সাব্বাস বাংলাদেশ !! চীন ও ভিয়েতনামের সাথে সরাসরি যুক্ত হচ্ছে বাংলাদেশ !! Bangladesh-China & Vietnam

Описание к видео সাব্বাস বাংলাদেশ !! চীন ও ভিয়েতনামের সাথে সরাসরি যুক্ত হচ্ছে বাংলাদেশ !! Bangladesh-China & Vietnam

চীন ও ভিয়েতনামের সঙ্গে এবার সরাসরি যুক্ত হয়েছে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর। আগে চীন-বাংলাদেশ আনা নেওয়া করতে সময় লাগতো ২২ থেকে ২৫ দিন।খানে ১৩ দিন, এখন সেঅর্থাৎ ৯ থেকে ১২ দিন কম সময় লাগবে। পন্য আনা নেওয়ার খরচও কমে আসবে। চীন থেকে প্রচুর গার্মেন্টসের কাঁচামাল আসে। এর ফলে রফতানিযোগ্য গার্মেন্টস পন্য জাহাজে তূলতে Lead Timeও কমে আসবে। এই ব্যবস্থা বাংলাদেশের রফতানি বানিজ্যে তার সক্ষমতাকে অনেক বাড়িয়ে দিবে। দেশ তার সুফলভোগ করবে।

এই সার্ভিস বাংলাদেশ, চীন, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ভিয়েতনামের বন্দরগুলোকে সংযুক্ত করবে। বিবিএক্স-২ শিপমেন্টগুলো সিএমএ সিজিএমের গ্লোবাল নেটওয়ার্কে যুক্ত থাকবে বলে এসআইটিসি’র স্থানীয় এজেন্ট এফএএমএফএ সলুশনের চেয়ারম্যান শওকাতুল ইসলাম জানিয়েছেন।

শনিবার চীনের নিংবো বন্দর থেকে একটি জাহাজ রওয়ানা দেয়ার কথা রয়েছে। এটি ১৩ দিন পর চট্টগ্রাম বন্দরে পৌছবে। পথে এটি চীনের সাংহাই ও শেকু বন্দর ও মালয়েশিয়ার পোর্ট ক্লাংয়ে থামবে।

#China #Bangladesh #Vietnam

তথ্য সূত্রঃ https://www.dainikrangpur.com/%E0%A6%...

Комментарии

Информация по комментариям в разработке