Bhaktabandh High School Drama_Manus manuser jonya'written and directed by Sanjib Batabyal(HOI)

Описание к видео Bhaktabandh High School Drama_Manus manuser jonya'written and directed by Sanjib Batabyal(HOI)

Drama_Manus manuser jonya'written and directed by Sanjib Batabyal'TheHOI of the school. and played by the students of the school
আজকের নাটক _মানুষ মানুষের জন্য।
রচনা ও নির্দেশনা _শ্রদ্ধেয় সঞ্জীব বটব্যাল (ভারপ্রাপ্ত শিক্ষক, ভক্তাবাঁধ উচ্চ বিদ্যালয়)
আবহ ও কারিগরী সহযোগিতা _সুব্রত লায়েক
রূপ সজ্যা _বাসুদেব স্টোর্স , বাঁকুড়া
সহ যোগীতায় _ভক্তাবাঁধ উচ্চ বিদ্যালয়ের সমস্ত শিক্ষক বৃন্দ ও ছাত্র ছাত্রী বৃন্দ।
অভিনয়ে _শ্রেয়া বটব্যাল, পায়েল পরামানিক, রিম্পা দাস, পিউ সূত্রধর, শ্রেয়শ্রী চ্যাটার্জী, রিয়া গরাই, বৃষ্টি গরাই, সানিয়া সিংহ, প্রশান্ত মাজি, ঈশান পাত্র, রুমঝুম বাউরী, পিউ সিংহ, বৈশাখী সূত্রধর, প্রিয়াঙ্কা বাগদী, তানিয়া সিংহ, সুদীপা নাগ, মানসী পরামানিক।
আজকের সমাজে কিছু কিছু মানুষ মনুষ্যত্ব ও বিবেক হারিয়ে ফেলে। অর্থ, শিক্ষা ও ভোগ বিলাসের মোহে নিজের আপনজন এমনকি নিজের জন্মদাতা মা বাবাকেও ভুলে যায়, ভুলে যায় তাঁদের প্রতি কর্তব্য ও দায়িত্বের কথা। আবার এর ব্যতিক্রমও আছে। কিছু এমন মানুষও আছেন, যাঁরা যতোই বড় হোক, মনুষ্যত্ব হারায় না, মানুষের পাশে দাঁড়ায়। আজকের দিনে আমরা শপথ নেবো, শুধু লিখা পড়া শিখে বড় চাকরী পাওয়াই আমাদের লক্ষ্য নয়, আমাদের লক্ষ্য প্রকৃত মানুষ হওয়া, আমাদের ভুলে গেলে চলবে না, মনুষ্যত্বহীন, বিবেক হীন মানুষ আমাদের সমাজের কোনো কাজে লাগে না। আমাদের প্রকৃত মানুষ হতে হবে, আমাদের মনে রাখতে হবে মানুষ মানুষের জন্য।
আজকের নাটকে আমরা সে বার্তাই দিতে চেয়েছি। শুরু হচ্ছে আজকের নাটক _মানুষ মানুষের জন্য।

Комментарии

Информация по комментариям в разработке