মারেফত বা গোপন জ্ঞন কি?- Marefat ki ?- মারেফত ইসলামে আছে কি নাহ-২০১৮। ইলমে গায়েব নিয়ে কিছু কথা

Описание к видео মারেফত বা গোপন জ্ঞন কি?- Marefat ki ?- মারেফত ইসলামে আছে কি নাহ-২০১৮। ইলমে গায়েব নিয়ে কিছু কথা

মারেফত বা গোপন জ্ঞন কি?- Marefat ki?- মারেফত ইসলামে আছে কি নাহ-২০১৮।ইলমে গায়েব নিয়ে কিছু কথা
............

হযরত আবু হুরায়রা রাঃ বলেছেন,আামি মহানবী সাঃ র নিকট থেকে দুই প্রকার ইলম ততা জ্ঞান লাভ করেছি।এর মধ্যে এক প্রকার তোমাদের নিকট প্রকাশ করেছি অপরটি প্রকাশ করি নাই ততা গোপন রাখলাম।কারন,দ্বিতীয়টি যদি প্রকাশ করি তাহলে আমার গলা কাটা পড়বে। রেফারেন্স::: বোখারী শরীফ।
হযরত আমর ইবনে আখতাব (রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহু) হতে বর্নিত , তিনি বলেন , আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা) একদিন আমাদেরকে নিয়ে ফজরের নামাজ পড়লেন । অতঃপর মিম্বরে আরোহন করলেন এবং আমাদের উদ্দেশে দীর্ঘ বক্তব্য প্রদান করলেন; এমন কি যোহরের নামায পড়ালেন। অতঃপর আবারো আরোহন করলেন মিম্বরে, আর বক্তব্য দেওয়া শুরু করলেন, এমন কি আসরের নামাযের সময় উপস্থিত হল। অতঃপর মিম্বরে হতে নেমে আসরও পড়লেন। পুনরায় মিম্বরে আরোহন করে বক্তব্য দিতে দিতে এ সূর্য অস্তমিত হয়ে গেল। সে দিন নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা) অতীতে যা কিছু এবং ভবিষ্যতে যা কিছু হবে সকল বিষয়ে আমাদেরকে সংবাদ দিয়েছেন। আমাদের মধ্যে যাঁদের স্মরণশক্তি অধিক তাঁরা সেসব (অদৃশ্য) সংবাদ বেশী মনে রাখতে পেরেছেন।
(সুত্র : বুখারী শরীফ হাদিস নম্বর ৬২৩০ কিতাবুল কদর , মুসলিম শরিফ হাদিস নম্বর ২৮৯১ কিতাবুল ফিতান , তিরমিযী শরীফ হাদিস নম্বর ২১৯১ কিতাবুল ফিতান , আবু দাউদ শরীফ হাদিস নম্বর ৪২৮ কিতাবুল ফিতান , মিসকাতুল মাসাবিহ : কিটাবুল ফিতান ৪৬১ পৃষ্ঠা )

Комментарии

Информация по комментариям в разработке