লীলা দেখে লাগে ভয় | মানবান আনোয়ার শাহ | বাংলা Folk | Bangla Folk

Описание к видео লীলা দেখে লাগে ভয় | মানবান আনোয়ার শাহ | বাংলা Folk | Bangla Folk

#মানবান_আনোয়ার_শাহ বাংলা একাডেমি পরিবার ভুক্ত ও বাংলাদেশ বেতার এবং দূরদর্শনের একজন নিয়মিত বাউল শিল্পি, আলেক সাঁই নামক একটি ঐশিবানী প্রচার প্রতিষ্ঠানের ব্যাবস্থাপনা পরিচালক।
প্রশিক্ষক- আলেক সাঁই একাডেমি। লালন- বলন ঐশিবানী প্রচারক বাংলাদেশ বেতার ও দূরদর্শন। সাধারন সম্পাদক- আরশিনগর বাউল সংঘ।
সাংস্কৃতিক সম্পাদক- বলনসংঘ।
কর্মরত- বাংলা একাডেমি।


লীলা দেখে লাগে ভয়,
নৌকার উপর গঙ্গা বোঝাই ডাঙ্গায় বেয়ে যায়।।

আর হইতে গঙ্গা সে যে
খেলা পরম রঙ্গে,
পলকে পাউড়ী ডোবে
পলকে লুকায়।।

ফুল ফোটে তার অগাধ জলে
ফল ধরে তার অচিন দলে
ফলে ফুলে যুক্ত হলে
তাইতো কথা কয়।।

গঙ্গা জোড়া মীন রয়েছে
সংক্ষেপেতে লওরে বুঝে, লালন বলে জল শুখালে মীন যাবে হাওয়ায়।।

Комментарии

Информация по комментариям в разработке