এবার মেঘনা নদীতে টানেল ও সেতু নির্মাণ !! বাংলাদেশের প্রথম রেল টানেল ! Meghna Rail Tunnel -Bangladesh

Описание к видео এবার মেঘনা নদীতে টানেল ও সেতু নির্মাণ !! বাংলাদেশের প্রথম রেল টানেল ! Meghna Rail Tunnel -Bangladesh

চাঁদপুর- শরীয়তপুর মধ্যবর্তী স্থান মেঘনা নদীর দৈর্ঘ্য মাত্র ১০ কিলোমিটার। এই নৌ-রুটে একটি সেতু বা টানেল বদলে দিতে পারে দেশের অর্থনীতির চাকা। যা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনতে পারে ।
এতে সময় এবং টাকা দুই-ই বাঁচার পাশাপাশি তিনটি সমুদ্রবন্দরের মধ্যে সড়কপথে পণ্য পরিবহনে সময় কমিয়ে দিবে। এমনই একটি সেতু বা টানেল নির্মাণের কথা ভাবছে সরকার। যে পথ দিয়ে রেল চলাচল করবে। এমনই এক স্বপ্ন স্বপ্ন দেখছেন চাঁদপুর-শরীয়তপুর দুই পাড়ের সাধারণ মানুষ।

চাঁদপুর শহর রক্ষা বাঁধ এর স্থান পরিদর্শন কালে এ কথা জানিয়েছেন বাংলাদেশ পানিসম্পদ মন্ত্রনালয়ের উপ-মন্ত্রী এনামুল হক শামীম এমপি। চাঁদপুর - শরীয়তপুর যোগাযোগ ব্যবস্থার জন্য আমরা এমন একটি কাজ করে যেতে চাই যার জন্য মানুষ আমাদেরকে মনে রাখবে।
উপ-মন্ত্রী বলেন, বর্তমান সরকারের নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি হয়েছে। যার ফলে আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করছি। কর্ণফুলী নদীতে টানেল নির্মাণ করা হয়েছে। এবারে আমরা স্বপ্ন দেখছি মেঘনায় নদীতে চাঁদপুর - শরিয়তপুর সেতু বা টানেল করব। যা দিয়ে রেল চলাচল করবে। এ বিষয়ে আমাদের সমীক্ষা কাজ চলছে।

Комментарии

Информация по комментариям в разработке