বন্দরনগরী চট্টগ্রামে অবস্থিত জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রামে অনুষ্ঠিত হয়ে গেলো গত ১৯ সেপ্টেম্বর ২০২৪ ইং. বিকাল ৫টা থেকে রাত ৯ টা পর্যন্ত শিল্পী সিকান্দার মেহেদী পরিচালিত "সিকান্দার মেহেদী একাডেমি কর্তৃক আয়োজিত বিশ্ব মানবতার মহান শিক্ষক ও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ২য় ক্যালিগ্রাফি প্রতিযোগিতা ২০২৪" এর পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্যালিগ্রাফি শিল্পীদের প্রীতি সমাবেশ।
অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ যথাক্রমে - প্রধান অতিথি : ড. আবু জাফর মোহাম্মদ ওবায়দুল্লাহ
বিশিষ্ট কবি,নাট্যকার,লেখক ও গবেষক এবং
সভাপতি, দেশীয় সাংস্কৃতিক সংসদ,বাংলাদেশ।
বিশেষ অতিথিবৃন্দ : সেলিম জামান, সভাপতি, চট্টগ্রাম কালচারাল একাডেমি,চট্টগ্রাম।
আলী আহমাদ
আর্টিস্ট ও ডিজাইনার, চারুকলা ইনস্টিটিউট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
মোহাম্মদ তোয়াহা
আর্টিস্ট ও ডিজাইনার, চারুকলা ইনস্টিটিউট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
কামরুন নাহার আশা,
বিশিষ্ট ক্যালিগ্রাফি আর্টিস্ট,চারুকলা ইনস্টিটিউট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। মোহাম্মদ জাবেদ, সেক্রেটারি,গুলজার টাওয়ার মালিক সমিতি,চট্টগ্রাম। মোহাম্মদ আব্দুল জাব্বার, বিশিষ্ট শিক্ষাবিদ ও সসংগঠক। ইউশা হোসাইন , বিশিষ্ট ক্যালিগ্রাফি আর্টিস্ট।
অনুষ্ঠান সঞ্চালনায় : √স্বপ্না জিমি,বিশিষ্ট বাচিক শিল্পী ও সাংস্কৃতিক সংগঠক। √মোহাম্মদ ওয়াসিম, বিশিষ্ট বাচিক শিল্পী ও সাংস্কৃতিক সংগঠক।
√শারমিন আকতার, বিশিষ্ট ক্যালিগ্রাফি আর্টিস্ট।
স্বাগত বক্তব্য : যুলফিকার আহমাদ, বিশিষ্ট ক্যালিগ্রাফি আর্টিস্ট।
√সভাপতির বক্তব্য রাখেন -
শিল্পী মোহাম্মদ সিকান্দার মেহেদী, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, সিকান্দার মেহেদী একাডেমি, চট্টগ্রাম।
উক্ত অনুষ্ঠানের বিশেষ আকর্ষন ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অত্র প্রতিষ্ঠানের নতুন পুরাতন শিল্পীদের বিশেষ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের উচ্ছ্বাসিত করে।
আলহামদুলিল্লাহ
কোরাস কোরআন তিলাওয়াত, ইসলামী সংগীত, কবিতা আবৃত্তি এসব সাংস্কৃতিক কার্যক্রম এবং দেশের সনামধন্য গুনী কবি, লেখক ও শিল্পীদের পদচারণায় অনুষ্ঠান ছিলো প্রানবন্ত!
এছাড়া আমন্ত্রিত শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের মাঝে আনন্দ ছড়িয়ে দেয়।
আমন্ত্রিত শিল্পী গোষ্ঠীসমুহ :
চট্টগ্রাম কালচারাল একাডেমি ও FCS Foundation, Chittagong.
পরিশেষে অংশগ্রহণকারী শিল্পীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে শিল্পী যুলফিকার আহমাদকে Julfiqar Ahmad গ্রাফিতিতে বিশেষ অবদানের জন্য সিকান্দার মেহেদী একাডেমির পক্ষ হতে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বিজয়ীদের তালিকা :
ক বিভাগ :
১ম- মুশফিকুর রহমান চৌধুরী
২য়- মো.ওমন কামরান চৌধুরী
৩য়- নুসাইব হাসান লাবিব
৪র্থ - সিজিয়ান সিকান্দার সাজিন।
৫ম - মো. ওয়াহিদুল ইসলাম চৌধুরী
খ বিভাগ:
১ম- সাকিবুল আলম
২য় - রাফসান আরিফ রাফাত
৩য় - মোহাম্মদ আজমাঈন আরাফ
৪র্থ - ফাহমিদা জসিম আদিবা
গ বিভাগ :
১ম - মেহেরুন নেছা
২য় - মোহাম্মদ শাহেদুল ইসলাম
৩য় - নুসাইবা আদনীন মারওয়া
ঘ বিভাগ :
১ম -মোহাম্মদ ইউনুছ
২য় - সামিউল্লাহ রিয়াদ
৩য় - সরোয়ারুল করিম
৪র্থ - সাজ্জাদ হোছাইন চৌধুরী
৫ম - সাবরিনা রিপা
৬ষ্ঠ- আব্দুল্লাহ আল ছাবের
৭ম - রাকিব হাসনাত
৮ম- ইলমুন নুর ইলমা
√√ বিচারক প্যানেল :
১/ মোহাম্মদ সিকান্দার মেহেদী
২/ ইসরাত রিয়াজী
৩/ যুলফিকার আহমাদ
৪/ শারমিন আকতার
৫/ হাবিবুর রহমান
ফটোসেশানের পর উক্ত অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সকল সদস্য, আমন্ত্রিত অতিথিবৃন্দ, অত্র প্রতিষ্টানের সকল শিক্ষার্থী ও আগাত সকল দর্শকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
বর্তমানে সিকান্দার মেহেদী একাডেমিতে বেশ কয়েকটা ক্যালিগ্রাফি কোর্স চালু রয়েছে যথাক্রমে- ১/ বাংলা ক্যালিগ্রাফি বেসিক কোর্স ২/ আরবি ও ইরেজি ক্যালিগ্রাফি বেসিক কোর্স ৩/ ক্যালিগ্রাফি পেইন্টিং একাডেমিক কোর্স ৪/ ছোটদের পেইন্টিং একাডেমিক কোর্স ৫/ হাতের সুন্দর লেখা শিখন ইত্যাদি উল্লেখযোগ্য। বর্তমানে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন মাদ্রাসা,স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুবই আগ্রহসহকারে ক্যালিগ্রাফি শিখছে সাথে বয়স্করাও শিখছেন। বিশেষকরে চট্টগ্রামে সিকান্দার মেহেদী একাডেমিই প্রথম কোনো প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান একাডেমিকভাবে পেইন্টিংসহ বাংলা, আরবি ও ইংরেজি ক্যালিগ্রাফি শেখাচ্ছে। এছাড়া এটি হলো দেশের প্রথম বাংলা ক্যালিগ্রাফি স্কুল।
সার্বিক যোগাযোগ : 01675678726
#sikandar_mehedi_academy
#চারুলিপি_3D
#সিকান্দার_মেহেদী_একাডেমি
#sikandar_mehedi
#ক্যালিগ্রাফি_প্রতিযোগিতা
#ক্যালিগ্রাফি_পেইন্টিং
#জেলা_শিল্পকলা_
Информация по комментариям в разработке