অপরা একাদশী ব্রত মাহাত্ম্য 2024
#aparaekadashi2024 #ekadashi2024 #একাদশী_মাহাত্ম্য
🙏🏵️🙏 অপরা একাদশী মাহাত্ম্য 🙏🏵️🙏
মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেনঃ (হে কৃষ্ণ) জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশীর নাম কি এবং তাঁর মাহাত্ম্যই বা কি, আমি শুনতে ইচ্ছা করি, আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন।
শ্রীকৃষ্ণ বললেনঃ (হে মহারাজ) মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পূণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্রদানকারী এই একাদশী (অপরা) নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে, ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রুণহত্যা, পরনিন্দা, পরস্ত্রীগমন, মিথ্যাভাষণ প্রভৃতি গুরুতর এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়।
যাঁরা মিথ্যা সাক্ষ্যদান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তাঁরা সকলেই নরক যাতনা ভোগ করে। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়, তবে সে ঘোরতর নরকগামী হয়। কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে।
মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পূণ্য লাভ হয়, গয়াধামে বিষ্ণুপাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহরাশিতে বৃৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদরিকাশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্য গ্রহণে কুরুক্ষেত্রে স্নানে, হাতি, ঘোড়া, স্বর্ণ দানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পদানে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে।
এই অপরা একদশী ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারে সূর্যসদৃশ এবং পাপহস্তির হিংহস্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদবুদের মতো তাঁদের জন্ম মৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণুপূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। (ব্রহ্মাণ্ডপুরাণে) এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে।
অপরা একাদশীর সংকল্পঃ
যাঁরা আমিষ আহার করেন, তাঁরা একাদশির আগের দিন অর্থাৎঃ (দশী, একাদশী এবং দ্বাদশীর) এই ৩ দিন নিরামিষ আহার করেন।
দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেনঃ (হে ভগবান) আমাকে কৃপা করুন যাতে আগামীকাল একাদশী যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি।
মনে রাখবেন একাদশীর দিন ভোরে (অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত) শয্যা ত্যাগ করে স্নান সেরে শুচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয়। শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয় (হে কৃষ্ণ) আজ যেন এই মঙ্গলময়ী একাদশী সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। ভগবান শ্রীকৃৃষ্ণের সম্মূখে অবশ্যই (সংকল্প মন্ত্র) পাঠ করে সংকল্প নিতে হয়, সুতরাং একাদশীর দিন ভোরে (সংকল্প মন্ত্র) পাঠ করতে হয়।
একাদশীর সংকল্প মন্ত্রঃ
একাদশ্যাম্ নিরাহারঃ স্থিত অহম্ অপরেহহনি।
ভ্যোক্ষ্যামি পুন্ডরীকাক্ষ স্বরনম মে ভবাচ্যুত।।
(৩ বার)
#অনুবাদঃ (হে পুন্ডরীকাক্ষ, হে অচ্যূত) একদাশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার স্বরণাপন্ন হচ্ছি।
অপরা একাদশীর পারণঃ
অর্থাৎঃ একাদশী ব্রত পালন করে পরদিন ভোরে স্নান সেরে (পারণ সময়ের মধ্যে) পঞ্চ রবিশস্য ভগবানকে ভোগ নিবেদন (করে ৩ বার) ভক্তিসহকারে (পারণ মন্ত্র) পাঠ করে একাদশীর ফল ভগবানে সম্মুখে ভক্তিসহকারে অবশ্যই অর্পন করতে হয়, এইপর সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ (অর্থাৎ) একাদশী ব্রত ভঙ্গ করতে হয়।
অপরা একাদশী পারণের মন্ত্রঃ
ওঁ অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতেনানেন কেশব।
প্রসীদ সুমুখ নাথ জ্ঞানদৃষ্টিপ্রদো ভবো।।
(৩ বার)
#অনুবাদঃ (হে কেশব) আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি। (হে নাথ) এই ব্রতের দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞানচক্ষু প্রদান করুন।
আপনিও একাদশী পালন করুন অন্যকেও উৎসাহিৎ করুনঃ।
#হরেকৃষ্ণ_হরেকৃষ্ণ_কৃৃষ্ণকৃষ্ণ_হরেহরেঃ।
#হরেরাম_হরেরাম_রামরাম_হরেহরেঃ।।
#একাদশী #ekadashivrat #ekadashivratkatha #একাদশীব্রত
একাদশী পালনের নিয়মাবলী 👉 • একাদশী পালনের নিয়মাবলী | Akadoshi Palaner...
Voice & Edited by:- Usha Rani Das
ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ, ভালো লাগলে Like, Comment, Share and Subscribe করতে ভুলবেন না।
একাদশী ২০২৪
ekadashi vrat Katha
ekadashi 2024
ekadashi kis din hai
ekadashi vrat ki vidhi
ekadashi vrat ki katha sunaeye
aj ki ekadashi
একাদশী তালিকা ২০২৪
২০২৪ একাদশী তালিকা
ekadashi kab hai
একাদশী কবে
একাদশী কবে 2024
একাদশী ব্রত কথা
apara ekadashi 2024 kab hai
apara ekadashi kab hai
একাদশীর মাহাত্ম্য
একাদশী পারন সময়
একাদশী ব্রত পালনের নিয়ম
#ushassweetwords #usharanidas #sanatandharma
Информация по комментариям в разработке