কুমিল্লার রূব্বান মুড়া ও ইটাখোলা মুড়া মন্দির ।। Rubban Mura and Itakhola Mura temples of Comilla
কুমিল্লার প্রাচীন উল্লেখযোগ্য ঐতিহাসিক স্থানসমূহের মধ্যে রূব্বান মুড়া অন্যতম। কুমিল্লা বার্ড এর পাশে অবস্থিত এই ঢিবিটি ৯০ এর দশকের প্রত্নতাত্ত্বিক খননে ৩৪.১৪ মি. ২৫ মি. পরিমাপের একটি বিহার ও ২৮.৯৬ মি. ২৮.৯৬ মি. পরিমাপের মন্দিরের ধ্বংসাবশেষ উন্মেচিত হয়েছে এর নাম রুব্বান মুড়া। মন্দরের পূর্ব পাশের প্রকৌষ্ঠ থেকে বেলে পাথরের অভয় মুদ্রার বৃহদাকার ১টি বৌদ্ধ মূর্তি পাওয়া যায়। এ স্থানটি দেখতে দেশ-বিদেশের পর্যটকরা ভিড় করে এখানে। রুপবান মুড়াতে সর্বপ্রথম খননকাজ শুরু হয় দ্বিতীয় মহাযুদ্ধের সময়। পরবর্র্তীতে ১৯৮৪, ৮৫ ও ৮৬ সালে প্রত্নতত্ত্ব বিভাগ এখানে আরো তিন দফা খনন কাজ করে। এখানকার মন্দিরটিকে বিহারের বাইরে আলাদা স্থানে নির্মাণ করা হয়েছে। প্রথম পযায়ে মন্দিরটি ঐতিহ্যগতভাবে চর্তুমুখী বর্গাকৃতি ভুমি নকশায় নির্মিত এবং দ্বিতীয় পযায়ে একে ক্রুশাকৃতির রূপ দেয়া হয়।রূপবান মুড়ায় পাওয়া যায় পুরা বস্তুর মধ্যে রয়েছে পোড়ামাটির ফলক, অলংকৃত ইট, খাদ মিশ্রিত সোনায় তৈরি গুপ্ত অনুকৃত মুদ্রা, একটি ব্রোঞ্জের হাতল, ত্রিশূল ও লিপিসহ তিনটি রৌপ্য মুদ্রা, একটি ধাতব শিতাতপত্র, একটি ধাতব অমিতাভ, লোহার পেরেক, ধাতব মুদ্রার টুকরা ইত্যাদি। এই ইমারত থেকে প্রায় ৫০ গজ দক্ষিণ-পূর্ব দিকে পূর্ব-পশ্চিমে লম্বা প্রায় একটি ইমারতের ধ্বংসাবশেষ আছে। এই ইমারতের চারদিকে অসংখ্য ইষ্টক নির্মিত স্তম্ভ ছিল। এগুলোর নিচের অংশ এখনও টিকে আছে। রূপবান মুড়ায় এ পযন্ত আবিস্কৃত ও তথ্য প্রমাণের বিচারে প্রথম যুগের মন্দির ও বিহার খ্রিষ্টীয় ৮ম শতাব্দীর পূর্বে নির্মিত হয় বলে ধারণা করা হয়।
ইটাখোলা মুড়া :
দেশের কুমিল্লা জেলার ময়নামতি অঞ্চলে অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক সৌধস্থল। এটি কুমিল্লা সদর উপজেলার হতে পশ্চিম দিকে ৮ কিমি দূরে কোটবাড়ি সড়কের ওপারে রূপবান মুড়ার উল্টোদিকে ইটাখোলা মুড়া অবস্থিত। এই প্রত্নস্থান পাহাড়ের গায়ের তিনটি স্তরে বিদ্যমান। কুমিল্লা বার্ড এর পাশে অবস্থিত ১৩.১ মি. ভিতের উপর অবস্থিত এই বিহারটি প্রাচীনকাল হতে ইটপোড়ানোর কাজে ব্যবহৃত হতো বলে এই বিহারের এরূপ নামকরণ করা হয়েছে। এই বিহারে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে বড় বড় কিছু বৌদ্ধস্তূপ ও বৌদ্ধ মঠের সন্ধান পাওয়া গেছে। ধারণা করা হয়, এই বিহারটি ৫টি সাংস্কৃতিক যুগ অতিক্রম করেছে।ইটাখোলা মড়ায় বেশ কয়েকবার খননকাজ চালিয়ে বড় বড় কিছু বৌদ্ধস্তূপ ও এসব স্তূপ থেকে ৪২ মিটার উত্তরে সংলগ্ন একটি বৌদ্ধ মঠের সন্ধানও পাওয়া গেছে। ধারণা করা হয়, এই প্রত্নস্থানটিকে পাঁচটি সাংস্কৃতিক যুগ অতিক্রম করতে হয়েছে। পূর্ববর্তী তিন সাংস্কৃতিক কালপর্যায়ের নির্দশনগুলো পরবর্তীকালের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে রয়েছে। এজন্য সব নিদর্শনগুলো উদ্ধার করা সহজ হচ্ছেনা। এই স্থানের মূল আকর্ষণ বিস্তীর্ণ স্তূপ কমপ্লেক্স। ১৩.১ বর্গমিটার ভিতের উপর অবস্থিত এই স্তূপটি নিরেটভাবে নির্মিত। স্তূপের পূর্ব বা সম্মুখভাগের মধ্যস্থলে একটি ক্ষুদ্র পীঠস্থান রয়েছে যার আকৃতি ২.৪ মি. এবং ২.১ মি.।
যাওয়ার উপায়
ঢাকা চিটাগাং হাইওয়েতে বিশ্বরোড থেকে সিএনজি, অটো-রিকশা করে কোটবাড়ি যেতে পারেন। কুমিল্লা শহরের টমছম ব্রিজ থেকেও সিএনজিতে করে সরাসরি যেতে পারেন।
কুমিল্লার রূব্বান মুড়া ও ইটাখোলা মুড়া মন্দির, ইটাখোলা মন্দির, ইটাখোলা মুড়া, ইটাখোলা মুড়া, #11tv Bangla, # Comilla temples, Rubban Mura and Itakhola Mura temples of Comilla, itakhola mura, bangladesh historical palace, beutiful bangladesh, Comilla bangladesh, rupban mura kotbari, Comilla tourist spot,shalbon bihar comilla,comilla lalmai pahar,রুপবান মুড়া,comilla lacks,buddhist civilization, beautiful place of comilla, beutifultourist place, শালবন বিহার,কুমিল্লা শহর.
~-~~-~~~-~~-~
Please watch: "ঘর বেঁধেছে ভাল ঘর আমি ।। চমৎকার লালন সাইজীর গান ।। প্রখ্যাত সঙ্গীত শিল্পী শফি মন্ডল ও ডলি মন্ডল "
• ঘর বেঁধেছে ভাল ঘরামি ।। চমৎকার লালন সাইজীর...
~-~~-~~~-~~-~
Информация по комментариям в разработке