Satkhira Gur Pukurar Mela - 2023 । Children Ride সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা RAZZAK PARK
চলে এলাম ৪০০বছরের ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলাতে । 400 Years Traditional Satkhira Gur Pukur Mela #bd
#satkhira
#gurpukur
#গুড়পুকুর
#latest_news
#news_update
সাতক্ষীরার ইতিহাস ঐতিহ্যের সাথে সম্পৃক্ত আর মিলে মিশে একাকার গুড়পুকুর মেলা। ভাদ্র মাসের শেষে আর আশ্বিনের শুরুতে ইতিহাস খ্যাত গুড় পুকুর মেলার আয়োজন সাতক্ষীরাকে বিশেষ ভাবে পরিচিতি করেছে। শহরের পলাশপোলস্থ গুড় পুকুর জনশ্র“তি আছে গুড়ের মত মিষ্টি পানির পুকুর। প্রাকৃতিক যুগ জামানায় গুড়পুকুরের ইতিবৃত্ত এমনই শোনা যায়। ভাদ্র মাসের শেষে এবং আশ্বিন মাসের শুরুতে সনাতন ধর্মাবলম্বীরা মা মনসা পূজা করেন।
ইতিমধ্যে সর্পের দেবী মা মনসা পূজা উদযাপিত হয়েছে। সময়ের ব্যবধানে কালের বিবর্তনে মা মনসা পূজা, গুড়পুকুর মেলা এবং সাতক্ষীরার ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টি জনসমাজ, একে অপরের সাথে ঘনিষ্টভাবে মিলে মিশে একাকার হয়েছে। শত বছরের ঐতিহ্য আবার অনেকে বলেন দুই শত বা তারও দীর্ঘ সময়ের ইতিহাস মা মনসা পূজা এবং গুড় পুকুরে মেলা। শত বছরের ইতিহাস যুগ যুগান্তরের বিবর্তনে গুড়পুকুর মেলা দৃশ্যতঃ সাতক্ষীরার সার্বজনীন উৎসব আর গণমানুষের মিলন মেলায় পরিনত হয়েছে। মানুষ মানুষের জন্য দূর হতে কাছে দূরদুরান্ত হতে দীর্ঘ দিন যাবৎ বছরের পর বছর ব্যবসায়ী দর্শনার্থী, ভ্রমন পিপাসুরা আশ্বিন মাসের শুরুতে গুড় পুকুর মেলা দেখতে সাতক্ষীরায় আসতে ভোলে না। গুড় পুকুর মেলাকে কেন্দ্র করে সাতক্ষীরা শহর নানান ধরনের পরসায় ভরে ওঠে। বছরের পর বছর লোকে লোকারন্য গুড়পুকুর মেলা দৃশ্যতঃ জাতীয়ভাবে আলোচিত হতে থাকে। শহরের তিন চার/কিলোমিটার সড়ক, সংযোগ সড়ক নানান ধরনের পণ্য লোক আর লোক। বাস্তবতা হলো গুড়পুকুর মেলার সেই জৌলুস, ঐতিহ্য আর প্রানের স্পন্দন আর নেই।
স¤প্রীতির সাতক্ষীরায়, ঐতিহ্যের গুড়পুকুর মেলার সার্কাস সহ অপরাপর অনুষ্ঠান মালায় বর্বরোচিত হামলা হলে চিরচেনা শান্ত সাতক্ষীরায় মলিনতায় ভর করে। শোক, ক্ষোভ, দ্রোহের আগুন ঝরে সাতক্ষীরার শান্তিপ্রিয় মানুষের। সব শ্রেনীর মানুষ গুড় পুকুরের মেলায় বোমা হামলায় হতবাগ হয়। প্রতিবন্ধকতাকে ছিন্ন করে আশায় বুক বেঁধে সাতক্ষীরার বিশলক্ষাধীক মানুষের ইচ্ছা, আবেগ, অনুভূতির প্রতি একাত্বতা প্রকাশে ছোট পরিসরে অথচ উৎসবমুখর পরিবেশে প্রতি বছর দেখা মেলে গুড়পুকুর মেলার। আজ আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির আলোকিত আয়োজনে উদ্বোধন করবেন। শহরের রাজ্জাক পার্ক কেন্দ্রীক এই মেলার সীমাবদ্ধতা থাকলেও উৎসব আর উচ্ছ¡াসের সামান্যতম ঘাটতি নেই। ইতিমধ্যে দেশের বিভিন্ন এলাকা হতে ব্যবসায়ীরা হরেক রকমের পণ্য নিয়ে এসেছে সাতক্ষীরা। গতকালও চলছিল শেষ মুহুর্তের প্রস্তুতি নানান ধরনের বাহারী ফার্ণিচার, রাজকীয় খাট, পালঙ্ক, গাছ গাছালী, কুটির শিল্প, ইলেকট্রনিক্স সামগ্রী, কড়ি, কাসা, গোশালা, কামারী সামগ্রী, হরেক রকম মিষ্টান্ন, খেলনা সামগ্রী, সৌখিনতা সামগ্রী সবই এসেছে মেলায়। নানান ধরনের ফাস্টফুড, তৈল চিত্র শহীদ রাজ্জাক পার্কের বিভিন্ন অংশে শোভা পাচ্ছে। গত কয়েকদিন যাবৎ ডেকোরেশন অস্থায়ী দোকান নির্মান, পরসা সাজানো গোছানো ছিল চোখে পড়ার মত। শহরে যানজট নিরসনে, শহীদ রাজ্জাক পার্ক এলাকা যানজট মুক্ত রাখতে ট্রাফিক পুলিশের বিশেষ প্রস্তুতি লক্ষনীয়। ইতিমধ্যে সাতক্ষীরায় আত্মীয় স্বজনদের বাড়ীতে ভিন্ন জেলার লোকজন উপস্থিত হয়েছে গুড়পুকুর মেলা দেখতে।
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE.
আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ।
=======================
✅ Like | ✅ Share | ✅ Subscribe
#TSVlogsLife @TSVlogsLife
👉আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ রইলো আমার চ্যানেলটি অবশ্যই" 💖 subscribe 💖করবেন।আর যদি অপনি আমার চ্যানেলটি ইতিমধ্যে "subscribe"করে থাকেন, তাহলে অসংখ্য ধন্যবাদ।আমার চ্যানেলটি,,subscribe ,, করার পর, পাশে থাকা বেল(🔔)আইকনটি প্রেস করে রাখবেন,যাতে করে সবার আগে আমার চ্যানেলের নতুন ভিডিটি আপনার মোবাইল, ট্যাব কিংবা ল্যাপটপে নোটিফিকেশন যায় এবং সেখান হতে আপনি দেখতে পারেন।
👉ধন্যবাদ 💌 ভালো💌 থাকবেন✔
#trending #tsvlogslife #funny #funny 33#video #how #viral #shortvideo #shortvideo
Информация по комментариям в разработке