১০ ট্রাক অস্ত্র গেল কোথায়? Chittagong 10 truck arms and ammunation, InFormative Bangla Report

Описание к видео ১০ ট্রাক অস্ত্র গেল কোথায়? Chittagong 10 truck arms and ammunation, InFormative Bangla Report

চোরাচালিত দশ ট্রাক অস্ত্র আটকের ঘটনা বাংলাদেশের ইতিহাসে ধরা পড়া অস্ত্র চোরাচালানের মধ্যে সবচেয়ে বড় ও রহস্যজনক ঘটনা। আটক হওয়া এত অস্ত্র গোলাবারুদ কোথায় গেল তা আমার আপনার সবার জানার কোতুহল জাগায় নিশ্চিন্তে।ঘটনাতে যাবার আগে একটু পেছনে ফেরা যাক।
চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার ঘাটে ২০০৪ সালের ১ এপ্রিল রাতে অস্ত্র আটকের ঘটনা ছিল অনেকটা আকস্মিক। পুলিশের দুই কর্মকর্তার সঙ্গে ক্ষমতার দাপট দেখাতে গিয়ে বিপদে পড়ে অস্ত্র পাচারকারীরা এবং আটক হয় ।চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড এর জেটিতে ১০ ট্রাক বিভিন্ন ধরণের অস্ত্র ও গোলাবারুদ আটকের ঘটনা , বাংলাদেশের ইতিহাসে ধরা পড়া অস্ত্র চোরাচালানের মধ্যে এটি সর্বোচ্চ পরিমাণ। এই চালানটি ভারতের আসামের বিচ্ছিন্নতাবাদী দল ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফার) কাছে যাওয়ার কথা ছিল বলে মনে করা হয়। সেসময় ক্ষমতায় ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নেতৃত্বাধীন ৪ দলীয় জোট সরকার। সরকারের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ ও গোয়েন্দাগণ এই চালানের ব্যপারে জড়িত ছিলেন বলে স্বিকারোক্তি পাওয়া যায়। ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য আনা এসব অস্ত্র চীনের রাষ্ট্রায়্ত্ত প্রতিষ্ঠান চায়না নর্থ ইন্ডাস্ট্রিজ করপোরেশনের।আটককৃত দশ ট্রাক অস্ত্র যেহেতু চীন থেকে আনা হয়েছিল, ধারণা করা যায়, এই ঘটনার সাথে চীনের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা বা অন্য কোন সরকারী প্রতিষ্ঠানও জড়িত ছিল।

Комментарии

Информация по комментариям в разработке