জ্যোতিষ শাস্ত্র মতে রাশি চক্রের সপ্তম রাশি তুলা এই তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র। এটা বায়ু তত্বের অধিকারী । এই তুলা রাশির জাতক /জাতিকারা যেকোনো বিষয়ে কোনো কিছু না ভেবে চিন্তে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলে। এরা যেকোনো পরিস্থিতিতে শান্ত থাকার চেষ্টা করে, কিন্তু সময় বিশেষে রেগে গেলেও বেশিক্ষন চিরস্থায়ী হয় না । সহজেই মানুষকে আপন করে নেওয়ার মতো অসাধারণ গুণ তুলা রাশির জাতক /জাতিকাদের রয়েছে। এরা রোমান্টিক ও বুদ্ধিমান হয়ে থাকেন। যে কোনো কাজ তারা ধীরে ধীরে করতে পছন্দ করেন। ।
তুলা রাশির জাতক /জাতিকারা 2024 সালের কর্ম, স্বাস্থ্য, আর্থিক, ব্যবসা, চাকরি,প্রেম, বিবাহ, পারিবারিক সুখ-শান্তি আপনাদের কেমন যাবে,তা নিয়ে আপনারা খুবই চিন্তিত , মনে রাখবেন গোচরে ২০২৪ সালে একাধিক গ্রহ ও নক্ষত্রের ঘর পরিবর্তন করবে, তার ফলসরূপ 2023 এর তুলনায় 2024 সালে তুলা রাশির জাতক /জাতিকা দের অনেক পরিবর্তন ঘটতে চলেছে, এবার আসুন জেনে নেওয়া যাক,তুলা রাশির জাতক /জাতিকাদের ২০২৪ সালের রাশি ফল কি বলছে?
এই গুরুত্বপূর্ণ বিষয় গুলো নিয়ে এখন আলোচনা করবো|
তুলা রাশির জাতক /জাতিকাদের 2024সালের রাশিফল অনুসারে গোচরে এপ্রিল 2024 পর্যন্ত খুব ভালো সময় কারণ বৃহস্পতি আপনার সপ্তম ভাবে থাকবে এবং এটি আপনার কর্মজীবন, আর্থিক জীবন, দাম্পত্য জীবন,পারিবারিক সম্পর্ক ইত্যাদিতে আপনাকে ভালো ফলাফল দেবে এবং শিক্ষার্থীরাও অর্থাৎ য়ে সব জাতক /জাতিকারা পড়াশুনার সঙ্গে যুক্ত এই সময়ে পড়াশোনায় ভাল ফল পাবেন, এছাড়াও বৃহস্পতির এই সপ্তম ভাবে অবস্থান যা আপনার পরিবারের কোনো শুভ ও মাঙ্গলিক কাজ সম্পূর্ণ করতে সাহায্য করবে , এবং আপনি আপনার পরিবারের সদস্যদের মধ্যে একতা স্থাপন করতে পারবেন।এবং এই তুলা রাশির য়ে সব জাতক /জাতিকা দের যদি নিজের ব্যবসা থাকে বা যারা নতুন করে ব্যবসায় বিনিয়োগের কথা ভাবছেন তবে মে 2024এর আগে করার চেষ্টা করুন কারণ এই সময়টি আপনার অনুকূলে থাকবে এই সময়ে বৃহস্পতি সপ্তম ভাবের উপস্থিতি ভালো ফলাফল দেবে ।কিন্তু গোচরে 2024 সালের মে মাসে তুলা রাশির জাতক /জাতিকাদের তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি বৃহস্পতি অষ্টম ভাবে অবস্থান করবে,
এর ফলসরূপ আপনার কর্মজীবন, আর্থিক জীবন,পারবারিক জীবন শিক্ষার্থী দের পড়াশুনার ক্ষেত্রে এমন কি ভাই বোনেদের সঙ্গে সম্পর্কেরও অবনতি ঘটবে, অনিচ্ছাকৃত বিবাদে আপনি জড়িয়ে পরবেন
এপ্রিল 2024 এর পরে, বৃহস্পতি আপনার অষ্টম ভাবে থাকবে, যা পড়াশোনার ক্ষেত্রে আপনার পক্ষে প্রতিকূল প্রমাণিত হবে এবং আপনাকে নেতিবাচক ফলাফলের মুখোমুখি হতে হবে ।এই সময়টিকে শিক্ষার জন্য খুব ফলদায়ক বলা যাবে না, মনেরাখবেন মে 2024 সালের এপ্রিল এর পর ব্যাবসা সংক্রান্ত, বিবাহ সংক্রান্ত ও পারিবারিক যে কোনও শুভ মাঙ্গলিক সিদ্বান্ত নেওয়ার আগে অন্যান্য
গ্রহগত অবস্থান ও দশা মহাদাশার অবস্থানের ওপর বিচার করে নেওয়া উচিৎ
ইতিমধ্যে তুলা রাশির যে সব জাতক জাতিকারা বিবাহিত এপ্রিল 2024 পর্যন্ত আপনাদের দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া থাকবে। এপ্রিল 2024 এর পর জীবনসঙ্গীর সাথে মতপার্থক্য হতে পারে। কাজেই এই সময় অযথা তর্ক তর্কিতে জড়াবেন না, পারলে জীবন সঙ্গী কে সময় দিন এবং আনন্দর মুহূর্ত গুলো উপভোগ করার চেষ্টা করুন। ওপরদিকে তুলা রাশির যে সব জাতক /জাতিকারা এখনও বৈবাহিক জীবনে আবদ্ধ হয় নি, কিন্তু আপনারা যদি প্রেমে পড়ে থাকেন এবং বিয়ে করার কথা ভাবছেন, তাহলে মে 2024 এর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা বিবেচনা করুন অন্যথায় আপনার ক্ষতির সম্মুখীন হতে পারে।তা না হলে এই পরিকল্পনাটি 13ই জুন 2024 থেকে 24শে আগস্ট 2024 সময়কালে করতে পারেন কারণ প্রেম এবং বিবাহের তাত্পর্যকারী গ্রহ শুক্র, আপনার রাশির নবম ভাবে থাকবে যা প্রেম এবং বিবাহ সম্পর্কিত বিষয়ে ইতিবাচক ফল দেবে ।
তুলা রাশির জাতক /জাতিকাদের 2024সালের রাশিফল অনুসারে গোচরে 2023 সালের রাহু সপ্তম ভাবে এবং কেতু প্রথম ভাবে ছিল যা আপনার জন্য অনেক আর্থিক সংকট তৈরি করছিল কিন্তু 2024সালে রাহু ষষ্ঠ ভাবে এবং কেতু দ্বাদশ ভাবে থাকবে এবং এর ফলসরূপ ভাল আর্থিক লাভ দেবে,সুতরাং রাহু ষষ্ঠ ভাবে এবং কেতু দ্বাদশ ভাবে অবস্থান 2024 সালের জন্য অনুকূল বলে প্রমাণিত হবে, যার ফলস্বরূপ আপনি কর্মজীবনের ক্ষেত্রে ভাল ফল পাবেন ষষ্ঠ ভাবে রাহুর গোচরের কারণে বিদেশ যাওয়ার সুযোগও পেতে পারেন।কিন্তু
কেতুর দ্বাদশ ভাবে অবস্থানের কারণে,অয়াথা ব্যায় বৃদ্ধি করাবে এবং আপনার কাছের মানুষ, বন্ধু বান্ধব গুপ্ত শত্রুতা করে আপনাকে প্রবল মানসিক চাপ ইত্যাদি সৃষ্টি করতে পারে এবং এর কারণে আপনাকে মানসিক চাপ কমানোর জন্য ধ্যান করা উচিৎ,এই বছর শিক্ষা সংক্রান্ত আপনার পক্ষে মিশ্র ফলাফল দেবে । ষষ্ঠ ভাবে রাহু এবং দ্বাদশ ভাবে কেতু আপনাকে শিক্ষা ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এবং শিক্ষার ক্ষেত্রে আপনাকে মার্গদর্শন করতে পারে।আপনি যদি প্রেমে থেকে থাকেন তবে এই সময়টি আপনার পক্ষে অনুকূল হতে পারে।
#astrology
#তুলা রাশিফল 2024
#বাংলা
#tularashifal 2024
#tularashifal 2024 in bangla
#তুলা রাশি 2024
#barshik rashifal 2024
##tularashifal 2024 kemon jabe
#tularashi2024
#meshrashifal2024
#brisharashi 2024
#mithunrashi2024
#karkotrashi2024
#singharashi2024
#konya2024
#tularashi
Информация по комментариям в разработке