চেকের মামলা | এন আই অ্যাক্টের ১৩৮ ধারার মামলা | Case under section 138 of NI Act | Cheque Dishonour

Описание к видео চেকের মামলা | এন আই অ্যাক্টের ১৩৮ ধারার মামলা | Case under section 138 of NI Act | Cheque Dishonour

বাংলাদেশে বিদ্যমান ফৌজদারি মামলার মধ্যে একটা বড়ো অংশ দখল করে আছে ১৮৮১ সালের Negotiable Instruments Act অর্থাৎ হস্তান্তরযোগ্য বা বিনিময়যোগ্য দলিল আইনের ১৩৮ ধারার অধীন চেক ডিজঅনারের মামলা, যে মামলাকে সংক্ষেপে চেক এর মামলা/ চেকের মামলা বলে অভিহিত করা হয়।

ব্যক্তিগত লেনদেন, ব্যবসায়িক লেনদেন কিংবা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সাথে লেনদেনের ক্ষেত্রে চেক একটি অন্যতম বিনিময়যোগ্য মাধ্যমে বলে অদূর কিংবা দূর ভবিষ্যতেও এই প্রকারের মামলার সংখ্যা কমারও সম্ভাবনা নেই কোনো। সংগত কারণেই আমি, আপনি কিংবা যে-কেউ যে-কোনো সময় জড়িয়ে যেতে পারি এই প্রকারের মামলায়। আর যারা এই প্রকারের মামলায় ইতিমধ্যে পক্ষ বা বিপক্ষ যেভাবেই হোক সম্পৃক্ত হয়ে গেছেন, তাদের মধ্যে অনেকেরই এই প্রকারের মামলা সম্পর্কে ন্যূনতম ধারণাটুকুও নেই, যার ফলে এমন পক্ষরা ভোগে থাকেন নানান রকমের দ্বিধা বা সংশয়ে। এই বিষয়টি উপলব্ধি করেই আপনাদের দ্বিধা বা সংশয় দূর করতে এবং যথাযথ করণীয় সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দিতে আমরা নির্মাণ করেছি এই চেকের মামলা নিয়ে বিস্তারিত এই এপিসোডটি। আশা করি মনোযোগ সহকারে সম্পূর্ণ এপিসোডটি দেখার পর আর এই নিয়ে কারোর মধ্যে কোনোপ্রকার দ্বিধা বা সংশয় থাকবে না এবং করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারবেন নির্দ্বিধায়।

এপিসোডটির গ্রন্থনা করেছেন কে আর চৌধুরী,
উপস্থাপন করেছেন দেবাশীষ রঞ্জন সরকার,
পাঠ করেছেন মিশকাত শুকরানা,
আর নির্মাণ করেছেন কামরুল হাসান।

#lawtubebd #checkdishonour #niact #cheques

আইন সম্পর্কে আপডেট পেতে
ল'টিউববিডি-র চ্যানেলটি সাবস্ক্রাইব করুন 👇👇
https://www.youtube.com/@lawtubebd?su...

আমাদের ফেসবুক পেইজঃ   / lawtubebd  

Комментарии

Информация по комментариям в разработке