মিনি বাংলাদেশ শিশু জোন - শহীদ জিয়া স্মৃতি কমপ্লেক্স - Mini Bangladesh

Описание к видео মিনি বাংলাদেশ শিশু জোন - শহীদ জিয়া স্মৃতি কমপ্লেক্স - Mini Bangladesh

চট্টগ্রামের ‘মিনি বাংলাদেশ’-এর ঠিক মাঝখানে আছে এই জাতীয় সংসদ ভবন, যেখানে অধিবেশন বসে না৷ ২০০৬ সালে চট্টগ্রামের কালুরঘাটে ‘শহীদ জিয়া স্মৃতি কমপ্লেক্স’ নামে শুরু হওয়া এই বিনোদন কেন্দ্রের বর্তমান নাম ‘স্বাধীনতা কমপ্লেক্স’৷ তবে মিনি বাংলাদেশ নামেই এটি বেশি পরিচিত৷

আপনি যদি বাংলাদেশের সকল স্থাপনা একসাথে একটি পার্কে দেখতে চান তবে অবশ্যই চলে যেতে হবে চট্টগ্রামের কালুরঘাটে অবস্থিত মিনি বাংলাদেশে (স্বাধীনতা কমপ্লেক্স)। কি নেই এখানে? বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহাসিক স্থাপনাগুলোর মিনি ভার্সন নিয়ে গড়ে তোলা হয়েছে মিনি বাংলাদেশ। সংসদ ভবন থেকে শুরু করে কান্তজীর মন্দির, আহসান মঞ্জিল, সুপ্রিম কোর্ট, ষাটগুম্বজ মসজিদ ইত্যাদি। মিনি বাংলাদেশে বিভিন্ন স্থাপনার পাশাপাশি রয়েছে চট্টগ্রামের সংস্কৃতির নান্দনিক উপস্থাপনা। একই স্থানে সারা বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনার স্বপ্নপুরী এই মিনি বাংলাদেশ।

ঢাকার জাতীয় স্মৃতিসৌধ, চাঁপাই নবাবগঞ্জের ছোট সোনা মসজিদ, দিনাজপুরের কান্তজীর মন্দির, পাহাড়পুরের বৌদ্ধবিহার আর সঙ্গে ঘূর্ণি রেস্তোরাঁ- এই সবকিছুর দেখা মেলে চট্টগ্রামের ‘মিনি বাংলাদেশ’-এ৷ আর কী আছে?

Комментарии

Информация по комментариям в разработке