নরসিংদী সদর, পলাশ, শিবপুর উপজেলা ভ্রমণ || Narsingdhi Tourist Places

Описание к видео নরসিংদী সদর, পলাশ, শিবপুর উপজেলা ভ্রমণ || Narsingdhi Tourist Places

নরসিংদী সদর, পলাশ, শিবপুর উপজেলা ভ্রমণ || Narsingdhi Tourist Places #narsingdi #misson495upazilas

একদিনে আড়াইহাজার, নরসিংদী সদর, পলাশ, কালীগঞ্জ, কাপাসিয়া, শিবপুর, মনোহরদী উপজেলার অংশবিশেষ ঘুরে দেখা!


সাতগ্রাম জমিদার বাড়ি বাংলাদেশ এর নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার সাতগ্রাম নামক গ্রামে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি।

ইতিহাস
ব্রিটিশ শাসনামলে এই জমিদার বাড়িটি তৈরি হলেও সঠিক সালটি জানা যায়নি। এছাড়াও কে এই জমিদার বাড়িটি তৈরি করেছেন। তারও কোনো তথ্য পাওয়া যায়নি। এই জমিদার বংশধররা ছিলেন খুবই অত্যাচারী। প্রজারা খাজনা না দিতে পারলে এরা প্রজাদের উপর অনেক অত্যাচার করতেন।

অবকাঠামো বর্তমান অবস্থা
এই সাতগ্রাম জমিদারবাড়িটি তিন তলা বিশিষ্ট, অসাধারন এই জমিদার বাড়ির কারুকাজ দেখে যে কোন ইতিহাসবিধ এই বাড়ির প্রেমে পড়ে যাবে! এই বাড়ির দুই পাশে দুটি পুকুর আছে, আছে শান বাধানো ঘাট, এই বাড়িটি এখন পরিত্যাক্ত অবস্থায় আছে |


অবকাঠামো
এই জমিদার বাড়ি অন্যান্য জমিদার বাড়ি থেকে একদম আলাদা। মূলত এই বাড়ির অবকাঠামোর জন্যই। বাড়ির ভীষণ খোলা-মেলা ভাবটাই প্রধান বৈশিষ্ট্য। বাড়িটি একতলা বিশিষ্ট্য গ্লাসের ব্যবহারর। বাড়ির সামনে বেশ বড় মাঠ, মাঠ পেরিয়ে বেশ বড় পুকুর, সামনে একটু এগিয়ে গেলে প্রাচীন গাছের সারি। যা এই বাড়ির বহিরাগত অংশকে অনেক সৌন্দর্যের রূপ দিয়েছে। এছাড়াও বাড়ির ভিতরের নকশাও মন কাড়ার মত।

মনু মিয়ার জমিদার বাড়ি বাংলাদেশ এর নরসিংদী জেলার পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকায় অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি। যা মূলত কাগজকলমে "ঘোড়াশাল জমিদার বাড়ি" হিসেবে লিপিবদ্ধ থাকলেও স্থানীয়দের কাছে "মনু মিয়ার জমিদার বাড়ি" নামেই পরিচিত। 

এই জমিদার বাড়িটি "মনু মিয়ার জমিদার বাড়ি" হিসেবে পরিচিত হলেও এটির প্রতিষ্ঠাতা কিন্তু জমিদার মনু মিয়া নন। এই জমিদার বংশের প্রতিষ্ঠাতা জমিদার মনু মিয়ার পিতা "আবু ইউসুফ লুৎফুল কবির।" আবার আরেকটি মতে এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা "গোলাম নবী।" এনার ডাকনাম ছিলো ফেনু মিয়া। এখানে মনু মিয়ার বাড়ির পাশাপাশি আরো দুইজনের বাড়ি রয়েছে। তারা হলেন নাজমুল হাসান ও মৌলভি আব্দুল কবির। তারাও এই জমিদার বংশধর। তবে জমিদার মনু মিয়ার পরিচিতি পাওয়ার পিছনে মূল কারণ হচ্ছে তিনি এলাকার একজন পরিচিত মুখ ছিলেন। তার পুরো নাম আহমুদুল কবির মনু মিয়া। তাই তার নামেই এখন এই জমিদার বাড়ির নাম মানুষের মুখেমুখে। কারণ তিনি এই জমিদার বংশের মধ্যে একজন সফলতম ব্যক্তি ছিলেন। শুধু তিনি নয়, তার স্ত্রী, ছেলে ও মেয়ে সকলেই তাদের কর্মদক্ষতার ফলে উল্লেখযোগ্য ব্যক্তি হিসেবে সকলের কাছে পরিচিত |

১১/০৭/২০২৪
পুরিন্দা - মাধবদী বাসে ১০ টাকা করে
মাধবদী - পাঁচদোনা ১০ টাকা করে বাসে
হেঁটে কেশব চন্দ্র যাদুঘর দেখে পাঁচদোনা
সিএনজি ঘোড়াশাল ২০
হেঁটে মনু মিয়ার বাড়ি
মিশুকে ঘোড়াশাল রেল ব্রিজের ঘোড়া ২০
রেলব্রীজ দিয়ে হেঁটে ও পাড়ে দেওপাড়া মৎস্য খামার
সিএনজিতে সাওরাইদ ৩০
অটো ধনপুর গজারী বন ১০
হেঁটে বাদলল মার্কেট
অটোতে মুক্তারপুর ব্রিজের গোড়া ২০
বাইক, হেঁটে, অটোতে তারাগঞ্জ ১০
অটোতে রাণীগঞ্জ ১৫
নৌকা পার ৫+১০
শিমুলিয়া ২০ সিএনজিতে
মামা ভাগিনা বিল, চিনাদী বিল ঘুরে
অটোতে দুলালপুর মোড় ১০
সিএনজিতে ইটাখোলা ২০ (ভাড়া আসলে ১৫)
সিএনজি ভেলানগর ২০
অটোতে বিজ্ঞান কলেজ ১০


#misson495upazilas #shortvideo #foryou #viralvideo #trending

Комментарии

Информация по комментариям в разработке