যে চারটি নদী সরাসরি ৭ম আকাশ থেকে প্রবাহিত হয়। মুফতী কাজী ইবরাহীম।kazi ibrahim

Описание к видео যে চারটি নদী সরাসরি ৭ম আকাশ থেকে প্রবাহিত হয়। মুফতী কাজী ইবরাহীম।kazi ibrahim

যে চারটি নদী সরাসরি ৭ম আকাশ থেকে প্রবাহিত হয়। পৃথিবীতে চারটি নদী আছে যেগুলো সরাসরি সদিরাতুল মুনতাহা থেকে প্রবাহীত হয়।
আল্লাহ কুদরাতে নানা রহমত বর্ষিত হয় এই পৃথিবীতে । পৃথিবীতে চারটি নদী আছে যা জান্নাত হতে পানি আসে । অর্থাৎ এর মুল উৎস হলো জান্নাত হতে । আল্লাহ কুরআনে অনেক মোজেজা দিয়েছেন । কুরআন ও সহিহ হাদিসে বহু বিজ্ঞান চিকিৎসা কথা উল্লেখ করেছেন ।একমাত্র কুরআন মাজিদে সকল সমস্যা সমাধান পাওয়া যায় । পৃথিবীতে সাগর ও নদীতে যেসব পানি আছে তা কখনো শুকিয়ে বা পানি শূন্য হবে না । এক নদী আরেক নদীর সাথে মিশে না । আল্লাহ অলৌকিক ক্ষমতার অধিকারী । আল্লাহ সব কিছু জানেন । আল্লাহ এই কুরআন মাজিদকে মানব জাতির হেদায়েত উল্লেখ করেছেন । এই ‍কুরআন কারীম ব্যাখ্যা বা তাফসীর করলে বহু জ্ঞান বিজ্ঞান ভান্ডার বের হবে । আল্লাহ কুরআন কারীমের মধ্যে সব কিছু বলে দিয়েছেন । সমুদ্র বা নদীতে কি আছে বা কি ঘটে তা কোরআন শরীয়ে বলে দিয়েছেন আল্লাহ । আমাদেরকে শুধু কুরআন ও হাদিস গবেষনা করতেহবে । সাগর নদী ঝর্ণাধারা কিভাবে সৃষ্টি হলো এবং এগুলো কোন গতিতে চলছে তা কুরআন কারীমে বর্ণনা করে দিয়েছেন আল্লাহ পাক । কোরআনের সকল আয়াত বা সুরা ব্যাখ্যা অনেক । যত কুরআন মাজিদ নিয়ে গবেষনা করা হবে ততো বিশ্ব উন্নত হবে ইনশাআল্লাহ ।


| যে চারটি নদী সরাসরি ৭ম আকাশ থেকে প্রবাহিত হয় | | যে নদী || ৭ম আকাশ | | প্রবাহিত | | প্রবাহিত হয় | | মুফতী কাজী ইবরাহীম || mufti kazi ibrahim ||

Комментарии

Информация по комментариям в разработке