লবণ কিভাবে তৈরি হয়? যেভাবে লবণ উৎপাদনে রেকর্ড গড়লো বাংলাদেশ !! How to Make Salt in Bangladesh

Описание к видео লবণ কিভাবে তৈরি হয়? যেভাবে লবণ উৎপাদনে রেকর্ড গড়লো বাংলাদেশ !! How to Make Salt in Bangladesh

বাংলাদেশের সাদা সোন লবন লবণ উৎপাদনে বাংলাদেশের রেকর্ড
সমুদ্রের নোনাজলের ঝাপটায় জেগে থাকা উপকূলের দিকে চোখ ফেরালে যে কারো নজরে ভেসে উঠবে অফুরন্ত সম্ভাবনার চিত্র। এখানে ঝড়-ঝাপটার তান্ডব যতটাই তীব্র, ঠিক ততটাই রয়েছে বিকাশের ক্ষেত্র। কী নেই এখানে? এক বাংলাদেশের অর্থনীতির গতি চাঙ্গা করার সব রসদই বিদ্যমান। এখানেই রয়েছে প্রকৃতির দান লবণ যাকে এ অঞ্চলের বিশিষ্টজনরা সাদা সোনা হিসেবে অভিহিত করছেন । আজকের ভিডিওতে জানাবো বাংলাদেশের সম্ভাবনাময় লবন শিল্পের বিস্তারিত তথ্য।

বাংলাদেশের সমুদ্র উপকূলীয় অঞ্চলে উৎপন্ন লবণকে কেন্দ্র করে বৃহৎ লবণশিল্প গড়ে উঠেছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশের চট্টগ্রাম ও কক্সবাজারে সমুদ্রের লোনা পানি দ্বারা ডিসেম্বর হতে মধ্য মে পর্যন্ত লবণ উৎপাদিত হয়ে আসছে। বর্তমানে খুলনা ও সাতক্ষীরা অঞ্চলে লবণ উৎপাদন শুরু হয়েছে। পূর্বে মানুষ সমুদ্রের পানি চুলায় জ্বাল দিয়ে বা রোদে শুকিয়ে (সৌর পদ্ধতিতে) লবণ উৎপাদন করতো।

কক্সবাজার জেলার মহেশখালী, টেকনাফ, চকরিয়া, কক্সবাজার সদরে ইসলামপুর, ভারুয়াখালী, চৌফুলন্ডী এবং পেকুয়ায় লবণ উৎপাদন হয়ে থাকে। এবং দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী তেই রয়েছে লবণ উৎপাদন উপযোগী জমি। এই জমির পরিমাণ বিসিকের হিসেব মতে ৯৪ হাজার একর হলেও বাস্তবে এর পরিমাণ দুই লাখ একরের কাছাকাছি। রোদ বৃষ্টিতে হাঁড়ভাঙ্গা পরিশ্রম করে হাজার হাজার চাষী লবণ উৎপাদন ও লবণ খাতে দেশকে স্বনির্ভর করতে চেষ্টা চালিয়ে আসছে যুগের পর যুগ। 2019 সালে কক্সবাজার জেলায় রেকর্ড পরিমাণ লবণ উৎপাদিত হয়েছে।
পরিমাণে তা ১৮ লাখ ২০০ মেট্রিক টন, যা গত ৫৮ বছরের মধ্যে সর্বোচ্চ।

লবন উৎপাদনে শীর্ষ ৫ রাষ্ট্র হলো, চীন , মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত ,জার্মানি এবং কানাডা, আর বাংলাদেশে রয়েছে ২৭তম অবস্থানে।

⚠ এই চ্যানেলের কোন ভিডিও ডাউনলোড করে, পুনরায় কোন অনলাইন মাধ্যমে আপলোড করবেন না।
⚠ DO NOT DOWNLOAD & RE-UPLOAD THIS VIDEO IN ANY OTHER ONLINE PLATFORM
✔✔✔ এই ইউটিউব ভিডিওর লিংক শেয়ার করুন।
☢☢☢ এই ভিডিওতে ব্যবহৃত কিছু ছবি প্রকৃত ব্যক্তি, ঘটনা, সময় বা স্থানকে উপস্থাপন করে না; দৃশ্যের শূণ্যতা পূরন করতে তা ব্যবহার করা হয়েছে। ☢☢☢

Комментарии

Информация по комментариям в разработке