয়োগে বিপুল পরিমাণ আর্থিক লাভ এই ব্যবসা থেকে আসে,মাদক ব্যবসায়ীরা তাই জীবন-মৃত্যুকে বাজি রেখে কাজটা করছেন” – বলে উল্লেখ করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক সঞ্জয় কুমার চৌধুরী

Комментарии

Информация по комментариям в разработке