Itu puja vidhi | itu puja bengali | itu puja mantra | itu puja niyam | itu puja vidhi bengali | Itu puja panchali | itu puja paddhati |
itu puja golpo | itu puja date
At the end of the Bengali month Kartik(middle of November) , Itu puja begins. But we can also commence this puja at the middle of Bengali agrahan months, interval of 15 days ( end of November). Those who are not able to do this, they have to arrange the puja at the same day of vasan
ইতু পূজা মন্ত্র
"অষ্টচাল অষ্টদূর্বা কলসপত্র ধরে
ইতুকথা একমনে শুন প্রাণ ভরে।।
ইতু দেন বর,
ধনে জনে বাড়ুক ঘর।।"
ইঁয়তি ইঁয়তি নারায়ণ,
তুমি ইঁয়তি ব্রাহ্মণ।
তোমার শিরে ঢালি জল,
অন্তিম কালে দিও ফল।
অষ্টচাল অষ্টদূর্বা কলসপত্র ধরে ।
ইতুকথা একমনে শুন প্রাণ ভরে।।
ইতু দেন বর,
ধনে জনে বাড়ুক ঘর।।
একটি প্রশস্ত মৃত্তিকা সরায় মাটি ভরে তার উপরে পাঁচ কলাই (ছোলা, মুগ, মটর, অড়হর,সর্ষে) ,ধান শস্য, মান, কচু, কলমীলতা, হীনচে, হলুদ, আখ, শুষনি ইত্যাদির ছোট চারা বা মূল পুঁতে দেওয়া হয়। তার উপর দুই খানি ঘট জল ভরে রাখা হয়। অঘ্রানে ভোরে প্রতিদিন ও অঘ্রানের রবিবার উপোস করে ব্রতকথা পড়ে পূজা করা হয়। ঘটে জল ঢালা হয় মন্ত্র বলে-
"হিংচে কলমি ল-ল করে
রাজার বেটা পক্ষী মারে…
মারুক পক্ষী উড়ুক চিল
সোনার কৌট ,রূপার খিল।
ওঁ ইতু লক্ষ্মী দেব্যায় নমঃ
ওঁ সূর্য দেব্যায় নমঃ"
জল ঘটে ঢালার সময় মাটিতে পড়ে, ঘট উপচে পড়ে, ঘট চুঁইয়ে পড়ে। সরার মাটি সরস হয়। অঙ্কুরিত হয় শস্য। সারা মাস জল পেয়ে শাক শস্য গুলি বড় হয়ে ওঠে। সরা শস্য শ্যামলা হয়ে ওঠে। অগ্রাহয়ণের সংক্রান্তি থেকে পৌষ সংক্রান্তি পর্যন্ত এই একটা মাস প্রতি রবিবার ভোরে বাসী বিছানায় বসে পশ্চিমবঙ্গের পুরনারীদের দেখা যায় ইতুপূজা করতে। এই ব্রত না করে ব্রতীরা জল খায় না। ইতু পূজার উদ্দেশ্য হলো সংসারের সুখ ও ঐশ্বর্য কামনা। সাধারণতঃ ব্রতী নিজেই এই ব্রতের ছড়া বলে সেদিনের মতো ব্রত সাঙ্গ করে। কোথাও কোথাও পাড়া-প্রতিবেশীরা একত্র হয়ে বসে একজন ইতুর ব্রত কথা বলে, আর ব্রতীরা হাতে ফুল নিয়ে বসে বসে শুনে যায় ব্রত কথা।
⚜️ ইতুপূজার ব্রতকথা:-
অবন্তীনগরে এক দরিদ্র ব্রাহ্মণ দম্পতি বাস করতেন। তাঁদের দুই মেয়ে উমনো আর ঝুমনো। একদিন ব্রাহ্মণ ভিক্ষা করে পিঠের জোগাড় করে এনে ব্রাহ্মণীকে পিঠে তৈরি করতে বললে। মেয়ে দুটি যখন ঘুমিয়ে পড়ল তখন ব্রাহ্মণী পিঠে তৈরি করতে বসল।ব্রাহ্মন আড়ালে গিয়ে পিঠের শব্দ ধরে গুনতে লাগল ও এক একবার শব্দ শুনে দড়িতে এক একটি গিঁট দিতে লাগল। রাত্রে মেয়েদুটি উঠে মায়ের কাছে পিঠে খেতে চাইলে ব্রাহ্মণী তাদের কষ্ট সহ্য করতে না পেরে একটি পিঠে ভেঙে দু ভাগ করে দুই বোনকে দিলেন। তারা তাই খেয়ে শুয়ে পড়ল। তারপর পিঠে গড়া শেষ হলে ব্রাহ্মণ খেতে এলো।ব্রাহ্মণী সব পিঠে ধরে দিলেন।ব্রাহ্মণ পিঠে গুনে দেখল একটি কম, ব্রাহ্মণী কে জিগেস করাতে তিনি সব খুলে বললেন। ব্রাহ্মণের খুব রাগ হল, কিন্তু কিছু বললেন না, মনে পুষে রাখলেন। কিছুদিন পর ব্রাহ্মণ মেয়েদুটিকে বললেন, তোদের পিসির বাড়ি রেখে আসি চল, সেখানে পেট ভরে খেতে পাবি। এই বলে মেয়ে দুটিকে নিয়ে ব্রাহ্মণ যেতে লাগল।
সন্ধ্যার সময় তারা এক বনের ধারে উপস্থিত হল। তখন মেয়ে দুটি বললে ,বাবা আমরা আর চলতে পারছি না।ব্রাহ্মণ বললে, তোরা আমায় কোলে মাথা রেখে ঘুমো, ঘুম ভাঙলে যাস।মেয়ে দুটি ঘুমিয়ে গেলে ব্রাহ্মণ মাটির ঢেলার ওপর তাদের মাথা রেখে চারদিকে আলতা গুলে শামুকের ঘুঁটি ছড়িয়ে চলে গেল। রাত হলে বাঘ ভাল্লুকের চিৎকারে তাদের ঘুম ভেঙে গেল।তাঁরা উঠে বাবাকে দেখতে পেল না। বড় মেয়েটি বললে বাবাকে বাঘে খেয়ে ফেলেছে। ছোটটি বললে না দিদি আমরা পিঠে খেয়েছি বলে বাবা আমাদের বনবাসে দিয়েছেন। বাবাকে যদি বাঘে খেত তবে আমরা কি বেঁচে থাকতাম , না মাটির ঢেলায় আমাদের মাথা থাকত।তখন তারা একটি বট গাছের কোটরে আশ্রয় নিয়ে রাতটুকু কাটালো। পরদিন সকালে তারা বেরিয়ে পড়ল। পথে যেতে যেতে দেখল দেবকন্যারা ইতুপুজো করছে। তারা দুই বোন দেবকন্যাদের কাছ থেকে ইতুপুজোর নিয়ম কানুন জেনে নিয়ে পুজো করলে। দেবকন্যা দের কথা মত তাঁরা বর চাইলে, “আমার বাপের সকল দুঃখ দূর হোক। ঘর বাড়ি হোক, একটি ভাই হোক, রাজার মত বড় হোক।” তারপর তারা প্রসাদ নিয়ে বাড়ির দিকে রওনা দিল।
ক্রমে ইতুর কৃপায় ঘরে এসে পৌছালো।। তাদের দেখে ব্রাহ্মণ তো রেগেই অস্থির, ব্রাহ্মণীর আনন্দের সীমা রইল না।তখন উমনো আর ঝুমনো ইতুপুজোর কথা সব খুলে বলল। কিছুদিন পর সেই দেশের রাজা ও তার মন্ত্রী সৈন্য সামন্ত নিয়ে মৃগয়ার উদ্দেশ্য বেরোলো ।তারা ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে সেই ব্রাহ্মণের বাড়ি এসে জল চাইল। উমনো ঝুমনো এসে তাদের জল দিলে। রাজা ও মন্ত্রী মেয়ে দুটি কে দেখে তাদেরকে বিয়ে করতে চাইলে । ব্রাহ্মণ আহ্লাদে উমনোর সঙ্গে রাজার আর ঝুমনোর সঙ্গে মন্ত্রীর বিয়ে দিলে।পরদিন তারা শ্বশুরবাড়ী গেল। যাবার সময় উমনো মাছ ভাত খেয়ে পান চিবোতে চিবোতে গেল। আর ঝুমনো ইতুর প্রসাদ খেয়ে নিরামিষ খেয়ে গেল। ক্রমে রাজার রাজ্যে ভয়ঙ্কর অমঙ্গল হতে লাগল। আর মন্ত্রীর সংসারে খুব উন্নতি হতে লাগল। রাজা উমনো কে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। সে বোন ঝুমনোর বাড়ি গিয়ে আশ্রয় নিল। ঝুমনো বললে দিদি ইতুর কোপে তোমার এই অবস্থা। তুমি শশুরবাড়ি যাবার সময় মাছ ভাত খেয়েছিলে, সেদিন অঘ্রান মাসের রবিবার ছিল। তারপর অঘ্রান মাস পড়তে ঝুমনো উমনো কে দিয়ে ইতুপুজো করালো আর বর চাইল। তখন আবার রাজার সুসময় ফিরে এলো। তখন রাজার উমনোর কথা মনে পড়ল ও তাকে রানী সাজিয়ে সসম্মানে ফিরিয়ে আনল । উমনো ঝুমনো ইতুপুজোর কথা সকলকে বলল ও ক্রমে ইতুপুজো জগতে প্রচার হল। তারপর উমনো ঝুমনো রাজা মন্ত্রী ব্রাহ্মন ব্রাহ্মণী সকলে পুষ্প রথ চড়ে স্বর্গে গেল।
This is a beginning video tutorial of Itu puja, sunday puja vidhi video of itu puja and the vasan procedure video is in our play list.. So for more updates Subscribe our channel. And don't forget to like, comments and share. Thank you.
Информация по комментариям в разработке