ঐতিহাসিক নয়াবাদ মসজিদ দিনাজপুর।Historic Nayabad Mosque Dinajpur. Biker boy Rakib.

Описание к видео ঐতিহাসিক নয়াবাদ মসজিদ দিনাজপুর।Historic Nayabad Mosque Dinajpur. Biker boy Rakib.

বন্ধুরা দিনাজপুরের দর্শনীয় স্থানের মধ্যে এই নয়াবাদ মসজিদ একটি।

নয়াবাদ মসজিদের ইতিহাস:নয়াবাদ মসজিদ বাংলাদেশের দিনাজপুর শহর হতে প্রায় ২০ কিলোমিটার দূরে কাহারোল উপজেলার নয়াবাদ গ্রাম অবস্থিত।
মসজিদের পাশ দিয়ে চলে গেছে টেপা নদী। ১.১৫ বিঘা জমির উপর এই মসজিদটি তৈরি করা হয়েছে।
এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা।


মসজিদে প্রবেশের প্রধান দরজার ওপর স্থাপিত ফলক দেখে জানা যায় এটি সম্রাট দ্বিতীয় শাহ আমলের রাজত্বকালে ২ জ্যৈষ্ঠ ১২০০ বঙ্গাব্দে ( ইংরেজি১৭৯০) নির্মাণ করা হয়।
সে সময়ের জমিদার ছিলেন রাজা বৈদ্যনাথ।
তিনি ছিলেন দিনাজপুর রাজপরিবারের সর্ব শেষ বংশধর।
এলাকার অধিবাসীদের থেকে জানা যায় যে ১৮ শতকের মাঝামাঝি কান্তনগর মন্দির তৈরির কাজে আগত মুসলমান স্থপতি ও কর্মীরা এই মসজিদটি তৈরি করেন।
ওরা পশ্চিমের কোন দেশ থেকে এসে নয়া বাদে বসবাস শুরু করেন এবং তাদের নিজেদের ব্যবহারের জন্য এই মসজিদটি তৈরি করেন।



ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।


যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।



সবাইকে ধন্যবাদ।




#ঐতিহাসিক_নয়াবাদ_মসজিদ
#দিনাজপুর
#নয়াবাদ_মসজিদ
#ঐতিহাসিক_মসজিদ
#মসজিদ
#Historic_Nayabad_Mosque
#Dinajpur

Комментарии

Информация по комментариям в разработке