কুরবানীর পশু সংক্রান্ত জরুরি মাসায়েল || কোন পশু কোরবানী করা জায়েজ || যেসব পশু দিয়ে কুরবানী দেয়া যাবে || কুরবানীর পশুর বিবরণ || কেমন পশুর কুরবানি করতে হবে || কোন পশু দ্বারা কুরবানী করতে হবে : মুফতি আমিনুল ইসলাম
কুবাণীর বিধান :
কুরবানী ইসলামি শরিয়তের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। কোরআন ও হাদিসে এর গুরুত্ব অপরিসীম। হজরত রাসূলুল্লাহ (সা.) হিজরতের পর প্রতি বছর কুরবানী করেছেন। তিনি কখনও কুরবানী পরিত্যাগ করেননি; বরং কুরবানী পরিত্যাগকারীদের ওপর অভিসম্পাত করেছেন।
হাদিস শরিফে ইরশাদ হয়েছে, ‘যে ব্যক্তি কুরবানী করল না, সে যেন আমার আমার ঈদগাহে না আসে।’
কুরবানীর ফজিলতের ব্যাপারে হাদিস শরিফে বর্ণিত হয়েছে, হজরত যায়েদ ইবনে আকরাম থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবায়ে কেরাম নবী করিম (সা.)-এর কাছে জিজ্ঞেস করেন, কুরবানী কী? নবী করিম (সা.) ইরশাদ করেন, কুরবানী হলো তোমাদের পিতা হজরত ইবরাহিম (আ.) -এর সুন্নত।
এতে আমাদের সওয়াব কী? নবী করিম (সা.) বলেন, ‘কুরবানীর পশুর প্রত্যেকটি পশমের বদলায় একটি করে সওয়াব রয়েছে। ভেড়া সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ভেড়ার প্রত্যেকটি পশমের বদলায়ও একটি করে সওয়াব রয়েছে।’ -মুসনাদে আহমাদ
হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম (সা.) ইরশাদ করেছেন, ‘কুরবানীর দিন কুরবানীর চেয়ে উত্তম আমল নেই। কিয়ামতের দিন কুরবানীর পশুকে শিং, পশম ও খুরসহ পেশ করা হবে এবং কুরবানীর জন্তুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহতায়ালার কাছে তা কবুল হয়ে যায়। তাই তোমরা খুব আনন্দ চিত্তে কুরবানী কর।’
কুরবানীর পশু সংক্রান্ত জরুরি মাসায়েল || কোন পশু কোরবানী করা জায়েজ || যেসব পশু দিয়ে কুরবানী দেয়া যাবে || কুরবানীর পশুর বিবরণ || কেমন পশুর কুরবানি করতে হবে || কোন পশু দ্বারা কুরবানী করতে হবে : মুফতি আমিনুল ইসলাম :
গরু, ছাগল, মহিষ, ভেড়া, দুম্বা, উট ইত্যাদি পশু কুরবানী দেয়া যাবে। তবে লক্ষ্য রাখতে হবে এই যে, গরু, মহিষ কমপক্ষে দুই বছরের হতে হবে। ছাগল, ভেড়া, দুম্বা কমপক্ষে এক বছরের হতে হবে। উট কমপক্ষে পাঁচ বছরের হতে হবে। অবশ্য ছয় মাসের ভেড়া যদি দেখতে মোটাতাজা হয় এবং এক বছর বয়সের মনে হয় তাহলে তা দিয়ে কুরবানী বৈধ। -হেদায়া, শামী, আলমগীরী
যে পশুই কুরবানী দেয়া হোক না কেন তা হতে হবে সুস্থ ও সবল। কুরবানীর পশু চয়নের ক্ষেত্রে মনে রাখবে, এই পশুটি আল্লাহর দরবারে উপহার দেয়া হচ্ছে। তাই উৎকৃষ্ট পশু উপহার দেয়া উচিত। দুনিয়াতে আমরা কোনো উচ্চ পদাধিকারী ব্যক্তির নিকট যদি কোন উপহার পাঠাই, তাহলে সবচে' ভাল এবং উৎকৃষ্ট জিনিসটি পাঠাই। তাহলে মহান আল্লাহর নিকট পাঠানো জিনিস কেন উৎকৃষ্ট হবে না?
পশুর মধ্যে যেসব ত্রুটি থাকলে কুরবানী দেয়া যাবে না :
(১) যে পশুর দৃষ্টিশক্তি নেই।
(২) যে পশুর শ্রবণশক্তি নেই।
(৩) এই পরিমাণ লেংড়া যে, জবাই করার স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না।
(৪) লেজের অধিকাংশ কাটা।
(৫) কানের অধিকাংশ কাটা।
(৬) অত্যন্ত দুর্বল, জীর্ণ-শীর্ণ প্রাণী।
(৭) গোড়াসহ শিং উপড়ে গেছে।
(৮) পশু এমন পাগল যে, ঘাস পানি ঠিকমত খায় না। মাঠেও ঠিকমত চরানো যায় না।
(৯) জন্মগতভাবে কান নেই।
(১০) দাঁত মোটেই নেই বা অধিকাংশ নেই।
(১১) স্তনের প্রথমাংশ কাটা।
(১২) রোগের কারণে স্তনের দুধ শুকিয়ে গেছে।
(১৩) ছাগলের দুটি দুধের যে কোন একটি কাটা।
(১৪) গরু বা মহিষের চারটি দুধের যেকোন দুটি কাটা।
(১৫) জন্মগতভাবে একটি কান নেই।
কুরবানীর পশু সংক্রান্ত জরুরি মাসায়েল || কোন পশু কোরবানী করা জায়েজ || যেসব পশু দিয়ে কুরবানী দেয়া যাবে || কুরবানীর পশুর বিবরণ || কেমন পশুর কুরবানি করতে হবে || কোন পশু দ্বারা কুরবানী করতে হবে : মুফতি আমিনুল ইসলাম
Don't forget we read Your's comments, appreciate ratings, welcome subscribers, and encourage sharing of our channel.
We do our best to provide the best video stuff to our channel viewers.
Thanks a lot for watching this video.
This is My Channel ...
/ @tahzeebulislam7574
Listen, hope you like this Video.If you like it, please give your friends a chance to share it. Please like share and comments to support our work and show world how Bangladeshi peoples do everything.
Please subscribe our channel for more latest videos.
Информация по комментариям в разработке