তিলক ধারন করার পরার নিয়ম ও মন্ত্র। tilak mantra iskcon in bengali।how to put tilak on forehead

Описание к видео তিলক ধারন করার পরার নিয়ম ও মন্ত্র। tilak mantra iskcon in bengali।how to put tilak on forehead

তিলক ধারন করার পরার নিয়ম ও মন্ত্র। tilak mantra iskcon in bengali. This iskcon bangla lecture video about how to put tilak on forehead and tilak mantra lecture by hg raghunandan das prabhu. ইসকন বাংলা লেকচার এই ভিডিও টিতে তিলক ধারন করার পরার নিয়ম ও মন্ত্র, তিলক ধারণের নিয়ম বা তিলক দেওয়ার নিয়ম আলোচনা করেছেন শ্রীপাদ রঘুনন্দন দাস ব্রহ্মচারী প্রভু.

#তিলকমন্ত্র #tilakmantra #তিলককরারনিয়ম #তিলকধারনমন্ত্র #iskcon

তিলক ধারণ মন্ত্র:-
১. ললাটে- শ্রী কেশবায় নমঃ
২. উদরে- শ্রী নারায়ণায় নমঃ
৩. বক্ষঃস্থলে- শ্রী মাধবায় নমঃ
৪. কন্ঠে- শ্রী গোবিন্দায় নমঃ
৫. দক্ষিণ কুক্ষিতে- শ্রী বিষ্ণুবে নমঃ
৬. দক্ষিণ বাহুতে- শ্রী মধুসূদনায় নমঃ
৭. দক্ষিণ স্কন্ধে- শ্রী ত্রিবিক্রমায় নমঃ
৮. বাম কুক্ষিতে- শ্রী বামনায় নমঃ
৯. বাম বাহুতে- শ্রী শ্রীধরায় নমঃ
১০.বাম স্কন্ধে- শ্রী হৃষীকেশায় নমঃ
১১. পৃষ্ঠে- শ্রী পদ্মনাভায় নমঃ
১২. কটিতে- শ্রী দামোদরায় নমঃ
অতঃপর হস্ত ধৌত জল
“ওঁ নমো ভগবতে বাসুদেবায়”
বলিয়া হস্ত ধৌত জল স্বীয় মস্তকে ধারণ করিবেন।

তিলক ধারণ করার মাধ্যমে আমাদের শরীরকে মন্দিরে পরিণত করে কৃষ্ণকে স্থান দেওয়া হয়।
বেদে এটি দ্বাদশ- ঊর্ধ্বপু-্ররূপেউল্লেখিত হয়েছে।
বিভিন্ন ধরনের তিলক রয়েছে, কিন্তু যখন শরীরে তিলক অঙ্কন করা হয়, তখন তাকে বলা হয় ঊর্ধ্ব।
আর দ্বাদশ মানে বারো।
আমাদের শরীরের বারোটি অংশে বারোটি ভিন্ন মন্ত্রের দ্বারা আমরা তিলক স্থাপন করি।
নবীন ভক্তদের, বিশেষ করে যারা আশ্রিত এবং দীক্ষিত আছেন, তাদের অবশ্যই তিলক ধারণ করা উচিত।
যদি কোনো কাজে বাইরে যাওয়ার জন্য গোপীচন্দন তিলক ধারণ করতে না পারা যায়,
তাহলে জল তিলক করা যেতে পারে। তবে অবশ্যই মন্ত্র উচ্চারণ করতে হবে।
এই মন্ত্র দ্বারা কৃষ্ণ কর্তৃক সুরক্ষিত হওয়া যায়।
পদ্ম পুরাণে গোপীচন্দন তিলক সম্পর্কে একটি পুরো অধ্যায় রয়েছে। চিন্ময় জগত এবং অনেক স্বর্গীয় লোকে প্রত্যেকে তিলক ধারণ করেন। এটিবৈষ্ণবতার পরিচায়ক।
যখন কেউ তিলক দর্শন করে, তখন সেই তিলক তাকে চিন্ময় জগতের কথা মনে করিয়ে দেয়। তাই এর প্রভাব অত্যন্ত শুভ। "জয় রাধে"

Комментарии

Информация по комментариям в разработке