🙏 নৈহাটি বড়মার মন্দির।।কিভাবে যাবেন?🙏|| NAIHATI BORO MAA MANDIR ||🔥🔥🔥

Описание к видео 🙏 নৈহাটি বড়মার মন্দির।।কিভাবে যাবেন?🙏|| NAIHATI BORO MAA MANDIR ||🔥🔥🔥

🙏 নৈহাটি বড়মার মন্দির।।কিভাবে যাবেন?🙏|| NAIHATI BORO MAA MANDIR ||🔥🔥🔥

নৈহাটি বড়মার
নৈহাটির বড়মার মন্দির
নৈহাটির বড়মার ইতিহাস
নৈহাটির বড়মার গান
নৈহাটির বড়মার ছবি
নৈহাটির বড়মার অলৌকিক ঘটনা
নৈহাটির বড়মার বিসর্জন
নৈহাটির বড়মার ভিডিও
নৈহাটির বড়মার বড়কালী থেকে বড় মা হওয়ার ইতিহাস
নৈহাটির বড়মার পুজো
naihati boro maa mandir kivabe jabo
naihati boro maa mandir
naihati boro maa
naihati boro maa 2024
naihati boro maa drawing
naihati boro maa kali puja
naihati boro maa puja time
naihati boro maa song
naihati boro maa mandir opening time
naihati boro maa kali

👉Naihati boro maa: কোন অমোঘ টানে প্রতি বছর ছুটে আসে হাজার হাজার মানুষ নৈহাটি বড়মার পুজোয়, জেনে নিন।
কী কালী পুজোয় মায়ের বিশাল মাটির মূর্তি হবে নাকি মায়ের মন্দিরে কষ্টিপাথরের প্রতিষ্ঠিত মূর্তিতে পুজো হবে, জেনে নিন এখান থেকে। মা কালীর পুজো পশ্চিমবাংলায় খুব ধুমধাম সহকারে পালিত হয়। পশ্চিমবঙ্গে অনেকগুলো বিখ্যাত কালীপুজো আছে। তার মধ্যে অন্যতম পুজো হল, ব্যারাকপুর মহকুমা অঞ্চলের নৈহাটির কালীপুজো। এখানে বড়মার পুজো বিখ্যাত এই পুজোর খ্যাতি দিকে দিকে ছড়িয়ে পড়েছে। শুধু রাজ্য নয় রাজ্যের বাইরে থেকেও মানুষ আসে এখানে পুজো দিতে।কথিত আছে, বড়মার কাছে কিছু চাইলে বড়মা খালি হাতে কখনও ফেরান না। প্রচুর মানুষ এখানে আসেন পুজো দিতে, তাদের মনস্কামনা পূর্তির জন্য। মনস্কামনা পূরণ হলে মাকে গয়না দেওয়ার চল রয়েছে। প্রতিবছর তাই এই দিনে মায়ের পূজোয় মাকে অনেকেই অলংকার গড়িয়ে দেন।১০০ বছরের বেশি সময় ধরে চলছে এই পুজো, কালী পুজোর দিনে মায়ের বিশাল রূপ দেখতে। প্রচুর মানুষ আসেন দূর-দূরান্ত থেকে। ৫২ ফুট উঁচু মূর্তি তৈরি করা হয়। এত বছর ধরে মায়ের ফটোতে নিত্য পুজো হতো। মায়ের মন্দিরে এই ফটো রয়েছে। কিন্তু এ বছর নতুন মন্দির তৈরি করা হয়েছে মায়ের জন্য। তাই ভক্তদের আরো বেশি ঢল নেমেছে। কালী পুজোর আগে থেকেই ভক্তরা আসতে শুরু করেছেন পুজো দিতে। নৈহাটির বাসিন্দা ভবেশ চক্রবর্তী মহাশয় কৃষ্ণনগরের বড় বড় কালী পুজো দেখে নৈহাটিতে প্রথম এই পুজো প্রচলন করেন। তারপর থেকেই চলে আসছে এই পুজো। মায়ের নতুন মন্দির প্রতিষ্ঠিত হলেও এবারও কিন্তু প্রতি বছরের মত মায়ের মাটির মূর্তি তৈরি হবে এবং সেখানেই কালী পুজোর দিন বিশাল ভাবে পুজোর আয়োজন করা হচ্ছে। মায়েদের বিশাল রূপ দেখতেই দূর-দূরান্ত থেকে প্রচুর মানুষ ছুটে আসেন। মায়ের পুজোয় একটা কথা প্রচলিত আছে ধর্ম যার যার বড় মা সবার। তাই জাতি ধর্ম নির্বিশেষে বহু মানুষের ভিড় হয় বড়মা কে দেখতে ।

আনুমানিক 100 বছর আগে নৈহাটির অরবিন্দ রোডে সুউচ্চ কালী প্রতিমার পুজো প্রথম শুরু করেন ভবেশ চক্রবর্তী । প্রথমে এই পুজো ভবেশ কালী নামেই প্রচলিত ছিল । পরে তা লোক মুখে পরিচিতি পায় বড় কালী নামে । এরপর, ভক্তদের মুখে মুখেই একসময় 'বড়মা' হিসেবেই পরিচিতি হয়ে ওঠেন জাগ্রত এই বড় কালী ।

নৈহাটির বড়মার কাঠামো পুজো
গত বছর কালীপুজোর আগে পুজো কমিটি ঠিক করেছিল ফটোর বদলে পাকাপাকিভাবে নির্মাণ করা হবে বড়মার কষ্টিপাথরের মূর্তি । সাজিয়ে তোলা হয়েছে বড়মার নবনির্মিত মন্দিরও । ভক্তদের দানেই এই মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হয়েছে মন্দিরে । প্রতি বছরই কালী পুজোর সময় নৈহাটির বড়মাকে সাজিয়ে তোলা হয় নবরূপে । এবছরও তার ব্যতিক্রম হচ্ছে না । মন্দির কমিটি সূত্রে খবর, একশো ভরি সোনার গয়না ও দু'শো কেজি রুপোর গয়না দিয়ে সাজিয়ে তোলা হয় বড়মাকে । তবে, এবছর মায়ের সাজসজ্জায় নতুন কোনও গয়নার বন্দোবস্ত থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মন্দির কমিটির সম্পাদক তাপস ভট্টাচার্য ।

এই বিষয়ে তিনি বলেন,"কাঠামো পুজো হওয়া মানেই আজ থেকে নৈহাটির বড়মার পুজো শুরু হয়ে গেল । এ বছর 31 অক্টোবর রাত এগারোটায় মায়ের পুজো শুরু হবে । রাতে অঞ্জলি দেওয়ার ব্যবস্থাও থাকবে । পরের দিন মায়ের প্রসাদ বিতরণ করা হবে ভক্তদের মধ্যে । প্রতিবারের মতো এবারও মায়ের প্রসাদী ফল বিলি করা হবে হাসপাতালের রোগীদের মধ্যে । এছাড়া মায়ের প্রণামী এবং সাজসজ্জার কাপড় তুলে দেওয়া হবে গরিব মানুষের মধ্যে । পুজোর প্রথম দিন দন্ডি কেটে ভক্তরা মন্দিরের সামনে এসে মায়ের কাছে প্রার্থনা করবেন । এখানকার বড়মা এতটাই জাগ্রত যে মন থেকে কিছু চাইলে মা সেই মনোস্কামনা পূরণ করেন । সেই কারণে দেশ বিদেশ থেকে বহু ভক্ত ছুটে আসেন মায়ের কাছে । সুষ্ঠুভাবে মায়ের পুজো সম্পন্ন করতে সবরকমের বন্দোবস্ত থাকছে এবারও ।"

Комментарии

Информация по комментариям в разработке