শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পূজার পদ্ধতি ও ক্রম-
How to Start/celebrate #Shri_Krishna #Janmashtami Vrat.
#জন্মাষ্টমী ব্রত পদ্ধতি
ব্রতারম্ভ (সকালে)-- জন্মাষ্টমীর দিন প্রত্যুষে উঠে স্নানাদি করতঃ নিত্যকর্ম্ম সমাধানান্তে নারায়ণ-শিলার সম্মুখে শুদ্ধাসনে উপবিষ্ট হইয়া আচমন, বিষ্ণুস্মরণ, গন্ধাদির অর্চনা, পুষ্পশুদ্ধি, পুষ্পপ্রদান, স্বস্তিবাচন, স্বস্তিসূক্ত পাঠ, সাক্ষ্যমন্ত্রপাঠ করবে
এরপর কুশীতে তিল, তুলসী, জল, ত্রিপত্র ও একটা ফল লইয়া দক্ষিণজানু পাতিত করে বীরাসনে বসে সঙ্কল্প করবে, সঙ্কল্পসূক্ত পাঠ, এরপর ফুল, তিল তুলসী নিয়ে ব্রতারম্ভের বিশেষ মন্ত্রপাঠ করতে হয়।
এরপর গীতা যজ্ঞ বা গীতাপাঠ করতে হবে।
জন্মাষ্টমী পূজা (রাত্রিতে)-- আচমন, বিষ্ণুস্মরণ, গন্ধাদির অর্চনা, পুষ্পশুদ্ধি, পুষ্পপ্রদান, স্বস্তিবাচন, স্বস্তিসূক্ত পাঠ, সাক্ষ্যমন্ত্রপাঠ করবে এরপর কুশীতে তিল, তুলসী, জল, ত্রিপত্র ও একটা ফল লইয়া দক্ষিণজানু পাতিত করে বীরাসনে বসে সঙ্কল্প (পূজার) করবে, সঙ্কল্পসূক্ত পাঠ, সামান্যার্ঘ্য স্থাপন, ভূতশুদ্ধি, ন্যাসাদি, গণেশ/শিবাদি পঞ্চদেবতা, আদিত্যাদি নবগ্রহ, ইন্দ্রাদি দশদিকপাল, প্রভৃতি দেবতার পূজা, ন্যাসাদি, প্রাণায়াম, ঋষ্যাদিন্যাস, অঙ্গন্যাস ও করন্যাস, ধ্যান, চক্ষুর্দান, প্রাণ প্রতিষ্ঠা, পুনঃ ধ্যান, আবাহন, মানসপূজা, বিশেষার্ঘ্যস্থাপন, আধার শক্ত্যাদি পীঠপূজা, পুনরায় ধ্যান, ষোড়শোপচারে শ্রীকৃষ্ণের পূজা করতে হবে।
অতঃপর, শ্রী’র (লক্ষ্মীদেবীর) পূজাঃ ৫/১০/১৬ উপাচারে শ্রী’র পূজা, জপ ও জপ সমর্পন। শ্রীকৃষ্ণের নাড়ীচ্ছেদন চিন্তনান্তেঃ ষষ্ঠীদেবীর পূজা, নামকরণ, চূড়াকরণ, উপনয়ণ ও বিবাহ মনে মনে অনুচিন্তন। অতপর মাতা দেবকী, পিতা বসুদেব, মা যশোদা, মাতা রোহিনী, পিতা নন্দ, দেবী চন্ডিকা, প্রজাপতি দক্ষ, ঋষি গর্গ, চতুর্ম্মুখ ব্রহ্মাদি দেবতাগণের পঞ্চোপচারে পূজা করে ঘৃত সংযুক্ত রক্ত করবীর পুষ্প ও সমিধ দ্বারা হোম করতে হবে। এরপর বসুধারা প্রদান (গুড় ও ঘৃত মিশিয়ে)। চন্দ্রোদয়ের পরঃ চন্দ্রদেবকে অর্ঘপ্রদান ও প্রণাম করে নাম সংকীর্তন ও ব্রতকথা শ্রবন করতে হবে।
পরদিন প্রাতেঃ স্নানাদি নিত্যকর্ম সমাপন কৃষ্ণপূজা দুর্গাপূজা নন্দোৎসব ব্রাহ্মণভোজন ও পারণ দক্ষিনান্ত করে পূজা সমাপন করতে হবে।
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সবার উপরে বর্ষিত হোক এই প্রার্থনায় শুভ প্রণাম।
ওঁ তৎসৎ ওঁ
ব্রতারম্ভের ভিডিও-
• শ্রীশ্রীজন্মাষ্টমী ব্রত বিধি- বাংলা (Janma...
ব্রতারম্ভের ভিডিও (মন্ত্র সহকারে)-
• শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রতবিধি (বাংলা)
Информация по комментариям в разработке