জানা গানা মানা | বেষ্ট অফ কৌশিকি চক্রবর্তী | আধুনিক বাংলা ও রবীন্দ্র সংগীত | Kaushiki Chakrabarty

Описание к видео জানা গানা মানা | বেষ্ট অফ কৌশিকি চক্রবর্তী | আধুনিক বাংলা ও রবীন্দ্র সংগীত | Kaushiki Chakrabarty

জনপ্রিয় কণ্ঠশিল্পী কৌশিকি চক্রবর্তীর কন্ঠে অসাধারন কিছু আধুনিক বাংলা গান।
এই এলবাময়ে মোট ৭টি গানের সংকলন রয়েছে।
০১.জানা গানা মানা।
০২.চোরাবালি।
০৩.আমার আপনার চেয়ে।
০৪.কি কখন বলে বাঁশি।
০৫..কি কখন বলে বাঁশি
০৬.পাতা ঝরা বৃষ্টি বলে।
০৭.একদিন যাবে।

গানগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের গানের ভূবন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।



জনগণমন-অধিনায়ক জয় হে ভারতের জাতীয় সঙ্গীত। এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক তৎসম বাংলা ভাষায় রচিত। গানটির রচনাকাল জানা যায় না। ১৯১১ খ্রিষ্টাব্দে জাতীয় কংগ্রেসের একটি সভায় এটি প্রথম গীত হয়। ১৯৫০ খ্রিষ্টাব্দে স্বাধীন ভারতের জাতীয় সঙ্গীত স্বীকৃতি লাভ করে এর প্রথম স্তবকটি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দেমাতরম গানটিও সমমর্যাদায় জাতীয় সংগীতের স্বীকৃতি লাভ করে। বর্তমানে জনগণমন ভারতের জাতীয় সংগীত বা রাষ্ট্রগীত (ন্যাশনাল অ্যানথেম) ও বন্দেমাতরম ভারতের জাতীয় স্তোত্র বা রাষ্ট্রগান (ন্যাশানাল সং) বিবেচিত হয়।

জনগণমন-অধিনায়ক জয় হে ইমন রাগে কাহারবা তালে নিবদ্ধ। দীনেন্দ্রনাথ ঠাকুর এর স্বরলিপিকার। স্বরবিতান ১৬-তে এর স্বরলিপি মুদ্রিত। ভারত সরকার অনুমোদিত স্বরলিপিটি বিশ্বভারতী গ্রন্থনবিভাগ প্রকাশিত রাষ্ট্র সংগীত গ্রন্থে মুদ্রিত।


জনগণমন-অধিনায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!
পঞ্জাব সিন্ধু গুজরাট মরাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ
বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছলজলধিতরঙ্গ
তব শুভ নামে জাগে, তব শুভ আশিষ মাগে,
গাহে তব জয়গাথা।
জনগণমঙ্গলদায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!
জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয় জয় হে।।

অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী
হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খৃস্টানী
পূরব পশ্চিম আসে তব সিংহাসন-পাশে
প্রেমহার হয় গাঁথা।
জনগণ-ঐক্য-বিধায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!
জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয় জয় হে।।

পতন-অভ্যুদয়-বন্ধুর পন্থা, যুগ যুগ ধাবিত যাত্রী।
হে চিরসারথি, তব রথচক্রে মুখরিত পথ দিনরাত্রি।
দারুণ বিপ্লব-মাঝে তব শঙ্খধ্বনি বাজে
সঙ্কটদুঃখত্রাতা।
জনগণপথপরিচায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!
জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয় জয় হে।।

ঘোরতিমিরঘন নিবিড় নিশীথে পীড়িত মূর্ছিত দেশে
জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল নতনয়নে অনিমেষে।
দুঃস্বপ্নে আতঙ্কে রক্ষা করিলে অঙ্কে
স্নেহময়ী তুমি মাতা।
জনগণদুঃখত্রায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!
জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয় জয় হে।।

রাত্রি প্রভাতিল, উদিল রবিচ্ছবি পূর্ব-উদয়গিরিভালে –
গাহে বিহঙ্গম, পূণ্য সমীরণ নবজীবনরস ঢালে।
তব করুণারুণরাগে নিদ্রিত ভারত জাগে
তব চরণে নত মাথা।
জয় জয় জয় হে জয় রাজেশ্বর ভারতভাগ্যবিধাতা!
জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয় জয় হে।।

রবীন্দ্রনাথ ঠাকুর


⚠️ CopyrightCopyright disclaimer ----
I do not own any of the soundtrack.
This video was made for pure entertainment purpose. These copyrights belong to it’s rightful owners.


⚠️বিশেষ ঘোষণা : এই এলবাম টি তে যে গান গুলি ব্যবহৃত হয়েছে , সেগুলির কোনোটিরই মালিক আমার নই ।
আমার সাধারণত সঙ্গীত প্রেমী মানুষদের কিছু আনন্দ দেওয়ার জন্য এই ভিডিও টি তৈরি করেছি ।


⛔কপিরাইট সংক্রান্ত কোনো প্রবলেম হলে আমাদের সাথে অনুগ্রহ করে যোগাযোগ করুন । আমরা ২৪ ঘন্টার মধ্যে সেই গান টি আমাদের চ্যানেল থেকে ডিলেট করে দেব । ধন্যবাদ ।



➡️ Don't Forget to subscribe our chennal



#Best_Of_Kaushiki_Chakrabarty #India National Anthem #Rabindra_&_Adhunik_Bengali_Song #Ganer_Bhuban

Комментарии

Информация по комментариям в разработке