Bangladesh Unrest । বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বাংলাদেশ কেন উল্টো পথে?

Описание к видео Bangladesh Unrest । বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বাংলাদেশ কেন উল্টো পথে?

৭১-এর ৭ মার্চ মুজিব তর্জনী উঁচিয়ে স্বাধীনতা ঘোষণা করে বলেছিলেন, ‘‘রক্ত দিয়েই রক্তের ঋণ শোধ করতে আমি প্রস্তুত।’’ তার পর পদ্মা, তিস্তা দিয়ে বহু জল বয়ে গিয়েছে। বাংলাদেশও বদলে গিয়েছে পুরোপুরি। সেই বদল এতটাই প্রবল যে, ৫ অগস্ট বাংলাদেশ জুড়ে চলল বঙ্গবন্ধুর স্মৃতিধ্বংসের দক্ষযজ্ঞ। হর্ষোল্লাসের মধ্যে দিয়ে উপড়ে ফেলা হল মুজিবের পূর্ণাবয়ব মূর্তি। যে দৃশ্য দেখতে-দেখতে সাদ্দাম হোসেনের কথা মনে পড়ে যাচ্ছিল বার বার। রমনা ময়দানে মুজিবের সেই বক্তব্যের হাত ধরে শুরু হয়েছিল যে মুক্তিযুদ্ধের, সাড়ে পাঁচ দশক পর সেই বৃত্তটিই সম্ভবত সম্পূর্ণ হল। যদিও এ সমাপতন হৃদয়ভঙ্গের। এ সমাপতন একটি জাতির ভোলবদলেরও।

#bangladesh #sheikhmujiburrahman

আনন্দবাজার অনলাইনের ভিডিয়ো দেখতে ক্লিক করুন: https://www.anandabazar.com/video

Комментарии

Информация по комментариям в разработке