উদ্ভিদের ফুল ও ফল ঝরে যাওয়ার জন্য বেশ কয়েকটি ফেক্টর দায়ী।
বেশ কিছু জৈবিক ও অজৈবিক কারণে গাছের ফুল ও ফল ঝরে পরে। নিম্মে উক্তফেক্টর গুলো নিয়ে আলোকপাত করেছি। আশা পোষ্টিটি অনেকের কাজে লাগবে।
১. সুষম মাত্রায় সার প্রয়োগ না করার কারণে, গাছে পুষ্টির অভাব হলে, ফল ঝরে পড়তে পারে। বিশেষ করে পটাশিয়ামের অভাব হলে ফল ঝরা বেশি হয়। বোরনের অভাবেও ফল ঝরে পড়ে। ক্যালসিয়ামের অভাবে টমেটো ও মরিচে ফলের আগা পচা রোগ দেখা যায়। জিংক সারের কম ব্যবহার করলে ফল ঝরে পরে। এসব পুষ্টি উপাদান পাতায় স্প্রে করে বা গোড়ায় প্রয়োগ করে ফল ঝরা প্রতিরোধ করা যায়। তবে প্রতি বছর বর্ষা শুরু ও শেষে গাছের গোড়ায় সুষম সার ব্যবহার করলে ফল ঝরা অনেকাংশে কমে যায়।
২. ফল ঝরে পড়ার অনেক অজৈবিক কারণের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হল খরা বা মাটিতে রসের অভাব । এতে মাটি থেকে গাছ পুষ্টি উপাদান বা খাদ্য সংগ্রহ করতে পারে না এবং ফল ঝরে পড়ার হার বৃদ্ধি পায়। তাই, সঠিক সময় ও সঠিক মাত্রায় সেচ দিতে হবে। খরার সময় হঠাৎ বৃষ্টি হলে বাতাসে আর্দ্রতা বেড়ে যায় অথবা খরার সময় মাটিতে হঠাৎ রসের পরিমাণ বেড়ে গেলে ফল ও ফলের বোঁটার সংযোগস্থলে একটি নির্মোচন স্তর তৈরি হয়। এতে কচি ফল ঝরে পরে। নিয়মিতভাবে সেচ ও নিস্কাশন করে মাটির রসের পরিমাণ যদি নিয়ন্ত্রণে রাখা যায় তাহলে ফল ঝরা কমানো যায়।
৩. সুষম পরাগায়নের ব্যবস্থা না নেওয়া। অনেক ধরনের ফল গাছ আছে যেগুলোয় স্ত্রী ও পুরুষ গাছ দেখা যায়। যেমন পেঁপে গাছ। পেঁপে বাগানে যদি শতকরা ১০টি পুরুষ গাছ রাখা যায় তাহলে পেঁপের স্ত্রী ফুলের পরাগায়ন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং পেঁপের পরাগায়ন জনিত সমস্যায় ফল ঝরা প্রতিরোধ করা যায়। এ ছাড়া অনেক ফল গাছে প্রথম দিকে শুধু পুরুষ ফুল কিংবা অধিকাংশ ফুলই পুরুষ ফুল হিসেবে ফোঁটে, সে ক্ষেত্রে শেষের দিকে পুরুষ ফুলের সংখ্যা কমে যায় এবং স্ত্রী ফুলগুলো পরাগায়নের অভাবে ঝরে যায়। তাই, পুরুষ ফুলের গর্ভদন্ড দিয়ে হাতে পরাগায়ন করতে হবে।
৪. নাইট্রোজেন জাতীয় সারের অতিরিক্ত প্রয়োগে বা গাছের অতিরিক্ত গ্রহণে গাছের দৈহিক বৃদ্ধি বা গাছের তেজ বেশি হয়, এতে স্ত্রী ফুলের চেয়ে পুরুষ ফুল কম ফোটে এবং অনেক স্ত্রী ফুল সঠিকভাবে পরাগায়িত না হওয়ায় ফল ঝরে যায়। তাই, সঠিক মাত্রায় নাইট্রোজেন জাতীয় সার ব্যবহার করতে হবে।
৫. হরমোনের তারতম্যের জন্য ফল ঝরে যেতে পারে তাই উদ্ভিদের অনুখাদ্য হিসাবে ফ্লোরা / বায়োফার্টি / প্লান্টফিড এক লিটার পানিতে ২ মিঃলিঃ হারে প্রয়োগ করতে হবে।
৬. ফল গাছে অনেক ধরনের রোগ দেখা দিলে ফল ঝরে পড়ে । যেমন- পেঁপের গোড়া পচা রোগে ফল ঝরে যায়, নারকেলের কুঁড়ি পচা রোগে কচি ফল ঝরে যায়, এনথ্রকানোজ বা ফোসকা পড়া রোগে কচি আম ও পেয়ারা, কাঁঠালের মুচি ফল ঝরে যায় এবং শুঁটিমোল্ড রোগে কুল ঝরে যায়। এসব রোগ নিয়ন্ত্রণের জন্য মেনকোজেব বা সালফার জাতীয় ছত্রাকনাশক স্প্রে করতে হবে।
৭. মিলিবাগ বা ছাতরা পোকার আক্রমণ হলে কচি ফল ঝরে পড়ে। কুল, পেঁপে, পেয়ারা, কাঁঠালে এ পোকার আক্রমণ দেখা যায়। গাছে পিঁপড়ার আনাগোনা বেড়ে গেলে গাছের কচি অংশ এবং ফুল বা ফলের বোঁটার কাছে লক্ষ্য করলে ছাতরা পোকা দেখতে পাওয়া যায়। পিঁপড়া চলাচল ঠেকানোর জন্য গাছের গোড়ার চারদিকে ছাই ছিটিয়ে দিতে হয়। এ ছাড়া মিলিবাগের আক্রমণ বেশি হলে ইমিডাক্লোরপিড জাতীয় কীটনাশক প্রতি ১০ লিটার পানিতে ৫ মিলিলিটার হারে মিশিয়ে আক্রান্ত অংশসহ পুরো গাছে স্প্রে করতে হবে।
৮. তীব্র শৈত্য প্রবাহে গাছের ফল না ঝরলেও গাছের পাতায় শীতের ক্ষত দেখা দিতে পারে এবং গাছে খাবার উৎপাদন ব্যাহত হয়ে গাছ দুর্বল হয়ে যেতে পারে। এতে কিছু ফল ঝরেও যেতে পারে। শৈত্য প্রবাহের সময় নিয়মিতভাবে শুধু পানি পাতায় স্প্রে করলে পাতা শীতের ক্ষত থেকে রক্ষা পায় এবং পরে ফল ঝরা অনেক কমে যায়।
৯. গ্রীষ্মকালে বাতাসের তাপমাত্রা বেশি এবং আর্দ্রতা কম থাকলে ফল ঝরে পরে। ফলের ভেতরের ও বাইরের তাপমাত্রা ও আর্দ্রতার পার্থক্যের কারণে ফলের বোঁটা দুর্বল হয়ে ফল ঝরে পড়ে। আবার তাপ প্রবাহেও গাছের জৈবিক কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যায় এবং দৈহিক বৃদ্ধিও স্থবির হয়ে পড়ে। গাছে ভেতরে ও বাইরে আর্দ্রতার হেরফের হওয়ায় ফল ঝরে পড়তে শুরু করে। তাপ প্রবাহের সময় নিয়মিতভাবে মধ্যরাতের দিকে গাছের গোড়ায় ও স্প্রে মেশিন দিয়ে পাতায় স্প্রে করলে ফল ঝরা অনেকাংশে কমানো যেতে পারে।
#ফুল_ও_ফল_ঝড়ে_পড়ার_কারন_ও_প্রতিকার
#How_to_control_fruit_dropping
#Agriculture_Technology_bd
ফল ঝরে পড়ার কারণ ও প্রতিকার,
গাছের ফল ঝরে যাওয়া,
গুটি অবস্থায় ফল ঝরে পড়ার কারণ ও প্রতিকার,
ফলের গুটি অবস্থাতে ফল ঝরে পড়ার কারণ ও তার পতিকার,
মিষ্টি কুমড়ার ফুল ঝরে পড়া সমস্যার সমাধান,
ফুল ঝরে যাবার সমাধান,
জবা গাছের কুঁড়ি ঝরে পড়ার সমস্যা ও সমাধান,
ফল অকালে ঝরে পড়ে কেন,
লাউ শসা করলা কুমড়ো জাতীয় ফল ঝরে পড়া সমস্যা,
মাল্টা ফল ঝরে যাওয়ার কারন,
ত্বিন ফল গাছের ফল ঝরে পড়ার রহস্য ও সমাধান,
আম ঝরে পড়ার সমস্যার সমাধান,
বেগুনের ফুল ঝরে পড়ার কারণ,
লিচুর ফল ঝরে পড়া রোধে,
How to control fruit dropping,
Thank you for watching
This video has shared our experience.
**************************************
subscribe the channel
/ @agriculturetechnologybd
**************************************
Note:- video is not any paid video. This video only provides education knowledge to farmer friends
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Disclaimer----
video is for education purpose only. copyright disclaimer under section 107 of the copyright Act 1976, allowance is made for "fair use"for purpose such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
🔥🔥like👍 share and subscribe 🔔🔥🔥
+++++++++++++++++++++++++++++++++
Информация по комментариям в разработке