লেবার কমিউনিটি মার্কেট চালু করেছে আজমান government | আমিরাত সংবাদ |

Описание к видео লেবার কমিউনিটি মার্কেট চালু করেছে আজমান government | আমিরাত সংবাদ |

সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে মিউনিসিপালিটি উদ্যোগে লেবার কমিউনিটি মার্কেটর শুভ উদ্বোধন হয়েছে।
....

আজমান মিউনিসিপিলিটির উদ্যোগে লেবার কমিউনিটি মার্কেট চালু করেছে আজমান government । আমিরাতে বিভিন্ন প্রদেশে শহরগুলো ওটার পিছনে অনেকাংশেই বাংলাদেশি শ্রমিকদের অবদান রয়েছে।

ভারত এবং পাকিস্থানিদের অনেকটায় ফিছিয়ে ফেলে আজমানে দাপট চলছে বাংলাদেশি শ্রমিক এবং ব্যবসায়ীদের। । আজমানের ফ্রুট এন্ড ভেজিটেবল বাজারটি বাংলাদেশিদের লোকমুখে প্রচারের কারণে এখন সবার কাছে মার্কেটটি করোনাবাজার নামেই পরিচিত পায়। আজমান গভারমেন্ট নিম্ন আয় এবং লেবার শ্রেণীর কথা চিন্তা করে লেবার কমিউনিটি মার্কেটের চালু করার উদ্যোগ নেয়। এরই ধারাবাহিকতায় একটি মার্কেটের অবস্থান আজমান কারামায় আরেকটি আজমান নিউ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া লাকি রাউন এভাউটের পাশে চালু করা হয়েছে । উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনসুলেট দুবাইয়ের শ্রম মিনিস্টার ফাতেমা জাহান, উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আজমান শাসক পরিবারের সদস্যবৃন্দ উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লেবার মার্কেটের স্বত্বাধিকারী মোহাম্মদ শাহজাহান ও জাফর। আরো উপস্থিত ছিলেন মার্কেটের ম্যানেজার সাইফুল ইসলাম, কমিউনিটি ব্যক্তিত্ব মহিউদ্দিন, জাহাঙ্গীর সহ আরো অনেকে।
বৃহৎ এই মার্কেট থেকে ছোট বড় সকল ব্যবসায়ীরা তাদের ক্রেতাদের চাহিদানুযায়ী কাঁচা বাজার সংগ্রহ করেন অনেক পরিবার।

এই বাজারটি বেশ অনেক গুলো দোকানের সমন্বয়ে গঠিত। এখানে প্রায় ৪০০ বাংলাদেশি কর্মসংস্থান হয়েছে। তবে চাহিদা অনুযায়ী রাখা হয় সব ধরনের কাঁচা সবজি। রয়েছে রেস্টুরেন্টে, প্রবাসীদের বিনোদনের কথা চিন্তা করে রাখা হয়েছে গেমের ব্যাবস্থাও।
এদিকে বাংলাদেশের মৌসুমী ফলগুলোর ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে দিন দিন। স্থানীয় আরবিরা বাংলাদেশের জাতীয় ফলের সাথে পরিচিত ছিলেন না। অথচ এখন তারা কাঁঠাল,আমের পাশাপাশি বাংলাদেশের মৌসুমী ফল এবং সবজি ইত্যাদি মার্কেটে আসলেই লুফে নেয় যেন দারুণ প্রতিযোগিতার সাথে।আমিরাত সংবাদ

Комментарии

Информация по комментариям в разработке