ডিজেল লোকোমোটিভ ওয়ার্কশপ এর ভিতরে কেমন? Diesel Locomotive Workshop, Parbatipur.

Описание к видео ডিজেল লোকোমোটিভ ওয়ার্কশপ এর ভিতরে কেমন? Diesel Locomotive Workshop, Parbatipur.

ডিজেল লোকোমোটিভ ওয়ার্কশপ এর ভিতরে কেমন? Diesel Locomotive Workshop, Parbatipur

ব্রিটিশ সময় কালের ভারত বর্ষের অন্যতম স্বয়ংসম্পূর্ণ লোকো শেড, বর্তমান বাংলাদেশের উত্তরবঙ্গে। পূর্বের লোকোশেড টি বর্তমানে #লোকোমোটিভ_ওয়ার্কশপ হিসেবে ব্যাবহারিত হচ্ছে। পরিবর্তন করা হয়েছে অবকাঠামেরও। আজকে তৎকালীন লোকোশেড ও বর্তমানের #ডিজেল_লোকোমোটিভ_ওয়ার্কশপ পার্বতীপুর ঘুরে দেখাবো ও জানাতে চেষ্টা করবো এর ইতিহাস ও নাজানা অনেক কথা। যায়গাটি রংপুর বিভাগের দিনাজপুর জেলার পার্বতীপুরে অবস্থিত। বর্তমানে বাংলাদেশের উত্তর বঙ্গের এই স্থানটি ব্রিটিশ সময়কাল থেকেই ছিল অত্যান্ত জাক-জমক পুর্ন। রেলওয়ের শহর খ্যাত পার্বতীপুরকে ব্রিটিশ সময়কাল থেকেই ছুয়েছিল আধুনিকতার আলো। লোকোমোটিভ গুলোর মেরামতের জন্য পার্বতীপুরকেই বেছে নেয়া হয়েছিল এখানকার ভৌগলিক অবস্থানের কারনে।
লোকোশেড টিকে তৎকালিন সময়ে #সৈয়দপুর থেকে নিয়ন্ত্রন করা হত। অর্থাৎ তৎকালীন সময়ে #ব্রিটিশ কর্মকর্তাদের কার্যালয় সৈয়দপুর ছিল।
ব্রিটিশের সাথে সাথে, #ষ্টীম_লোকোমোটিভ গুলোও বিলুপ্ত হল কালের গহীন গহ্বরে। প্রযুক্তির কল্যানে পৃথিবী জুড়ে রাজ করতে লাগলো ডিজেল লোকোমোটিভ, উপমহাদেশেও এই উন্নত প্রযুক্তির লোকোমোটিভ গুলো আসতে বেশি সময় নিল না। এতে করে প্রয়োজন পড়লো এই ডিজেল লোকোমোটিভ গুলো মেরামত করা। সেই সুত্রেই এক সময়ের ব্যাস্ত এই ষ্টীম লোকো শেডটি শিফট হয়ে রূপান্তরিত হয় ডিজেল লোকোমোটিভ ওয়ার্কশপের।
ওয়ার্কশপ টিতে ছোট বড় মোট এগারোটি সেকশন রয়েছে এর মধ্যে অন্যতম #ট্রাক_সেকশন, #মোটর সেকশন, পাওয়ার অ্যাসেম্বলি, ইলেকট্রিক শিডিউল, #মেকানিক্যাল শিডিউল, মেকানিক্যাল রিপেয়ার সেকশন, মিল রাইট সেকশন, #গভর্নর ইত্যাদি।

#history_of_DLW
#diesel_locomotive
#Explore_Diesel_locomotive_Workshop
#parbatipur
#পার্বতীপুর
#ডিজেল
#ডিজেল_লোকোশেড
#ডিজেল_ওয়ার্কশপ

Комментарии

Информация по комментариям в разработке