বাঁশি বাজে ঐ দূরে ll Bashi Baje Oi dure ll মোঃ আলী সিদ্দিকী ll Mohammad Ali Siddiki ll

Описание к видео বাঁশি বাজে ঐ দূরে ll Bashi Baje Oi dure ll মোঃ আলী সিদ্দিকী ll Mohammad Ali Siddiki ll

গানঃ বাঁশি বাজে ঐ দূরে চেনা কি অচেনা সুরে
শিল্পীঃ মোঃ আলী সিদ্দিকী
গীতিকারঃ মাসুদ করিম
সুরকারঃ ধীর আলী

বাঁশি বাজে ঐ দূরে চেনা কি অচেনা সুরে
এ লগনে মন মোর কিছুতে যে রয় না ঘরে।।
ভোলা মন ভুলে গেল কদমতলীর বাঁকেডাহুকিয়া কাঁদে একা তমালের শাঁখে।ও তার সাথী হারা বেদনাতে হৃদয় জ্বরজ্বরে।।
কি যে করি মনে মনে ভেবে কিছু পাই নাবেভোলা মন নিয়ে মিছে শুধু জাল বোনা।
বাঁশরিয়ার বাঁশির সুরে মন হারালোএমন করে বেদন দিয়ে কোথা চলে গেল।ও সেই ডাল বাঁশি বাজাও আসি ডেকো না গো দূরে।।

Комментарии

Информация по комментариям в разработке