#গজল
#islamic
#best_islamic_song
#জনপ্রিয়_10_জন_বক্তার_কন্ঠে_অসাধারণ_সব_ইসলামীক_গান
• Видео
:::::::::::::............ Description..............:::::::::::::::
Top-10 Best Islamic Song in Bangladash ||| জনপ্রিয় 10 জন বক্তার কন্ঠে অসাধারণ সব ইসলামীক গান। #গজল
আসসালামু আলাইকুম বন্ধুরা সিংহ অভিযানে আপনাকে স্বাগতম। অভিযানের আজকের পর্বটি সাজিয়েছি, বাংলাদেশের ওয়াজাঙ্গনের জনপ্রিয় 10 জন বক্তার কন্ঠে অসাধারণ সব ইসলামীক গান নিয়ে।
তবে আজ আপনাদের মাঝে কিছু কথা শেয়ার না করলেই নয়।
ইদানিং সময়ে কতিপয় কিছু নাস্তিক মহল খুব মাথা চারা দিয়ে উঠেছে। এদেরকে নিয়ে বেশি কিছু বলাও যায়না,,, কারন ।,,,,,, (নাম বললে চকরি) থাকবেনা ।।
তাই দুজন বড় ভাইয়ের কণ্ঠে ইসলামি গানের মাধমে একটু প্রতিবাদ করব আজ।।।
আর অত্যন্ত ভারাক্রান্ত অন্তরে আপনাদের সাথে আর একটা কথা শেয়ার করতে চাই।
সেটা হল এই ভিডিওর বানানোর জন্য যখন বড় হুজুরের কন্ঠে ইসলামী গজল খুজতে ছিলাম তার কিছুখন পরিই কুরআনের এই পাখিটির মৃত্যুর সংবাদ শুনতে পাই।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লিখে
তখনকার অনুভূতি হয়তোবা আমি বুঝতে পারব না।
তাই
এই ভিডিও এর শেষে বড় হুজুর আল্লাহ দেলয়ার হোসেন সাইদী কে নিয়ে মনের আক্ষেপ মেটাতে কিছু কথা বলতে চাই। আশা করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন।
তবে আজ আর ইনট্রো চালাবনা, অনেক কথা বলে ফেলছি।।
সময় পেলে ভিডিওটি বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার
এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ।
Ok no বক বক।
let's start this video.
১০.মুফতি সাঈদ আহমেদ ভাই।
এই তালিকার ১০ নম্বরে যে গানটি কে রেখেছে সেটা হচ্ছে মুফতি সাঈদ আহমেদ ভাইয়ের কন্ঠে গাওয়া।
নাস্তিকতা নিপাত যাক দ্বীন ইসলাম জিন্দাবাদ শিরোনামের ইসলামিক গানটি।
এটা আমার পক্ষ থেকে নাস্তিকদের প্রতি এটা একটা ছোট্ট প্রতিবাদ।
এখন তবে শুনে নেয়া যাক এই লিস্টের প্রথম ইসলামী গানটি।
৯.মাওলানা আজিজুল হক জিহাদী।
এই তালিকার ৯ নম্বরে রয়েছে, মাওলানা আজিজুল হক জিহাদী হুজুরের কন্ঠে গাওয়া, কোন একদিন এদেশের আকাশে, কালেমার পতাকা উড়বে শিরনামের ইসলামী গানটি।
৮.মাওলানা গোলাম রব্বানী।
এই তালিকার ৮ নম্বরে রয়েছে, গোলাম রব্বানীর সাহেবের কন্ঠে। তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে শিরোনামের ইসলামিক গানটি। ওকে তবে দেরি না করে শুনে নেয়া যাক।।
৭.জাগ্রত কবি মুহিব খান।
এই তালিকার ৭ নম্বরে রয়েছে, জাগ্রত কবি মুহিব খান।
যাকে বাংলাদেশের দ্বিতীয় কাজী নজরুল ইসলাম বলা হয়ে থাকে। এবার তবে শুনবো জাগ্রত কবি মুহিব খানের কন্ঠের নাস্তিক মুরতাদ শিরনামের ইসলামী গানটি। এটা আমার তরফ থেকে বর্তমান সময়ে নাস্তিকদের জন্য গানে গানে প্রতিবাদের বেঙ্গল বেম্ব বলতে পারেন।
৬.গিয়াস উদ্দিন তাহেরী।
এই তালিকার ৬ নম্বরে রয়েছে, গিয়াস উদ্দিন তাহেরী ভাইয়ের কন্ঠে, মেহেরবান, তুমি মেহেরবান শিরোনামের ইসলামী গানটি।
৫.মুফতি আমির হামজা।
এই তালিকার ৫ নম্বরে আছে, মুফতি আমির হামজা ভায়ের গলায় গাওয়া। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না।
শিরোনামের পপুলার ইসলামিক গান।
এই গান তো অনেকেই গেয়েছেন দেখি আমির হামজা ভাইয়ের কন্ঠে কেমন লাগে।
আপনাদের মতামতের জন্য আমি কমেন্টের অপেক্ষা করব।
৪.আল্লামা তারেক মনোয়ার।
এই তালিকার ৪ নম্বরে রয়েছে, আল্লামা তারেক মনোয়ার হুজুরের কন্ঠে, শোনো শোনো ইয়া ইলাহি আমারই মোনাজাত, শিরোনামের ইসলামি গজল টি। যদিও এই গজলটি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা। তিনি ব্যক্তিগতভাবে বড় গুজুরের মতোই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে অনেক পছন্দ করেন। তাই তিনি প্রায়ী ইসলামিক জলসাগুলেতে, জাতীয় কবি লেখা ইসলামিক গান গেয়ে থাকে।
৩.আব্দুল্লাহ আল আমিন।
এই তালিকার ৩ নম্বরে রয়েছে, আব্দুল্লাহ আল-আমিন ভাইয়ের মিষ্টি গলায় গাওয়া।
এলো কে কাবার ধরে, আঁধার চিরে চিনিস নাকিরে, অসাধারণ কাব্য ভঙ্গিমায় লেখা এই ইসলামিক গানটি। এই গজল টি এককথায় দুর্দান্ত, এবং অসাধারণ এর লেখার ভঙ্গিমা। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে।। তাহলে একসাথে শুনে নেয়া যাক আল-আমিন ভাইয়ের কন্ঠে অসাধারণ এই গজলটি।
২. মিজানুর রহমান আল আজহারী।
এই তালিকার ২ নম্বরে রয়েছে, মিজানুর রহমান আল আজহারী ভায়ের কন্ঠে গাওয়া, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় শিরোনামের ইসলামিক গানটি। আসলে আজহারী ভাইয়ের কন্ঠে যে কোন ইসলামিক গান অনেক সুন্দর মানায়। আজহারী ভাইয়ের জন্য আমাদের অন্তর থেকে অনেক দোয়া এবং শুভকামনা রইল যাতে ভাই রাজনৈতিক রোশনাল থেকে আবারো আমাদের মাঝে ফিরে আসে।
এবার তবে আজহারী ভাইয়ের মিষ্টি মধুর কন্ঠে এই ইসলামী গানটি শুনে নেয়া যাক।
১. আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী।
এই তালিকার ১ নম্বরে রেখেছি, আমাদের সবার প্রাণপ্রিয় শ্রদ্ধেয়, মুফাসসিরে কুরআন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী।
ভেবেছিলাম হুজুর হয়ত, সকল বাধা পেরিয়ে এবং আল্লাহর দেওয়া কঠিন পরীক্ষা শেষে আবারো আমাদের মাঝে ফিরে আসবেন।
হাই আফসোস হুজুর আর আমাদের মাঝে নেই। আমাদে এই দুঃখটা হয় সারা জীবনই থাকবে, আমি এই ভিডিও টি বানানোর জন্য হুজুরের কন্ঠে ইসলামী গজল খুজতেছিলাম ইতিমধ্যে হুজুরের মৃত্যুর সংবাদ যা আমার জন্য অত্যন্ত বেদনাদায়ক ছিল, শুধু আমি কেনো, আমি, আপনারা, এবং কুরআন প্রেমে হাজারো মুসলিমের জন্য এটা অত্যন্ত বেদনাদায়ক। যা মেনে নিয়া টা অনেক কঠিন। আমরা কেউ জানিনা এটা কি স্বাভাবিক মৃত্যু ছিল, নাকি হুজুরকে মেরা ফেলা হয়েছে যদি তাই হয় তবে সত্য একদিন ঠিকই প্রকাশ হবে ইনশাআল্লাহ। আর আল্লাহই তাদের উত্তম বিচার করবে। এটা যদি স্বাভাবিক মৃত্যু হয় আল্লাহ যেন হুজুরকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস দান করেন আমিন।
এবার হুজুরের কন্ঠে কিছু হৃদয়বিদারক কথা মধ্যে দিয়ে এই ভিডিও টি শেষ করব ভালো থাকবে আর বেশি বেশি দোয়া করবে যাতে ইসলাম সকল কিছুর উপরে বিজয় লাভ করে আল্লাহ হাফেজ।
Информация по комментариям в разработке