২ টাকায় চাল কুমড়া, ৩ টাকায় লাউ!
খুলনার ডুমুরিয়ার হাসেম আলী পাইকারি কাঁচাবাজারে সবজির দামে ধস নেমেছে। এখানের সবজির দাম শুনলে সকলের কাছে অবিশ্বাস্য মনে হবে। এই বাজারে লাউ প্রতি পিস ৩ টাকা আর কুমড়া প্রতি পিস ২ টাকা দর হিসেবে বিক্রি হচ্ছে।
সবজি সর্বনিম্ন দাম পাওয়ায় কৃষকরা খুব সংকটের মধ্যে পড়েছে। কখনই এতো কম দামে কৃষকদের সবজি বিক্রি করতে হয়নি কৃষকদের। এর আগে লাউয়ের পিস ১৫ টাকা দরে কুমড়ার প্রতি পিস ২০ টাকা দরে বিক্রি হতো।
গতকাল সোমবার ডুমুরিয়ার হাসেম আলী পাইকারি কাঁচাবাজারের বাণিজ্য ভাণ্ডারের আড়ৎদার প্রতাপ বালা বলেন, সবজির পাইকারি বাজার এবার সর্বনিম্নে এসেছে। বাজার পর্যন্ত কৃষকরা সবজি এনে যে দামে বিক্রি করেন তাতে পরিবহন খরচ ওঠে না। যে কারণে কৃষকরা ক্ষেত থেকে ফসল তুলছেন না। তারা সর্বস্বান্ত হয়ে পড়েছেন।
প্রতাপ বালা জানান, এক সপ্তাহ আগে যে লাউয়ের পিস ১৫ টাকা দরে বিক্রি করত কৃষকরা, তা এখন ৩ টাকাতে নেমে এসেছে। মিষ্টি কুমড়ার কেজি আগে বিক্রি হতো ৩০ টাকা তা এখন ১৫ টাকা, করল্লা ২০ টাকার টা ৯ টাকা, উস্তে ৩০ টাকার টা ১২ টাকা, শশা ২০ টাকার টা ১১ টাকা, পেঁপে ১৫ টাকার টা ৮ টাকা, লাল শাক ২০ টাকার টা ১৫ টাকা, ঢ়েঁড়স ২০ টাকার টা ১০ টাকা, ঝিঙ্গা ১৫ টাকার টা ৭ টাকা, দেশি ওল ৪৫ টাকার টা ৪০ টাকা, হাইব্রিড ওল ৩৫ টাকার টা ৩০ টাকা ও ডাটা শাক ১০ টাকার টা ৪ টাকা দরে বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীরা জানান, শশ্য ভাণ্ডারখ্যাত খুলনার ডুমুরিয়া উপজেলার ঘোনা, ঘোনাবান্দা, তেলিখালী, পেড়িখালী, কাঠামারী, উড়াবুনিয়া, হাজীবুনিয়া, তালতলা, বকুলতলা, কুশাউলা, ভান্ডারপাড়া, রংপুর, সাড়াদিচিয়া, খর্ণিয়া এলাকাসহ উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকরা হাসেম আলী পাইকারি কাঁচা বাজারে তাদের উৎপাদিত সবজি বিক্রি করেন। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর এমনি কি ঢাকা ও চট্টগ্রাম থেকে ব্যবসায়ীরা এ হাট থেকে পাইকারি দরে সবজি কেনেন। ট্রাক ও পিকআপ ভরে তারা সবজি নিয়ে যান।
বর্তমানে এসব এলাকায় ব্যাপক সবজির ফসল হলেও দাম নিম্নপর্যায়ে নেমে আসায় কৃষকদের মাথা আকাশ ভেঙে পড়েছে।
                         
                    
Информация по комментариям в разработке