খাঁচায় তেলাপিয়া চাষে সফল দুই চাষি/ Tilapia cage culture

Описание к видео খাঁচায় তেলাপিয়া চাষে সফল দুই চাষি/ Tilapia cage culture

বাংলাদেশে এখন বাণিজ্যিকভাবে সফলতার সাথে খাঁচায় মাছ চাষ হচ্ছে। যারা বেকার, নিজস্ব মাছ চাষের পুকুর নাই তারা অপেক্ষাকৃত কম স্রোতের ছোট নদী বা বাঁওড়ে, বড় খালে কিংবা বিলে খাঁচা স্থাপন করে মাছ চাষের মাধ্যমে কর্মসংস্থান করতে পারেন।
খাঁচায় মাছ চাষের সফল দুইজন চাষি বাবুল খান ও কাঞ্চন হাওলাদার যারা খাঁচায় মাছ চাষ করছেন ১৫-১৬ বছর যাবৎ। বরিশাল জেলার মুলাদী উপজেলার কাজীরচর ইউনিয়নের চর কমিশনার গ্রামের এই দুই মাছ চাষি শুধু নিজেরাই মাছ চাষ করেন না খাঁচা তৈরির জন্য কেউ সহায়তা চাইলে উনারা গিয়ে খাঁচা তৈরি করে দেন। সারা দেশে খাঁচা তৈরির জন্য উনাদের সুনাম আছে। শুধু তাই নয় এই দুইজন সফল চাষি ২০১২ সালে জাতীয় পর্য়ায়ে সেরা মাছ চাষি নির্বাচিত হন। তাদের সাথে যোগাযোগ করতে পারেন- বাবুল খান- 01731250515, কাঞ্চন হাওলাদার- 01741410088 এই নম্বরে।

#tilapia_cage_farming #Cage_culture_in_Bangladesh #ভাসমান_খাঁচায়_তেলাপিয়া_মাছ_চাষ

Комментарии

Информация по комментариям в разработке