ট্রেডিশনাল কাচ্চি বিরিয়ানি | Bangladeshi Traditional Kacchi Biryani Recipe

Описание к видео ট্রেডিশনাল কাচ্চি বিরিয়ানি | Bangladeshi Traditional Kacchi Biryani Recipe

অতিরিক্ত কোনো রেডিমেড মসলা ছাড়া ঘরে পারফেক্টভাবে ট্রেডিশনাল স্বাদের কাচ্চি বিরিয়ানি রান্না শিখতে চাইলে ভিডিওটি ফলো করুন।

বিরিয়ানি নাম শুনলেই জিভে যেমন পানি চলে আসে, ঠিক তেমনি রাঁধুনীরা যারা কখনো বিরিয়ানি তৈরী করেননি, একটু হলেও ভয় পেয়ে যান, এই ভেবে যে না জানি বিরিয়ানি তৈরীর প্রক্রিয়া কত কঠিন। সেই ভয় দুর করতেই এখন দেখাচ্ছি বাংলাদেশের ট্রেডিশনাল কাচ্চি বিরিয়ানির রেসিপি।

স্খান ভেদে বিরিয়ানি বা বিরানির অনেক রকমের নাম আছে যেমন: পাঞ্জাবি মুর্গ বিরিয়ানি, ক্যালকাটা বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি। এগুলির মধ্যে আমাদের ঢাকায় তথা বাংলাদেশে যেটা সবচাইতে জনপ্রিয়ভাবে তৈরী হয় বা খাওয়া হয়, সেটা হলো কাচ্চি বিরিয়ানি। বলা যেতে পারে কাচ্চি বিরিয়ানি আমাদের বাংলাদেশী বিরিয়ানি। তেহারীর সাথে বিরিয়ানির মুল পার্থক্য হলো বিরিয়ানি ট্রেডিশনালি খাসির মাংস দিয়ে রান্না হয়, মাংসের টুকরা বেশ বড় হয়। আর তেহারী গরুর ছোটো মাংসের টুকরো দিয়ে সরিষার তেলে রান্না হয়।

কাচ্চি বিরিয়ানি তৈরী করতে যা যা লেগেছে –
➡ খাসির মাংস ১ কেজি
➡ সুগন্ধি পোলাওর চাল ০.৫ কেজি
➡ পিঁয়াজ বেরেস্তা ১ কাপ
➡ রান্নার তেল ০.৫ কাপ
➡ টক দৈ ১ কাপ
➡ রসুন বাটা ২ টেবিল চামুচ
➡ আদা বাটা ১.৫ টেবিল চামুচ
➡ শুকনো মরিচের গুঁড়ি ১ চা চামুচ
➡ লবণ স্বাদ অনুযায়ী প্রয়োজন মতো
➡ ফুল ক্রিম দুধ ১ কাপ
➡ বাটা জয়ফল ১ চা চামুচ
➡ জয়ত্রী প্রায় ২ গ্রাম
➡ গরম মশলার গুঁড়ি ১ টেবিল চামুচ
➡ ঘি: বিরিয়ানিতে ২ টেবিল চামুচ, আলু ঝলসাতে ১ চা চামুচ
➡ জর্দ্দার রঙ প্রয়োজন মতো
➡ আলু ০.৫ কেজি
➡ শাহী জিরা ১ চা চামুচ
➡ আটা প্রয়োজন মতো
➡ আলু বোখারা ৪/৫ টি
➡ কেওড়ার জল ২ টেবিল চামুচ
➡ গোলাপ জল ২ টেবিল চামুচ

➡ ঘরে গরম মসলার গুঁড়ি তৈরী করা শিখতে এই ভিডিওটি দেখুন    • অথেন্টিক গরম মসলার গুঁড়ি | Bangladesh...  

✔ বিরিয়ানিতে খাসির মাংস কিন্তু সাধারন পিসের চাইতে বড় হয়, তো আপনারা সেভাবে কেটে নিবেন

✔ বিরিয়ানির মসলা নামে বিশেষ কোনো মসলা পাওয়া যায় না, যা পাওয়া যায়, তা আমাদের সাধারণ মসলাগুলির কম্বিনেশন। যেগুলি আমি এখানে দিলাম।

✔ আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি ৩০ লাখের উপরে দর্শক ভিডিওটি দেখেছেন এবং উপকৃত হয়েছেন। তাই সময় নিয়ে ভিডিওটি দেখুন।

✔ আশাকরছি রেসিপিটি সবার কাজে আসবে এবং বিরিয়ানি রান্না নিয়ে আর কারও কোনো আতঙ্ক থাকবেনা।

ব্লগ পোস্ট: http://rumana.net/1096

Комментарии

Информация по комментариям в разработке